যে সমস্ত চাকরিপ্রার্থীদের প্যারা মিলিটারি চাকরি করার স্বপ্ন রয়েছে তাদের জন্য সুখবর! গত ২৪ জুলাই ২০২৫ বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) কনস্টেবল ট্রেডম্যান পদে চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। শূন্য পদের সংখ্যা রয়েছে ৩,৫০০ এরও বেশি। আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? আবেদন কত দিন চলবে? বেতন কত বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নিয়োগ ২০২৫ (BSF Constable TradesMan Recruitment 2025)
গত ২৪ জুলাই বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসমেন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো দেশ জুড়ে মোট ৩,৫৮৮ টি শূন্য পদ রয়েছে। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া গত ২৬ শে জুলাই থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়ায় চলবে প্রায় একমাস।
বিষয় | বিবরণ |
---|---|
পদের নাম | BSF Constable (TradesMan) |
মোট শূন্যপদ | ৩,৫৮৮ টি |
আবেদন শুরুর তারিখ | ২৬ শে জুলাই, ২০২৫ |
আবেদন শেষ তারিখ | ২৪ শে আগস্ট, ২০২৫ |
আবেদন ফি | জেনারেল/ OBC/ ইডব্লিউএস: ₹১০০/-SC/ST/মহিলা: কোন টাকা লাগবে না |
শূন্যপদ (Total Vacancy)
বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য মোট ৩,৫৮৮ টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য নির্ধারিত শূন্যপদের সংখ্যা ৩,৪০৬ টি ও মহিলা প্রার্থীদের জন্য নির্ধারিত প্রদেশ সংখ্যা ১৮২ টি।
BSF কনস্টেবল ট্রেডসম্যান যোগ্যতা (Eligibility)
যে সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা BSF কনস্টেবল ট্রেডসম্যান পদ আবেদন করতে চাইছো তোমরা এবার দেখে নাও আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন
- আবেদন করার জন্য আবেদনপ্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- শুধুমাত্র মাধ্যমিক পাস এবং ITI পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবে। অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট এর সঙ্গে ভোকেশনাল পাস সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে SC, ST প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় রয়েছে।
শারীরিক যোগ্যতা সমূহ
বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসমেন পদের জন্য কি কি শারীরিক যোগ্যতার প্রয়োজন এবার সেটি দেখে নেওয়া যাক।
বিষয় | পুরুষ | মহিলা |
---|---|---|
উচ্চতা | ১৬৫ সেমি | ১৫৫ সেমি |
বুকের মাপ | ৭৫ থেকে ৮০ সেমি | – |
দৌড় | ২৪ মিনিটে ৫ কিমি | ৮.৩০ মিনিটে 1.6 কিমি |
বিশেষ দ্রষ্টব্য: এক্ষেত্রে জানিয়ে রাখি SC, ST ও নির্দিষ্ট কিছু জনজাতিদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে ছাড় রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন চেক করুন।
মিস করবেন না! CRPF Eligibility Exam: সিআরপিএফ কিভাবে হবে? যোগ্যতা, পরীক্ষা, বেতন, বিস্তারিত সমস্ত কিছু দেখে নাও
আবেদন প্রক্রিয়া (Application Process)
যারা বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এ কনস্টেবল ট্রেডসম্যান পদে চাকরি করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ২৬ জুলাই ২০২৫ থেকে BSF কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যাবে। নিচে ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি বর্ণনা করা হলো যাতে আপনি সহজেই আবেদন সম্পন্ন করতে পারেন।
এক্ষেত্রে আবেদন করার পূর্বে অবশ্যই BSF কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ ২০২৫-এর বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন।
- প্রথমে বর্ডের সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in-এ যান।
- এরপর নতুন ব্যবহারকারী হলে আগে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন করার পর এবার লগইন করে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।
- আবেদন করার সময় অবশ্যই প্রয়োজনীয় নথি যেমন ছবি, স্বাক্ষর ও সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করুন।
- এরপর আবেদন ফি অনলাইনে জমা দিন।
- এরপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করুন এবং আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংগ্রহ করে রাখুন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
প্রথমে প্রার্থীদের শারীরিক দক্ষতা মূল্যায়নের জন্য শারীরিক মান ও সক্ষমতা পরীক্ষা (PET & PST) নেওয়া হবে, যেখানে উচ্চতা, ওজন, দৌড় ও অন্যান্য শারীরিক মানদণ্ড যাচাই করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং ও অন্যান্য বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি যাচাইকরণ (Document Verification) করা হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র যাচাই করা হবে। তারপর মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা পরীক্ষা করা হবে সরকারি নির্ধারিত মান অনুযায়ী। সবশেষে, উপরোক্ত প্রতিটি ধাপ অতিক্রম করে যারা সফল হবেন, তাদের নাম চূড়ান্ত মেধা তালিকা (Final Merit List)-তে প্রকাশ করা হবে।
বেতন (Salary)
বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে নিযুক্ত প্রার্থীদের ২০২৫ সালে কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। এই পদে বেতন স্কেল নির্ধারিত হয়েছে প্রতি মাসে ₹২১,৭০০ থেকে ₹৬৯,১০০/- পর্যন্ত, যা পে লেভেল-৩ এর অন্তর্গত।
মূল বেতনের পাশাপাশি প্রার্থীরা বিভিন্ন ধরনের সরকারি ভাতা পাবেন, যার মধ্যে রয়েছে গৃহভাড়া ভাতা (HRA), মহার্ঘ ভাতা (DA), যাতায়াত ভাতা (TA) এবং অন্যান্য প্রযোজ্য ভাতা। এসব মিলিয়ে মোট মাসিক বেতন আরও বেশি হতে পারে।
তথ্য | লিংক |
---|---|
বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করুন | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন | https://rectt.bsf.gov.in/ |
অবশ্যই পড়ুন: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB, NSG বিস্তারিত
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »