ভারতের বহু প্রতিভাবান মেয়ে শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে না। ঠিক সেই জায়গাতেই এক নতুন দিশা দেখাচ্ছে আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপ, যা সম্পূর্ণভাবে মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করবে। কি কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জেনে নিন।
Aditya Birla Capital Scholarship: আদিত্য বিড়লা স্কলারশিপ 2025-26
আদিত্য বিড়লা ফাউন্ডেশন হচ্ছে Aditya Birla Capital Limited এবং তার সহপ্রতিষ্ঠানগুলোর CSR শাখা। সমাজের উন্নয়নে এই সংস্থা শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজকল্যাণে বহু প্রকল্প পরিচালনা করে আসছে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ তাদের অন্যতম প্রধান উদ্যোগ। শুধুমাত্র স্কলারশিপ নয়—এটি একটি মেন্টরশিপ প্রোগ্রাম, যা ছাত্রছাত্রীদের একাডেমিক এবং ব্যক্তিগত বিকাশে বিশেষ সাহায্য করবে।
Scholarship Amount: বিভিন্ন স্তরের জন্য স্কলারশিপ
নীচের টেবিলে সংক্ষিপ্তভাবে স্কলারশিপ ক্যাটেগরি ও সুবিধাগুলো উল্লেখ করা হল—
| স্কলারশিপ ক্যাটেগরি | উপযুক্ত ক্লাস/কোর্স | বৃত্তি (টাকা) |
|---|---|---|
| ক্লাস 9–12 | যেকোন স্বীকৃত স্কুল | ₹25,000 |
| জেনারেল গ্রাজুয়েশন (3 বছর) | সরকারি কলেজ | ₹30,000 |
| প্রফেশনাল গ্রাজুয়েশন (4 বছর) | সরকারি কলেজ | ₹45,000 |
| IIT/NIT/IIM/প্রিমিয়ার ইনস্টিটিউশন | প্রফেশনাল/ PG কোর্স | ₹60,000 |
যোগ্যতা (Eligibility Criteria)
আদিত্য বিড়লা স্কলারশিপ আবেদন করার জন্য অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে, দেখে নিন –
- শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য (Only for Girl Students)।
- সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর বা সমতুল্য CGPA থাকতে হবে।
- বার্ষিক পারিবারিক আয় ₹6 লক্ষের কম হতে হবে।
- ছাত্রীকে স্বীকৃত স্কুল-কলেজ প্রতিষ্ঠানে 9-12, কলেজ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
বিস্তারিত দেখো: Govt Scholarship: মাধ্যমিক/HS কত নম্বরে কোন সরকারি স্কলারশিপ? কত টাকা পাবে?
প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents)
আবেদনের সময় নিম্নলিখিত কাগজপত্রগুলি বাধ্যতামূলক, অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় আপলোড করতে হবে। —
- আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- আগের ক্লাস/সেমিস্টারের মার্কশিট (Marksheet)
- Aadhaar / Voter ID / PAN / DL যেকোনো পরিচয়পত্র
- এই বছরের ভর্তি প্রমাণ (Fee Receipt / Admission Letter / ID Card / Bonafide Certificate)
- টিউশন/হোস্টেল/বই ইত্যাদির খরচের রসিদ
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস (ছাত্রী বা অভিভাবকের)
- বর্তমান আয় সনদ (Gram Panchayat/BDO/SDM অথবা Salary Slip/ITR)
- প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
ক্লিক করে দেখো: SVMCM K3 Scholarship: এই স্কলারশিপ প্রকল্পে প্রতি মাসে ২৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার!
কিভাবে আবেদন করবেন? (Online Application Process)
সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে আপনারা মোবাইল বা কম্পিউটারে করতে পারবেন, নিচের বিস্তারিত প্রক্রিয়া দেখে নিন –
১. নিচের Apply Now লিঙ্কে ক্লিক করুন (সরাসরি লিঙ্ক দেওয়া রয়েছে)।
২. Buddy4Study অ্যাকাউন্টে Login করুন।
৩. অ্যাকাউন্ট না থাকলে Email/Mobile/Google দিয়ে রেজিস্টার করুন।
৪. “Aditya Birla Capital Scholarship 2025-26” অ্যাপ্লিকেশন পেজে পৌঁছে সঠিক ক্যাটাগরিতে Start Application বাটনে ক্লিক করুন। 9-12, UG, Professional এরকম ক্যাটাগরি রয়েছে
৫. ফর্মে প্রয়োজনীয় তথ্য দিন। সমস্ত ডকুমেন্ট আপলোড করুন।
৬. Preview করে সব ঠিক থাকলে Submit করুন।
এতেই আবেদন সম্পূর্ণ হবে, এরপর একটি অ্যাপ্লিকেশন আইডি যুক্ত ইমেইল আপনি পেয়ে যাবেন, তাই ইমেইল এবং মোবাইল নাম্বার সঠিক ভাবে দিতে হবে।
Apply Link: আবেদনের লিংক
| বিষয় | তথ্য বা লিংক |
|---|---|
| ফর্ম ফিলাপ শেষ তারিখ (Last Date) | 7 ডিসেম্বর 2025 |
| অনলাইন আবেদন ওয়েবসাইট (buddy4study) | |
| হেল্পলাইন সাপোর্ট | 011-430-92248 (সোম-শুক্র অফিস টাইম) [email protected] |
অবশ্যই দেখুন: Scholarship for Girls (HS, UG, PG): ছাত্রীদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! প্রতি মাসে ১০০০ টাকা
মেধাবী ছাত্রীদের জন্য এই স্কলারশিপ এক দারুন সুযোগ। যারা উপযুক্ত, তারা বিলম্ব না করে দ্রুত আবেদন করে নিন। আর অবশ্যই অন্যান্য পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন – পরবর্তী সমস্ত স্কলারশিপ তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




