How to Become CISF: সিআইএসএফ হতে কোন পরীক্ষা দেবে? যোগ্যতা, বেতন সহ সমস্ত তথ্য দেখে নিন

Dibyendu Dutta

Published on:

Follow Us Share
How to Becaome CISF Eligibility Exam Selection Details

“জয় হিন্দ, জয় জওয়ান” দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে যেমনভাবে সামরিক বাহিনী আর্মি, নেভি, এয়ার ফোর্স এর ভূমিকা রয়েছে ঠিক একইভাবে প্যারাামিলিটারি অর্থাৎ আধা-সামরিক বাহিনীও যথেষ্ট গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তায়। BSF, CRPF এর পাশাপাশি যুবক যুবতীদের সর্বোচ্চ পছন্দের একটি বিভাগ হল CISF – আজকে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে চলেছি।

CISF কিভাবে জয়েন করবে? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স

CISF হল – Central Industrial Security Force, এরা ভারতের অন্যতম আধাসামরিক বাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য, CISF, Ministry Of Defence – এর পরিবর্তে Ministry Of Home Affairs – এর অন্তর্গত। বিভিন্ন বিমানবন্দরের সুরক্ষা, জাতীয় সম্পদ, সংগ্রহশালা, বিভিন্ন গুরত্বপূর্ণ সংস্থার নিরাপত্তা CISF – এর দায়িত্বে থাকে। সেজন্যই CISF-এর ট্যাগলাইন संरक्षण एवं सुरक्षा” – সংরক্ষণ এবং সুরক্ষা “Protection and Security”.

যোগ্যতা (Eligibility Qualification)

CISF – এ যোগদানের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। Post – অনুযায়ী CISF – এ যোগদানের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারন করা হয়েছে –

  • Driver – পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
  • Constable – পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
  • Assistant Commandant – পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে UGC স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।

বয়স (Age): CISF – এ যোগদানের জন্য প্রার্থীদের বয়স 18-23 বছরের মধ্যে হতে হবে। তবে ST/SC/OBC – দের জন্য বয়সের কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

শারীরিক মাপকাঠি (Physical Criteria)

CISF – এর বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শারীরিক মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। নিচে আমরা একটা স্ট্যান্ডার্ড তথ্য দিলাম, বিশেষ ক্ষেত্রে এবং ক্যাটাগরিতে কিন্তু ছাড় রয়েছে। নির্দিষ্ট শারীরিক মাপকাঠি অফিশিয়াল নোটিশ বা অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

CategoryHeight (উচ্চতা)Chest (ছাতি)
Male (পুরুষ)170 cm80-85 cm (Min. 5 cm expansion)
Female (মহিলা)157 cmNA

অবশ্যই দেখো: CRPF Eligibility Exam: সিআরপিএফ কিভাবে হবে? যোগ্যতা, পরীক্ষা, বেতন, বিস্তারিত সমস্ত কিছু দেখে নাও

CISF-এ কোন কোন পদে নিয়োগ হয়?

CISF- এ Constable, Assistant Command প্রভৃতি পদের জন্য সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে।

  • SSC GD Exam: স্টাফ সিলেকশন কমিশনের GD পরীক্ষার মাধ্যমে সরাসরি কনস্টেবল পদে নিয়োগ পাওয়া সম্ভব।
  • UPSC IPS: DIG, DG প্রভৃতি পদগুলোতে IPS cader (UPSC Civil Service) থেকে প্রমোশনের মাধ্যমে দক্ষ Officer – দের নিয়োগ করা হয়ে থাকে।

অপরদিকে ট্রেডসম্যান, ড্রাইভার ইত্যাদি পথ গুলোর জন্য এবং বিশেষ ক্ষেত্রে কিছু পদ রয়েছে যেগুলি সরাসরি নিয়োগ হয়ে থাকে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন গ্রহণ করা হয়।

বিস্তারিত দেখো: IPS অফিসার কিভাবে হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ গাইড (How to Become an IPS Officer)

CISF Syllabus Pattern: CISF কনস্টেবল পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস

কনস্টেবল পদে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের চারটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রথম পার্টে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, দ্বিতীয় পার্টে জেনারেল এওয়ারনেস, তৃতীয় পার্টে গণিত পরীক্ষা এবং চতুর্থ পার্টে ইংরেজি বা হিন্দি ভাষা পরীক্ষা নেওয়া হবে।

মোট ১০০ নাম্বারে পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি পার্টে ২৫ নাম্বার করে নির্ধারিত থাকবে প্রতিদিন প্রশ্নের মান এক। এরপরে শারীরিক পরীক্ষা এবং মেডিকেল টেস্ট হয়ে থাকে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হলে সরাসরি নিয়োগ করা হয়।

দেখে নাও: SSC GD Exam, Eligibility: কেন্দ্রীয় বাহিনীতে চাকরির পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? পরীক্ষা পদ্ধতি সমস্ত তথ্য

Duty & Salary (বেতন এবং অন্যান্য তথ্য)

CISF -দের বিভিন্ন বিমানবন্দরের সুরক্ষার জন্য (Ground Duty) নিয়োগ করা হয়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের নিরাপত্তায় CISF নিয়োগ করা হয়। এছাড়াও বিভিন্ন VIP ব্যক্তিদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার CISF – দের নিয়োগ করে থাকে।

কেন্দ্রীয় সরকারের চাকরী হওয়ায় CISF – দের নিঃসন্দেহে ভালো বেতন দেওয়া হয়, তবে পদ অনুযায়ী বেতন আলাদা আলাদা হতে পারে। বেতন স্তর 3-এ 7ম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পেয়ে থাকেন

সিআইএসএফ কনস্টেবল বেতন স্কেল২১,৭০০ টাকা – ৬৯,১০০ টাকা
ভাতাDA, HRA, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা
SSC পরীক্ষা সংক্রান্ত আরো তথ্যClick Here →

সম্পূর্ণ দেখে নাও: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB, NSG বিস্তারিত

সবশেষে, CISF -সম্পর্কে লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ হল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিন। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের সাহায্য করার জন্য।

Join Group

Telegram