WBJEE Result 2025 Rank Card Download: রাজ্য জয়েন্টের রেজাল্ট প্রকাশিত! কবে শুরু কাউন্সেলিং? দেখে নিন

Anjan Mahata

Published on:

Follow Us Share
WBJEE Result Rank Card Download 2025

রাজ্যের সমস্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর! দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো রেজাল্ট কিভাবে রেজাল্ট চেক করবেন অথবা র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন? কাউন্সিলিং সম্পর্কিত কি আপডেট আছে – বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। 

WBJEE Result Out 2025 Official Update: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট 2025

গত ২৭ এ এপ্রিল 2025 এবছর জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল, পরীক্ষা নেওয়ার প্রায় ৩ মাস কেটে গিয়েছিল কিন্তু রেজাল্টের কোন রকম আপডেট মেলেনি বোর্ডের তরফ থেকে। OBC মামলার জন্য রেজাল্ট প্রকাশ স্থগিত রাখা হয়েছিল। কিন্তু অবশেষে আজ 22শে আগস্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড প্রকাশ করেছে বোর্ড।

বিষয়তথ্য
WBJEE 2025 পরীক্ষার তারিখ২৭ এপ্রিল ২০২৫
ফলপ্রকাশ২২ আগস্ট (প্রকাশিত)

অবশ্যই দেখুন: WBJEE Govt Engineeering College University: রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়! Branch তালিকা সহ

কিভাবে WBJEE 2025 Rank Card Download করবেন?

ফল প্রকাশিত হলে পরীক্ষার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই নিজেদের রেজাল্ট দেখতে পারবেন—

WBJEE Rank Card Download 2025
  1. অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website): https://wbjeeb.nic.in প্রবেশ করতে হবে।
  2. “WBJEE 2025 Result” লিঙ্কে ক্লিক করুন। [সরাসরি লিঙ্ক নিচে দেওয়া থাকবে]
  3. অ্যাপ্লিকেশন নম্বর (Application Number), জন্ম তারিখ (Date of Birth) ও সিকিউরিটি পিন (Security PIN) দিন।
  4. ড্যাশবোর্ড এ লগইন করার পর র‍্যাংক কার্ডের অপশন থেকে রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে, চাইলে সেটিকে ডাউনলোড করে প্রিন্টও নিতে পারবেন।

WBJEE-তে তোমার আসল ভর্তির র‍্যাঙ্ক হচ্ছে GMR (General Merit Rank) বা PMR (Pharmacy Merit Rank)। এই র‍্যাঙ্ক দিয়েই কাউন্সেলিং-এ কলেজ ও কোর্স দেওয়া হবে। OBC/SC/ST র‍্যাঙ্ক আলাদা করে দেখানো হয়, যাতে নিজের ক্যাটেগরির মধ্যে তুমি কত নম্বরে আছো বোঝা যায়। তবে ভর্তি সবসময় GMR/PMR র‍্যাঙ্ক অনুযায়ী হয়।

অবশ্যই দেখবেন: WBJEE Rank Card Explain: GMR, PMR, TFW Rank কি?

তথ্যলিংক
WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbjeeb.in/
অফিসিয়াল নোটিশ
(Notice regarding Result of WBJEE 2025)
Download PDF

রেজাল্ট প্রকাশের পর কাউন্সিলিং ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে Time to Time আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ফলো করুন। সমস্ত WBJEE পরীক্ষার্থীদের তাদের রেজাল্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক।

Join Group

Telegram