পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক (WBCHSE) নতুন সেমিস্টার সিস্টেম বিজ্ঞান (Science) সাইন্টিফিক ক্যালকুলেটর ও বাণিজ্য (Commerce) বিভাগের জটিল হিসাবনিকাশে ক্যালকুলেটর ব্যবহারকে অপরিহার্য মনে করেন। তবে সংসদের সর্বশেষ নির্দেশ অনুযায়ী, প্রথম থেকে চতুর্থ – সব সেমিস্টারেই ক্যালকুলেটর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
WBCHSE 4th Semester Exam Calculator Use: কেন ক্যালকুলেটর নিষিদ্ধ করা হয়েছে?
সংসদের যুক্তি অনুযায়ী, রাজ্যস্তরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেভাবে Joint Entrance (JEE) ও NEET-এর মতো জাতীয় পরীক্ষার সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হচ্ছে, সেভাবেই এখানে ক্যালকুলেটর ব্যবহার বন্ধ রাখা হয়েছে। জাতীয় পরীক্ষাগুলিতেও অফলাইনে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। তাই ছাত্র-ছাত্রীদের হাতে কলমে হিসেব করার অভ্যাস গড়ে তোলাই প্রধান লক্ষ্য।
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বিকল্প সুবিধা!
যদিও ক্যালকুলেটর নিষিদ্ধ করা হয়েছে, সংসদ ছাত্র-ছাত্রীদের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দেবে বলে জানাচ্ছে —
- উত্তর যদি সঠিকভাবে ধ্রুবকসহ বা simple form-এ রাখা হয়, তবুও পূর্ণ নম্বর দেওয়া হবে।
- এমনভাবে প্রশ্ন সাজানো হবে যাতে বড় ক্যালকুলেশন প্রয়োজন না হয়।
- ধ্রুবক (Constants) ও লগের মান: প্রশ্নের ভেতরেই প্রয়োজনীয় মান দেওয়া থাকবে।
প্র্যাকটিক্যাল পরীক্ষাতে বিকল্প নিয়ম! ৪র্থ সেমিস্টারের প্র্যাকটিক্যালে পরীক্ষাগুলিতে ক্যালকুলেটর ব্যবহার ছাড়পত্র দেওয়া হয়েছে। পড়ুয়াদের কথা ভেবেই প্র্যাক্টিক্যালে ক্যালকুলেটর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবশ্যই দেখবে: উচ্চ মাধ্যমিক সেমিস্টার রেজাল্ট PPR PPS নেই, করতে হবে RTI? Answer Key, OMR চেক, Best of 5 নিয়ে প্রশ্ন!
বাণিজ্য বিভাগের (Commerce) পড়ুয়াদের চিন্তা?
অন্যদিকে Accountancy বা Business Mathematics-এর মতো বিষয়ে, যেখানে প্রচুর হিসেবনিকেশ প্রয়োজন হয়, সেখানে ক্যালকুলেটর ছাড়া কাজ কঠিন এবং সময় সাপেক্ষ বলে মনে করছেন ছাত্র-ছাত্রীরা।
তবে সংসদ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিশেষ ব্যতিক্রম বা নির্দেশনা দেয়নি। অর্থাৎ আপাতত এই বিষয়গুলিতেও ক্যালকুলেটর নিষিদ্ধই থাকবে।
লেটেস্ট সিলেবাস PDF: WBCHSE Class 12 4th Semester All Subjects Syllabus
অফিসিয়াল নোটিশ (Previous) আপডেট
| বিষয় | বিবরণ |
|---|---|
| West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) নোটিশ No.: L/PR/359/2024 Dated: 29/08/2024 | Download PDF → |
| অফিসিয়াল ওয়েবসাইট লিংক | wbchse.wb.gov.in |
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ |
যদিও শুরুতে ক্যালকুলেটর ছাড়া পড়াশোনা কঠিন মনে হতে পারে, সংসদ মনে করছে এই নিয়মেই ভবিষ্যতের বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হবে। পরীক্ষা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নোট সাজেশন আমরা সময়মতো পৌঁছে দেব, Edutips – এর সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




