উচ্চমাধ্যমিকের পরে কেউ যদি উচ্চশিক্ষার মাধ্যমে আইনজীবী, বিচারক বা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পৌঁছাতে চান, তাদের জন্য অন্যতম প্রথম ধাপ হচ্ছে CLAT পরীক্ষা। CLAT-এর পূর্ণ রূপ হলো Common Law Admission Test, যা একটি জাতীয় স্তরের আইন প্রবেশিকা পরীক্ষা (National Level Law Entrance Exam)। আজকে আমরা এই নিয়েই বিস্তারিত তথ্য দিতে চলেছি!
CLAT (Common Law Admission Test Details) ক্ল্যাট পরীক্ষা কি? বিস্তারিত তথ্য
CLAT একটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত প্রবেশিকা পরীক্ষা যা ভারতের ২২টি National Law Universities (NLUs)-তে এলএল.বি ও এলএল.এম কোর্সে ভর্তি নেওয়ার জন্য পরিচালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে ভারতের শীর্ষস্থানীয় জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলোতে (NLUs) এলএল.বি (LLB) ও এলএল.এম (LLM) কোর্সে ভর্তি হওয়া যায়। এছাড়াও বহু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও সরকারী সংস্থাও এই স্কোর গ্রহণ করে।
বিষয় | বিবরণ |
---|---|
পরীক্ষার নাম | CLAT (Common Law Admission Test) |
পরিচালনাকারী সংস্থা | Consortium of NLUs |
স্তর | জাতীয় (National Level) |
কোর্স | এলএল.বি (LLB), এলএল.এম (LLM) |
পরীক্ষা পদ্ধতি | অফলাইন (OMR based) |
সময়সীমা | ২ ঘণ্টা (120 মিনিট) |
মোট নম্বর | 120 (UG CLAT 2026) |
প্রশ্নের ধরন | Multiple Choice Questions (MCQs) |
আবেদনের মাধ্যম | অনলাইন (Online) |
CLAT Exam Eligibility Criteria: কারা দিতে পারে?
UG (Undergraduate) CLAT-এ বসার জন্য:
- আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক (10+2) পাস করতে হবে বা পরীক্ষায় বসতে চলেছে এমন হতে হবে।
- ন্যূনতম নম্বর: সাধারণ প্রার্থীদের জন্য 45% এবং SC/ST-এর জন্য 40%।
অর্থাৎ আর্টস বা হিউম্যানিটিজ, কমার্স সহ সকল উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি যথেষ্ট দারুন সুযোগ যারা আইনি দিকে নিজেদেরকে ক্যারিয়ার গড়তে চাইছে।
PG (Postgraduate) CLAT-এ বসার জন্য:
- আবেদনকারীকে অবশ্যই এলএল.বি (LLB) বা সমতুল্য ডিগ্রি পাস করতে হবে।
- ন্যূনতম নম্বর: সাধারণ প্রার্থীদের জন্য 40% এবং SC/ST-এর জন্য 45%।
CLAT UG Exam Pattern: পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস
নিচে এই জাতীয় স্তরের আইন প্রবেশিকা পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্ন টপিক দেওয়া হল। বিস্তারিত সিলেবাসের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন –
বিষয় | প্রশ্ন সংখ্যা | প্রধান টপিক |
---|---|---|
English Language (ইংরেজি ভাষা) | 22-26 | Comprehension, Vocabulary |
Current Affairs including GK | 28-32 | সাম্প্রতিক ঘটনা, Static GK |
Legal Reasoning (আইনগত যুক্তি) | 28-32 | Legal Principle, Case Study, Indian Constitution |
Logical Reasoning (যুক্তি) | 22-26 | Puzzle, Argument, Assumption |
Quantitative Techniques (গণিত) | 10-14 | Graph, Percentage, Ratio |
CLAT 2026 পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
বর্তমানে CLAT 2026 এর আবেদন চলছে এবং ৩১ শে অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন পোর্টাল খোলা থাকবে, পরীক্ষার তারিখ আপাতত ঘোষণা করা হয়েছে ৭ ডিসেম্বর।
ধাপ | সম্ভাব্য তারিখ |
---|---|
আবেদন শুরু – Applications Open | 1 August, 2025 |
আবেদন শেষ – Last Date for receiving applications | 31 October , 2025 |
প্রবেশপত্র প্রকাশ – Admit | ডিসেম্বর ২০২৫ |
পরীক্ষার তারিখ – CLAT 2026 Exam Date | 7 December, 2025 |
ফলাফল – Result | জানুয়ারি ২০২৬ |
CLAT 2026 আবেদন লিঙ্ক ও অফিশিয়াল বিজ্ঞপ্তি
নিচে 2026 বর্ষের পরীক্ষার জন্য CLAT সম্পর্কিত অফিশিয়াল ওয়েবসাইট, রেজিস্ট্রেশনের সরাসরি লিঙ্ক এবং প্রেস বিজ্ঞপ্তি pdf দেওয়া রইল আপনারা অবশ্যই দেখে নেবেন।
তথ্য | লিঙ্ক |
---|---|
অফিসিয়াল ওয়েবসাইট | https://consortiumofnlus.ac.in/ |
CLAT 2026 রেজিস্ট্রেশন পেজের লিংক | Registration Portal → |
অফিশিয়াল বিজ্ঞপ্তি 👉 CLAT 2026 Consortium of NLUs Website – Press Release | ↓ Download PDF |
CLAT হলো এক দুর্দান্ত সুযোগ তাদের জন্য যারা আইন পেশায় আগ্রহী এবং ভারতের সেরা আইন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেন। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও, পরবর্তী আপডেট মক টেস্ট সমস্ত কিছু তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »