Swami Vivekananda Scholarship SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ! 60% নম্বরে ১২০০০ থেকে ৬০ হাজার টাকা

Nitya Gorai

Updated on:

Swami Vivekananda Scholarship SVMCM West Bengal Students

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য একটি অন্যতম সেরা স্কলারশিপ হল “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” অর্থাৎ “বিকাশ ভবন স্কলারশিপ”। কারা পাবে এই স্বামী বিবেকানন্দ কলারশিপ? (Swami Vivekananda Scholarship ) কীভাবে আবেদন করবেন? কত শতাংশ নাম্বার চাই? – সবকিছু বিস্তারিত জানতে পারবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী? (What is SVMCM Scholarship)

পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা সংসদের উদ্যোগে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা যারা  টাকার অভাবে তাদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অসুবিধায় পড়ছে অথবা, টাকার অভাবে আর পড়াশোনা করতে পারছে না তাদের জন্য উচ্চ শিক্ষার তহবিল থেকে তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য এই “স্বামী বিবেকানন্দ” স্কলারশিপ চালু করেছেন।

বিষয়তথ্য
বৃত্তির নামস্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ
অর্থায়নউচ্চ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার
অফিসিয়াল পোর্টালsvmcm.wb.gov.in
আবেদন মোডঅনলাইন পোর্টালের মাধ্যমে
মার্কস প্রয়োজনবোর্ড পরীক্ষায় ৬০%
বার্ষিক আয়2.5 লাখ টাকা এর কম হতে হবে
বৃত্তির পরিমাণপ্রতি বছর 12000 থেকে 96000 টাকা
আবেদন শুরুর তারিখপ্রতি বছর সেপ্টেম্বর মাসে
যোগাযোগ+1800-102-8014

Eligibility Criteria: কারা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ?

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে স্নাতক স্নাতকোত্তর স্তর পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গের মধ্যে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

যোগ্যতা (Eligibility)

  • ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যেকোনো স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় এর মধ্যে পড়াশোনা করতে হবে।
  • এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই ছাত্র বা ছাত্রীকে ৬০% নম্বর (60% Marks) পেতে হবে। ৬০% নম্বর না পেলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
  • ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০(২.৫ লক্ষ) টাকার বেশি হওয়া চলবে না।
  • এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র বা ছাত্রীকে অবশ্যই নিম্নলিখিত কোর্স গুলির মধ্যে পড়াশোনা করতে হবে।

বিভিন্ন স্কলারশিপ পাওয়ার কোর্স:-

  1. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থী
  2. সাধারণ স্নাতন কোর্স (BA, Bsc, BCom), ডিপ্লোমা এবং আইটিআই (IIT)
  3. AICTE-এর অধীনে ইঞ্জিনিয়ারিং কোর্স (B.Tech, BE, B.Arch & MTech)
  4. মেডিকেল কোর্স (MBBS, BDS and Diploma)
  5. নার্সিং কোর্স (ANM/GNM/BSc)
  6. ফার্মেসি কোর্স
  7. প্যারামেডিক্যাল কোর্স
  8. পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার্স কোর্স (MA, Msc)
  9. বি.এড. কোর্স (B.Ed)
  10. এম.ফিল. এবং পিএইচডি।

অবশ্যই দেখুন: Swami Vivekananda Scholarship 2024-25: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু প্রস্তুতি

কোন কোর্সে কত টাকা স্কলারশিপ পাবেন? (How much for which course)

কোর্সনম্বর %বার্ষিক টাকার পরিমান
একাদশ ও দ্বাদশ শ্রেণী60% মার্কস দরকার
নতুন আবেদনের জন্য
12000/-
কলেজ – কলা বিভাগ (BA)60% মার্কস দরকার
নতুন আবেদনের জন্য
12000/-
কলেজ – বানিজ্য বিভাগ (BCom)12000/-
কলেজ – বিজ্ঞান বিভাগ (BSc)18000/-
অনান্য UG কোর্স (BCA, BBA)18000/-
বিশ্ববিদ্যালয় (কলা বিভাগ)50% মার্কস
(বিবেকানন্দ স্কলারশিপ)

45% কন্যাশ্রী
(K3 applicants) 
24000/-
বিশ্ববিদ্যালয় (বানিজ্য বিভাগ)24000/-
বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান বিভাগ)30000/-
অনান্য PG কোর্স30000/-
পলিটেকনিক (Diploma)60% মার্কস দরকার
নতুন আবেদনের জন্য
18000/-
মেডিকেল কোর্স (ডাক্তারী ডিগ্রী)60000/-
Bsc নার্সিং (westbengal)60000/-
B.Pharm – ফার্মাসি কোর্স60000/-
GNM Nursing, D.Pharm,
Diploma Paramedical
18000/-
Engineering Courses (ইঞ্জিনিয়ারিং)
UG, PG & Other Courses
(AICTE Approved)
UG: 60% in HS 
PG: 50% in Graduation
60000/-

বিস্তারিত দেখবে: SVMCM Amount: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়? কত বার পাবে?

কী কী ডকুমেন্ট লাগবে? (Required Documents)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীর যে সমস্ত ডকুমেন্ট গুলি অবশ্যই লাগবে সেগুলি হল-

  • আগের পরীক্ষার মার্কশীট
  • পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট (অফিসিয়াল)
  • এডমিশন ফি রশিদ/একাডেমিক পেমেন্টের রশিদ
  • আধার কার্ড
  • রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ
  • শিক্ষার্থীর স্বাক্ষর
  • ব্যাংক অ্যাকাউন্ট
  • একটি বৈধ মোবাইল নাম্বার
  • একটি বৈধ ইমেল আইডি

অবশ্যই দেখবে: SVMCM Income Certificate: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইনকাম সার্টিফিকেট!

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কিভাবে করবেন আবেদন? (SVMCM Application Process)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদনের ফর্ম ফিলাপ, ডকুমেন্ট আপলোড, অবশেষে ফর্ম জমা সবকিছুই অনলাইনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর “অফিসিয়াল পোর্টালেই” হবে।

অনলাইন আবেদন প্রক্রিয়া (Online Application Process)

প্রথম ধাপ :-

  1. প্রথমে আবেদনকারীকে এই স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করতে হবে তারপরে সেখানে New Registration বাটনে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
  2. অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সেখানে একটি বৈধ ইমেইল আইডি এবং একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে যা পরবর্তীতে সমস্ত ক্ষেত্রে লাগবে।
  3. রেজিস্টার করার পর সেখানে ১৫ অক্ষরের একটি Application ID তৈরি করতে হবে, যা দিয়ে লগইন করলেই এই স্কলারশিপের আবেদন করতে পারবে।
  4. রেজিস্ট্রেশন হওয়ার পর আবেদনকারী তার Application রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবে, এবং আবেদনকারীর রেজিস্ট্রেশন আইডিটি ওই বৈধ ইমেইল আইডিতে পাঠানো হবে।
গুরুত্বপূর্ণ পোর্টাললিংক
বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ পোর্টাল লিংক »https://svmcm.wb.gov.in/
অফিসিয়াল গাইড লিংক »https://svmcm.co.in/

দ্বিতীয় ধাপ:-

  1. তারপরে আবেদনকারীর রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে দিয়ে লগইন করতে হবে।
  2. লগইন করা হয়ে গেলে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে, সেখানে সমস্ত তথ্য অনুযায়ী ফর্মটিকে ফিলআপ করতে হবে
  3. তারপরে আবেদনকারীর নিজস্ব বর্তমান রঙিন ছবি আর নিজস্ব বর্তমান স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

** অবশ্যই স্ক্যান করা রঙিন ছবির (JPG/JPEG) সাইজ 20kb থেকে 50kb এবং স্ক্যান করা স্বাক্ষরের সাইজ 10kb থেকে 20kb হতে হবে।

তৃতীয় ধাপ:-

এরপর ফর্মে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনকারীর নিজস্ব সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন- মার্কশীট, ইনকাম সার্টিফিকেট, ভর্তির রশিদ ও ব্যাঙ্ক পাসবুক-এর প্রথম পাতা ইত্যাদি) স্ক্যান করে সেগুলিকে পিডিএফ (pdf) তৈরি করে আপলোড করতে হবে নিতে হবে। তবে pdf টির সাইজ অবশ্যই 300 kb থেকে 400kb পর্যন্ত হতে হবে।

চতুর্থ ধাপ:-

  1. সমস্ত নথিপত্র আপলোড হওয়ার পর আপনার সামনে ফরম ফিলাপের সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য একটি পেজ খুলবে।
  2. এরপর সেখান থেকে আপনার সমস্ত ডকুমেন্টগুলিকে ফ্রম মিডিয়া ফর্মে দেওয়া সমস্ত নথির সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে মিলিয়ে নিতে হবে (কারণ এরপরে সাবমিট করে দিলে আর তা সংশোধন যাবে না)।
  3. আর কিছু ভুল যদি আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই তৎক্ষণাৎ সেই ভুলটিকে সংশোধন করে নিবেন।
  4. এরপর সেখান থেকে “ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশান” বোতামে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে।

SVMCM (স্বামী বিবেকানন্দ স্কলারশিপ) পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষাগত খরচ পূরণের করার জন্য একটি দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক সাপোর্ট এবং শিক্ষার প্রচারের উপর ফোকাস করার সাথে, এই বৃত্তি প্রোগ্রামটি আর্থ-সামাজিক উন্নতিতেও সাহায্য করে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর পরবর্তী সকল আপডেট: SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

তো তোমরা যারা যোগ্য অবশ্যই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো, আর যদি তোমাদের কোন জায়গা বুঝতে সমস্যা হয় বা সন্দেহ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের ভবিষ্যতের জন্য অসংখ্য শুভকামনা রইল।

Join Group

Telegram