AFCAT 2026 এয়ার ফোর্সে যোগদান ফর্ম ফিলাপ! যোগ্যতা, ফি, আবেদন লাস্ট ডেট দেখে নিন

Dibyendu Dutta

Updated on:

Follow Us Share
Indian Air Force Join AFCAT 2026 Form Fill Up

Indian Air Force (IAF) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে AFCAT 1 2026 Notification, যার মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থীরা টেকনিক্যাল নন টেকনিক্যাল যথাক্রমে, Flying Branch, Ground Duty (Technical)Ground Duty (Non-Technical) পদে আবেদন করতে পারবেন। যোগ্যতা কি লাগবে? ফরম পূরণের গুরুত্বপূর্ণ তারিখ অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ সবকিছু দেখে নিন

— Advertisement —

AFCAT 2026: ভারতীয় বায়ু সেনাতে যোগদান গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

প্রত্যেক বছরই বহু যুবক-যুবতীর স্বপ্ন থাকে এই পরীক্ষার উত্তীর্ণ হওয়া। ২০২৬ এর জন্য এটির আবেদন গ্রহণ হবে ১৭ই নভেম্বর থেকে। বিস্তারিত সমস্ত সময়সূচী তারিখ দেখে নিন –

ইভেন্টতারিখ
Notification প্রকাশ9 November 2025
Online Registration শুরু17 November 2025 (সকাল 11টা)
Registration শেষ14 December 2025 (রাত 11:30টা)
Admit Card Download22 January 2026 থেকে
AFCAT Written Exam31 January 2026 (Saturday)

মোট শূন্যপদ (Total Vacancies)

মোট 340টি Vacancy ঘোষণা করা হয়েছে। ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি. টেকনিক্যাল. নন টেকনিক্যাল সমস্ত কিছু একটু ভালো করে পদঅনুযায়ী দেখে নিন –

EntryBranchMen (PC)Women (PC)Men (SSC)Women (SSC)
AFCAT EntryFlying3404
Ground Duty (Technical)AE(L): 03 AE(M): 09AE(L): 03 AE(M): 03AE(L): 100 AE(M): 38AE(L): 23 AE(M): 09
Ground Duty (Non-Technical)WS: 21, Admin: 48, Lgs: 09, Accts: 08, Edn: 02, Met: 01WS: 05, Admin: 12, Lgs: 02, Accts: 02, Edn: 02, Met: 02
NCC Special EntryFlying10% seats (out of CDSE/AFCAT)10% seats (out of AFCAT)

যোগ্যতা (Eligibility Criteria)

— Advertisement —

Nationality: প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে
Age Limit (as on 1 January 2027):

Branchবয়সসীমা
Flying Branch20–24 বছর (Commercial Pilot License থাকলে 26 বছর পর্যন্ত ছাড়)
Ground Duty (Tech & Non-Tech)20–26 বছর

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

  • Flying Branch: 10+2 এ Physics ও Mathematics বাধ্যতামূলক + Graduate (60%)
  • Technical: Engineering বা Technology Degree (60%)
  • Non-Technical: যে কোনও বিষয়ে Graduate (60%)

বেতন (Salary & Allowances)

পদবেতন স্কেল
Pay Level₹56,100 – ₹1,77,500 (Level 10)
Flying Branch মোট বেতন₹85,000 – ₹90,000 (including allowances)
Ground Duty মোট বেতন₹70,000 – ₹80,000
AllowancesFlying, Technical, MSP, Uniform, Ration, Transport ইত্যাদি

AFCAT 2026 Form Application Process (কীভাবে আবেদন করবে)

1) অফিসিয়াল ওয়েবসাইটে https://afcat.edcil.co.in “Candidate Login” এ গিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
2) সমস্ত তথ্য (personal, education, communication) সঠিকভাবে পূরণ করুন। Upload করুন —

  • Photograph (100–200 KB)
  • Signature (80–150 KB)
  • Thumb Impression (50–100 KB

Application Fee দিন ₹550 + GST (NCC entry exempt)। Submit করার পর প্রিন্ট করে রাখুন Application Form ও Fee Receipt।

অবশ্যই দেখবে: How to Join Air Force: বায়ু সেনাতে যোগদান কিভাবে করবে? যোগ্যতা কি লাগবে? সবকিছু বাংলাতে

আবেদনের লিংক ও অফিসিয়াল নোটিশ

AFCAT Notification 2026
অফিশিয়াল রেজিস্ট্রেশন সরাসরি লিংক »afcat.edcil.co.in
AFCAT 2026 অফিসিয়াল বিজ্ঞপ্তি
[Notification_AFCAT_01-2026]
↓ Download PDF

পরীক্ষার সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত পোস্ট ইতি মধ্যে আমাদের পোর্টালে রয়েছে আপনারা একটু দেখে নেবেন –

ক্লিক করে দেখুন: AFCAT Exam: বিমান বাহিনীতে যোগদান পরীক্ষা! ফ্লাইং, টেক, ননটেক যোগ্যতা সহ সমস্ত তথ্য!

Join Group

Telegram