WBCHSE-এর তরফে উচ্চমাধ্যমিক পাঠ্যক্রমে নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে এই বছর থেকে। সেইমতো, ছাত্রছাত্রীদের জন্য প্রথম এবং তৃতীয় সেমিস্টারে নেওয়া হবে MCQ (Multiple Choice Questions) পদ্ধতির পরীক্ষা। অনেক ছাত্রছাত্রীর মনেই প্রশ্ন, এই পরীক্ষার প্রশ্নপত্র কি খুব কঠিন হবে? নাকি সহজেই পাশ করা যাবে? সংসদের তরফ থেকে কি জানানো হয়েছে? সে সম্পর্কিত আজকে বিস্তারিত আপডেট আমরা শেয়ার করব!
HS Semester MCQ Questions Easy or Tough? প্রশ্নের মান কেমন হবে?
WBCHSE যে প্রশ্নের গঠন করেছে, তাতে ব্যবহারিক ভিত্তিক বিষয় (Practical-based) যেগুলি হবে 35 নম্বরের, এবং প্রকল্প ভিত্তিক বিষয় (Project-based) যেগুলি 40 নম্বরের পরীক্ষা হবে। ইতিমধ্যই, প্রশ্ন সেট সিট নাম্বার ইত্যাদি ক্ষেত্রে সংসদ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি নিয়ম আনলেও, প্রশ্নপত্রের সেটের ক্ষেত্রে রয়েছে সুখবর!
সকল ধরনের ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে প্রশ্নে সহজ কঠিন সমস্ত ধরনেরই প্রশ্ন থাকবে! অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ প্রশ্ন সরাসরি সরল হবে এবং সকল ছাত্রছাত্রীদের করতে পারবে তাই পাশ করা বা পাস মার্কস (Pass Marks) তোলা সেক্ষেত্রে কোনরকম অসুবিধা হবে না।
প্রশ্নের ধরন | শতাংশ | ব্যাখ্যা |
---|---|---|
সহজ (Basic & Simple) | ৫০% | পাঠ্যবই ভিত্তিক সরল প্রশ্ন, সহজেই উত্তর দেওয়া সম্ভব |
মাঝারি কঠিন (Moderate / Complex) | ৩০% | একটু বিশ্লেষণ করে ভাবতে হবে, সাধারণ ছাত্রছাত্রীও উত্তর করতে পারবে |
কঠিন (For Achievers) | ২০% | যুক্তি, বিশ্লেষণ এবং গভীর ধারণা প্রয়োজন, ভালো প্রস্তুতি থাকলে সহজ |
তাই ছাত্রছাত্রীদের চিন্তার কিছু নেই। যারা সাধারণভাবে প্রস্তুতি নেবে, তাদের জন্য ৫০-৬০% নম্বর অর্জন করা কঠিন নয়। যারা আরও ভালো ফলাফল চায়, তাদের যুক্তিভিত্তিক পড়াশোনায় মনোযোগ দিতে হবে।
👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]
MCQ প্রশ্নের ধরণ (Types of MCQ Questions)
উচ্চমাধ্যমিক সেমিস্টারে শুধুমাত্র চার বিকল্পের সাধারণ প্রশ্নই থাকবে না, আরও নানা ধরনের প্রশ্ন আসবে, যেমন:
- ফাঁকা স্থান পূরণ (Fill in the Blanks)
- স্তম্ভ মিলানো (Column Matching)
- দাবি-কারণ ভিত্তিক (Assertion & Reasoning)
- চিত্র নির্ভর প্রশ্ন (Diagram Based Questions)
- সত্য-মিথ্যা (True/False)
- বাক্য পুনর্গঠন (Sentence Rearrangement – ইংরেজিতে)
- ঘটনাভিত্তিক বা কেস স্টাডি প্রশ্ন (Case-based Questions)
বিনামূল্যে: উচ্চমাধ্যমিক ABTA টেস্ট পেপার! সেরা পাঁচটা করে সেট (All Subjects)
ছাত্রছাত্রীদের সুবিধা না অসুবিধা? কিভাবে প্রস্তুতি নেবে?
উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি নতুন হলেও খুব একটা জটিল নয়। বরং নিয়মিত পড়াশোনা করলে সহজেই ভালো নম্বর পাওয়া সম্ভব। প্রশ্নের ধরণ বুঝে প্র্যাকটিস করলে ভালো ফল আসবেই। তাই যারা ক্লাসে প্রতিদিন অল্প করে পড়ে, তাদের জন্য এই পরীক্ষাপদ্ধতি অনেকটাই সুবিধাজনক।
- প্রতিটি প্রশ্নের ৪টি অপশন থাকবে, শুধুমাত্র একটি সঠিক হবে।
- ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং থাকবে না। তাই সমস্ত প্রশ্ন এটেন্ড করবে!
- প্রশ্নগুলো O.M.R শিটে (OMR Sheet) পূরণ করতে হবে, তাই বাড়িতে অবশ্যই প্র্যাকটিস জরুরি।
অবশ্যই দেখবে: HS OMR Sheet PDF: ওএমআর পত্রে বড় পরিবর্তন? উচ্চ মাধ্যমিক সংসদের নমুনা কপি ডাউনলোড
আমাদের অ্যাপ – EduTips App (প্লে স্টোরে ফ্রি), যেখানে মক টেস্ট, সাজেশন ও সেমিস্টার ভিত্তিক প্রশ্নোত্তর অ্যাভেলেবল। প্রশ্নের ধরণ বুঝে প্র্যাকটিস করলে ভালো ফল আসবেই।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »