পশ্চিমবঙ্গ সরকারের তরফে “তরুণের স্বপ্ন প্রকল্প” (Taruner Swapna Scheme) ২০২৫২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন চালু হয়ে গিয়েছে! যার মাধ্যমে মাধ্যমিক পাস এবং একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10000 টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাবে। আজকের এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে সবটা বুঝে নেব।
তরুণের স্বপ্ন প্রকল্প: Westbengal Taruner Swapna Scheme 2025
বর্তমানে ডিজিটাল শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে, এখন মোবাইল বা ট্যাব (Tablet) দিয়ে পড়াশোনা করছে। “তরুণের স্বপ্ন” প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত, উদ্দেশ্য একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য ১০,০০০ টাকা (Ten Thousand Taka) আর্থিক সাহায্য প্রদান করা।
তথ্য | বিবরণ |
---|---|
প্রকল্পের নাম | তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme) |
উপকারভোগী | ক্লাস ১১-এর ছাত্রছাত্রী |
অনুদানের পরিমাণ | ₹১০,০০০ (Ten Thousand) |
ব্যবহার | স্মার্টফোন/ট্যাব কেনা |
মাধ্যম | নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে |
ফর্ম | Annexure-F |
নথিপত্র | আধার কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নম্বর |
একাদশ শ্রেণিতে পড়া ছাত্রছাত্রী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসার এবং ভোকেশনাল বোর্ড যারা পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনা করছে, সকলেই এই প্রকল্পের সুবিধা পাবে। ছাত্র-ছাত্রীদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আধার নম্বর মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
Taruner Swapna: ফর্ম পূরণ এবং কীভাবে টাকা পাওয়া যাবে? (Application Form Fill Up)
আবেদন পদ্ধতি স্কুলের প্রধানর শিক্ষক বা শিক্ষিকা মাধ্যমে হবে, স্কুল থেকে ‘Annexure-F’ নামক একটি ফর্ম দেওয়া হবে। Annexure-F ফর্মটি মূলত একটি ঘোষণাপত্র (Declaration Form) যেখানে ছাত্র/ছাত্রী নিজের তথ্য এবং ব্যাংক সম্পর্কিত বিবরণ দিয়ে নিশ্চিত করে জানাবে।
তোমরা যদি এখনো Annexure-F ফর্ম না পেয়ে থাকো, তাহলে নিজের স্কুলে যোগাযোগ করো এবং সময়মতো ফর্ম জমা দাও। ফর্ম পূরণ এবং Annexure-F জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা থাকে, স্কুল থেকেই তা জানানো হবে।
মিস করবেন না: LIC Vidyadhan Scholarship: স্কুল ও কলেজ পড়ুয়াদের স্কলারশিপ! যোগ্যতা কি লাগবে? অনলাইনে আবেদন
প্রয়োজনীয় নথিপত্র (Documents)
ফর্মটি ভালোভাবে পূরণ করে নিচের কাগজপত্রসহ জমা দিতে হবে, ফর্ম এবং নথি জমা হলে স্কুল কর্তৃপক্ষ সেটি যাচাই করে –
প্রয়োজনীয় নথি | বিস্তারিত |
---|---|
ব্যাংক পাসবুক (Bank Passbook) | স্টুডেন্টের নামে থাকা অ্যাকাউন্টের প্রথম পাতার ফটোকপি |
আধার কার্ড (Aadhaar Card) | আধার কার্ডের ফটোকপি |
মোবাইল নম্বর (Mobile Number) | আধারে যুক্ত নম্বর দিতে হবে, যাতে OTP আসে |
গুরুত্বপূর্ণ: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা পেতে দেখে নাও
OTP যাচাইকরণ (OTP Verification)
ফর্ম ফিলাপের পর স্কুলে জমা দিতে হবে, স্কুল সেই তথ্য যাচাই করবে। তারপর স্কুলের তরফ থেকে সেই তথ্য Banglar Shiksha Portal‑এ আপলোড করা হবে। এরপর মোবাইলে OTP যাবে – সেটার মাধ্যমে ভেরিফিকেশন হবে।
- আধার ভেরিফিকেশনের সময় ছাত্রকে স্কুলে উপস্থিত থাকতে হবে।
- স্কুলের নির্দিষ্ট সময়ে ছাত্রের মোবাইলে OTP (One-Time Password) আসবে, সেটি দিয়ে প্রক্রিয়া সম্পন্ন হবে।
গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
---|---|
অন্যান্য তথ্য লেটেস্ট আপডেট » | Taruner Swapna → |
শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট | https://banglarshiksha.gov.in/ |
মিস করো না: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড
তরুণের স্বপ্ন প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য একটি সহায়তা। যাঁদের স্মার্টফোন বা ট্যাব কেনা সম্ভব নয়, তাঁদের জন্য ১০ হাজার টাকার এই অনুদান ডিজিটাল শিক্ষা গ্রহণে বড় ভূমিকা পালন করবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »