সম্প্রতি শেষ হয়েছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। যে সকল ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চলেছো তোমাদের জীবনের এই পালা বদলের মুহূর্তে আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিবেদনের আলোচনা করা হয়েছে উচ্চমাধ্যমিকের পর পাস নাকি অনার্স কোনটি ভালো? কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি? যেহেতু আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
উচ্চমাধ্যমিক পাশ করে পরীক্ষার্থীরা কলেজে শুরু করতে যাচ্ছ, তাদের জন্য আজকের এই প্রতিবেদন। তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে গ্রাজুয়েশনের জন্য কলেজে কিভাবে ফরম ফিলাপ করবে? কোথাও শুনছো তিন বছরের কোর্স আবার কোথাও শুনছো চার বছরের কোর্স? UG আর গ্রাজুয়েশন এর মধ্যে কি পার্থক্য? ইত্যাদি হাজার প্রশ্ন এখন তোমাদের মনে আসছে তাই আজকে প্রতিবেদনে তোমাদের কলেজ সংক্রান্ত সকল প্রকার চিন্তাভাবনা গুলি সলভ পেয়ে যাবে।
কলেজ তিন বছর নাকি চার বছর গ্রাজুয়েশন কোর্স?
এরপর প্রশ্ন হচ্ছে তিন বছর না চার বছর কত দিনের কোর্স এই আন্ডার গ্রাজুয়েট? সেটা সম্পূর্ণ হবেই তোমার ওপর নির্ভর করছে যদি তুমি মনে করো শুধু পাস কোর্স করতে চাও সে ক্ষেত্রে তোমার জন্য নির্ধারিত সময় হচ্ছে তিন বছর। কিন্তু তুমি যদি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও সে ক্ষেত্রে তোমার জন্য চার বছর পড়তে হবে।
অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এই দুটি মিলে তোমাকে মোট পাঁচ বছরে সম্পন্ন কোর্স কমপ্লিট করতে হবে। সে ক্ষেত্রে তুমি যদি অনার্স নিয়ে পড়ো তার জন্য ব্যাচেলার বিভাগে চার বছর এবং পোস্ট গ্রেজুয়েশনে এক বছর করলেই তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে অন্যদিকে পাস কোর্সের জন্য তিন বছর ব্যাচেলর ডিগ্রী করার পর তোমাকে দু’বছর মাস্টার্স কোর্সে ভর্তি হতে হবে।
West Bengal College Under Graduate Admission 2024
প্রথমে বলি UG আর গ্রাজুয়েশন এর ব্যাপারে, UG এর অর্থ হল আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ তোমরা যেহেতু বর্তমান বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছো তাই তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে হলে কলেজে ভর্তি হতে হবে এবং তিন বছর পর গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা গ্রাজুয়েটেড হবে। সুতরাং তোমরা এখন আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ UG এর জন্য আবেদন পত্র পূরণ করবে।
পাস নাকি অনার্স কোনটি ভালো
যে সকল ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিকের পর পাস নাকি অনার্স কোর্সে ভর্তি হবে এ নিয়ে চিন্তিত রয়েছে তাদের জন্য একটি উদাহরণের মাধ্যমে সমস্ত বিষয়টি বোঝানো হয়েছে। আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করা হয় iPhone ভালো হবে নাকি অ্যান্ড্রয়েড ফোন ভালো হবে? তাহলে অনেকেরই উত্তর iphone আবার কারও কারও উত্তর অ্যান্ড্রয়েড ফোন হতে পারে এক্ষেত্রে আইফোন হল অনার্স কোর্সের মত এবং অ্যান্ড্রয়েড হল পাস কোর্সের মতো অর্থাৎ আইফোন এবং এন্ড্রোইড দুটিতেই মোটামুটি সমস্ত রকম দরকারি কাজ হয়ে যাবে কিন্তু iPhone এর মার্কেটে Craze বেশি থাকায় আমরা একটু প্রিমিয়াম সার্ভিস পাই এবং সবার কাছে গুরুত্ব পায় সে রকম অনার্স নিলেও আমরা একটু সমাজের কাছে বেশি গুরুত্ব পাই। তাই iphone ও অ্যান্ড্রয়েড এর মতো পাস এবং অনার্স কোর্স দুটি সমান গুরুত্ব রয়েছে।
কোন কোন ছাত্র-ছাত্রীদের জন্য অনার্স কোর্স ভালো
যদি তোমার ছোটবেলা থেকে কোন একটি বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এবং তুমি সেই বিষয়টি নিয়ে পড়াশোনা করে বহুদূর এগোতে চাও সেই বিষয় নিয়ে PhD করতে চাও এবং ভবিষ্যতে স্কুল টিচার বা কলেজের অধ্যাপক হতে চাও তাহলে তোমার অনার্স কোর্স নিয়ে পড়া ভালো হবে।
কোন বিষয়ে অনার্স করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়
এবার অনেকেরই প্রশ্ন হতে পারে বাংলা ভূগোল নাকি অন্য কোন বিষয় কোন বিষয়ে অনার্স করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়? এক্ষেত্রে জানিয়ে রাখি তুমি যদি চাকরি পাওয়ার কথা ভেবে অনার্স নিয়ে থাকো তাহলে পরবর্তীকালে খুব সমস্যায় পড়বে কারণ তুমি যে বিষয়ে অনার্স করবে সেই সাবজেক্ট সম্পর্কে তোমার ভালোবাসা থাকা প্রয়োজন।
একটা কথা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে অনার্স নিয়ে পড়লে দিনে মোটামুটি ৫ ঘন্টা বই পড়া বাধ্যতামূলক এবং কলেজের প্রায় সমস্ত ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে তাই তুমি যদি চাকরির কথা ভেবে কোন একটি বিষয় নিয়ে অনার্স করো তাহলে খুব সমস্যায় পড়বে আর যদি তুমি কোন সাবজেক্ট ভালবেসে সেই সাবজেক্টে অনার্স নিয়ে থাকো তাহলে সেই বিষয় সম্পর্কে পড়তে জানতে আরো বেশি উৎসাহ পাবে।
কোন কোন ছাত্র-ছাত্রীদের জন্য পাস কোর্স ভালো?
এবার জেনে নেওয়া যাক কোন কোন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পাস কোর্স ভালো। যে সকল ছাত্র-ছাত্রীর কোন একটি বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা নেই এবং যদি পরবর্তীতে কোন নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করতে না চেয়ে থাকো তাহলে তোমার জন্য পাস কোর্স ভালো হবে।
পাস কোর্সে অনার্স কোর্সের তুলনায় কম পড়াশোনা করেও ভালো নাম্বার করা যায়। এ ছাড়াও পাস কোর্সে পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমরা পার্ট টাইম কাজ করতে পারো বা অন্য কোন চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিতে পারো। এছাড়াও পাস কোর্সের সঙ্গে সঙ্গে তুমি বিভিন্ন কোর্স করতে পারো।
পাস নাকি অনার্স কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি
এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি কোন চাকরির ক্ষেত্রে তুমি পার্স নাকি অনার্স কোর্স থেকে পড়াশোনা করেছ এটা দেখা হয় না। শুধুমাত্র দেখা হয় তোমার গ্রাজুয়েশনে কত শতাংশ নাম্বার রয়েছে। তাই বাস বা অনার্স উভয় কোর্সের ক্ষেত্রেই চাকরির সুযোগ সমান।
কিন্তু পাস কোর্সের ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে তুমি পাস কোর্সে পড়ার সময় বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে পারবে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারবে।
পাস কোর্স না অনার্স কোনটা নিয়ে পড়া ভালো হবে?
অনেকের মনেই এটা প্রশ্ন যে পাস কোর্স না অনার্স কোনটা নিয়ে পড়লে ভালো হবে? তুমি যদি গ্রাজুয়েশন করে কোন কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাও বা অন্য কোন লাইন যেতে চাও বা চাকরি করতে চাও তাহলে তোমার জন্য পাশ কোর্স উপযুক্ত। আর তুমি যদি উচ্চশিক্ষা করতে চাও বা রিসার্চ করতে চাও বা অনেক দূর পড়াশোনা চালিয়ে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই অনার্স করতে হবে।
পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট » https://banglaruchchashiksha.wb.gov.in/
পরবর্তী কলেজের ভর্তি সমস্ত গাইডেন্স ভিডিও এবং তথ্য সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো EduTips – বাংলার সবচেয়ে বড় ক্যারিয়ার এবং এডুকেশনাল প্লাটফর্ম।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




