RRB JE Recruitment রেলে ২৫৬৯টি পদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ! যোগ্যতা, ফি, আবেদন দেখে নিন

Dibyendu Dutta

Updated on:

Follow Us Share
RRB JE Apply 2025 Eligibility Apply Online Last Date

ভারতীয় রেল (Indian Railways) এ কর্মসংস্থানের সুযোগের অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য একটি বড় খবর! রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB JE Recruitment 2025 এর মাধ্যমে ২৫৬৯টি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন ফর্ম ফিলাপ শুরু হয়েছে। বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে!

— Advertisement —

RRB JE Recruitment 2025: ভারতীয় রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

এই নিয়োগের আওতায় Junior Engineer (JE), Depot Material Superintendent (DMS), এবং Chemical & Metallurgical Assistant (CMA) সহ একাধিক টেকনিক্যাল পদে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩১ অক্টোবর ২০২৫ থেকে এবং চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা (Eligibility): স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে ডিপ্লোমা বা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং (Diploma/Degree in Engineering) বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন বিভাগ রয়েছে।

— Advertisement —

বয়সসীমা (Age Limit) – ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ বছর ৩৬ বছর। SC, ST, OBC বয়সের ছাড় (Age Relaxation) সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য।

আবেদন ফি (Application Fee)

প্রার্থীর ধরনফি (₹)ফেরতের পরিমাণ (Refund Amount)
সাধারণ (Gen) / OBC / EWS₹500₹400
SC / ST / EBC / মহিলা / ট্রান্সজেন্ডার₹250₹250

RRB JE 2025 বিভাগভিত্তিক পদসংখ্যা (Vacancy Details)

Junior Engineer (JE) ক্যাটাগরিপদসংখ্যা
Gen1090
OBC615
EWS244
SC410
ST210
মোট শূন্যপদ (Total Vacancy)2569

RRB JE 2025 নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এই নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে –

  1. CBT – 1 (Computer Based Test – Stage 1)
  2. CBT – 2 (Computer Based Test – Stage 2)
  3. নথি যাচাই (Document Verification)
  4. মেডিক্যাল পরীক্ষা (Medical Examination)
  5. চূড়ান্ত তালিকা (Final Merit List)

বেতন কাঠামো (Salary Structure)

পদপ্রারম্ভিক বেতন (Initial Pay)স্তর (Level)ভাতা (Allowance)
Junior Engineer (JE)₹29,300 – ₹38,400 প্রতি মাসেLevel-6DA, HRA, TA ইত্যাদি

বিস্তারিত দেখো: ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার, ফোর্স সমস্ত তথ্য

RRB JE 2025 – অনলাইনে আবেদন করার পদ্ধতি (How to Apply Online)

প্রার্থীরা ৩১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

ধাপসমূহ নিম্নরূপ –

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান: rrbapply.gov.in
  2. সেখানে “RRB JE Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন।
  3. অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন (Fill Online Application Form)।
  4. প্রয়োজনীয় নথি আপলোড করুন (Upload Required Documents)।
  5. নির্ধারিত ফি জমা দিন।
  6. আবেদন সম্পন্ন হলে প্রিন্ট আউট নিয়ে রাখুন (Print Application Form)।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ (Important Links)

কার্যক্রমলিঙ্ক
🔹 অনলাইনে আবেদন (Apply Online)Click Here →
Detailed Centralised Employment Notice
CEN No. 05/2025
↓ Download PDF
আবেদনের শেষ তারিখ (Last Date to Apply)৩০ নভেম্বর ২০২৫

ক্লিক করে দেখো: How to Become Loco Pilot: ট্রেনের লোকো পাইলট যোগ্যতা ও পরীক্ষা, বেতন! সমস্ত তথ্য

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে RRB JE Recruitment 2025 হল টেকনিক্যাল ক্ষেত্রের প্রার্থীদের জন্য এক সোনার সুযোগ। যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন এবং স্থায়ী সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তারা দ্রুত আবেদন করুন।

Join Group

Telegram