পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীদের জন্য বড় খবর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করেছে যে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে ২০ আগস্ট থেকে ডাউনলোড করা যাবে, (WBCHSE) এ নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে।
WBCHSE HS 3rd Semester Admit Card Online: অনলাইনে উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড সম্পূর্ণ প্রসেস
পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল অ্যাডমিট কার্ড, যা এবার শুধুমাত্র অনলাইনে (Online) প্রদান করা হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ আগস্ট থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। শিক্ষার্থীরা নিজেদের স্কুলের মাধ্যমে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি সংগ্রহ করতে পারবেন।
বিষয় | বিবরণ |
---|---|
প্রদান পদ্ধতি | শুধুমাত্র অনলাইনে (Online) |
প্রকাশের তারিখ | ২০ আগস্ট ২০২৫ |
ডাউনলোড কারা করবেন | বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা |
প্রদানের ধরন | স্কুল কর্তৃপক্ষ প্রিন্ট আউট করে শিক্ষার্থীদের হাতে তুলে দেবে |
- অ্যাডমিট কার্ড (Admit Card) শুধুমাত্র অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে।
- প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা তাঁদের লগইন আইডি (Login ID) ও পাসওয়ার্ড (Password) ব্যবহার করে কাউন্সিলের পোর্টালে (Council’s Portal) গিয়ে শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড (Download) ও প্রিন্ট (Print) করতে পারবেন।
- অ্যাডমিট কার্ডে অবশ্যই বিদ্যালয়ের প্রধানের সই (Countersign) থাকতে হবে, নাহলে তা গ্রহণযোগ্য হবে না।
অর্থাৎ আগের নিয়মে আর কোন ফিজিক্যাল কার্ড বা কিছু থাকছে না! স্কুল থেকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড প্রিন্ট আউট করে, স্বাক্ষর এবং স্কুলের স্ট্যাম্প দিয়ে তোমাদেরকে বিতরণ করা হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা! সেন্টার ও অন্যান্য তথ্য
অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ, সময়, বিষয়ের নাম ও পরীক্ষাকেন্দ্রের ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকে। অর্থাৎ 20 আগস্ট ছাত্র-ছাত্রীরা জানতে পারবে কোন স্কুলে তাদের সেন্টার পড়েছে, এবং আগে থেকেই তারা যাতায়াতের ব্যবস্থা কিছু আয়োজন করতে পারবে।
- বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।
- অ্যাডমিট কার্ডের পাশাপাশি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Registration Certificate) সঙ্গে আনতে হবে।
- পরীক্ষার হলে প্রবেশের জন্য এটি বাধ্যতামূলক। সেই দিনই কোনও ভুল থাকলে আগেই স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে সংশোধন করতে হবে।
👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]
তথ্য | লিংক |
---|---|
প্রিমিয়াম স্মার্ট সাজেশন (Paid) EduTips Store | store.edutips.in |
উচ্চমাধ্যমিক সমস্ত বিষয়ের লেটেস্ট সিলেবাস | HS New Syllabus → |
পরীক্ষার নিয়ম কানুন: WBCHSE HS Exam Guidelines: নতুন উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষার সমস্ত নিয়ম! সহজ করে
উচ্চমাধ্যমিক অ্যাডমিট কার্ড সংক্রান্ত এই নির্দেশিকা প্রতিটি পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তা ভালোভাবে পরীক্ষা করে দেখে নেবে। পরীক্ষার সমস্ত আপডেট আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো, আমাদের সঙ্গে যুক্ত থাকো, আর এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »