WB School Exam: এবার স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ! বড় আপডেট দেখে নিন

Arpita Paul

Published on:

Westbengal School Exam Question Paper by Board

প্রাথমিক স্তরের পড়ুয়াদের মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড়সড় পরিবর্তন। এতদিন পর্যন্ত প্রতিটি স্কুল নিজেরাই তাদের সামেটিভ (Summative) পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতো। কিন্তু ২০২৫ সাল থেকে সেই চিত্র বদলাতে চলেছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board) এবার নিজেই প্রশ্নপত্র তৈরি করবে দ্বিতীয় ও তৃতীয় সামেটিভ পরীক্ষার জন্য।

স্কুল নয়, পর্ষদই তৈরি করবে প্রশ্নপত্র! নতুন নিয়ম কী বলছে?

এই সিদ্ধান্ত পড়ুয়া ও শিক্ষকদের পড়াশোনার মানোন্নয়নের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে:

  • দ্বিতীয় সামেটিভ (আগস্ট) এবং তৃতীয় সামেটিভ (ডিসেম্বর) এর প্রশ্নপত্র পর্ষদ তৈরি করবে।
  • প্রতিটি জেলার সমস্ত স্কুলে একই প্রশ্নপত্র পাঠানো হবে।
  • প্রশ্নপত্র তৈরির সম্পূর্ণ খরচ বহন করবে পর্ষদ নিজেই।
  • বিষয়ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার (Academic Calendar) অনুযায়ী পড়ানো ও মূল্যায়ন হবে।

গুরুত্বপূর্ণ: Students Aadhar Update: পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের!

সামেটিভ পরীক্ষার সময়সূচী

পরীক্ষাসময়মন্তব্য
প্রথম সামেটিভমে-জুনইতিমধ্যেই সম্পন্ন
দ্বিতীয় সামেটিভআগস্টনতুন নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র আসবে
তৃতীয় সামেটিভডিসেম্বরচূড়ান্ত মূল্যায়ন (পর্ষদের প্রশ্ন)

পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন—“স্কুলগুলি নিজেরাই প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে। তাই এবার রাজ্যের সব স্কুলের জন্য পর্ষদ নিজে প্রশ্ন তৈরি করবে যাতে নির্দিষ্ট মান বজায় থাকে। এতে পড়ুয়াদের উন্নতির গতিপথ বোঝা যাবে।”

তৃতীয় সামেটিভ এর জন্য নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ পাবে। কোন অধ্যায়ে কতটা গুরুত্ব দিতে হবে, তা পর্ষদ নির্ধারণ করবে। পূর্ব মেদিনীপুর ডিপিএসসি (DPSC) ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে – স্কুলগুলিকে প্রশ্ন তৈরির দরকার নেই।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল পোর্টালwbbpe.wb.gov.in

অবশ্যই দেখবেন: WB School Holiday List 2025: ২০২৫ সালের স্কুল ছুটির তালিকা! দেখে নিন

Join Group

Telegram