Madhyamik Exam Age: মাধ্যমিক পরীক্ষা দেওয়ার বয়স নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের! দেখে নিন

Arpita Paul

Published on:

WB Madhyamik Exam Age Update WBBSE

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সরাসরি ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে জড়িত। এই বিজ্ঞপ্তিতে পরীক্ষার জন্য নির্ধারিত সর্বনিম্ন বয়স (Minimum Age) সম্পর্কে পরিস্কার নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল পড়ুয়া ছাত্রছাত্রী এই বয়সসীমা পূরণ করতে পারবে না তারা পরীক্ষায় বসতে পারবে না!

মাধ্যমিক ২০২৭ পরীক্ষার্থীদের জন্মতারিখ নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

আজ, ১৪ জুলাই ২০২৫, মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের পুরনো দুটি আদেশের ভিত্তিতে — Order No. 380-Edn(P) – তারিখ: ৩১শে জুলাই, ১৯৯১, Order No. 1330-S.E.(S)/88-11/05 – তারিখ: ২৮শে অক্টোবর, ২০০৫।

এই অনুযায়ী, যাদের জন্ম ৩১শে অক্টোবর ২০১২ (31st October 2012) বা তার আগে, কেবলমাত্র তারাই মাধ্যমিক ২০২৭ পরীক্ষায় বসতে পারবে। বয়সের শর্ত না মানলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Registration Certificate) ইস্যু হবে না, সকল অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয় (WBBSE Recognised Schools) প্রযোজ্য।

ব্যাপারটা সহজভাবে বুঝে নেওয়া যাক, যদি তোমার জন্মতারিখ হয়:

  • ৩০শে অক্টোবর ২০১২ বা তার আগে → ✅ তুমি যোগ্য
  • ১লা নভেম্বর ২০১২ বা তারপর → ❌ তুমি বসতে পারবে না!

এক্ষেত্রে স্কুলের দায়িত্ব হচ্ছে, ভুলবশত এমন কারোর নাম না পাঠানো যার জন্ম ৩১শে অক্টোবর ২০১২-র পরে। পর্ষদ পরিস্কার জানিয়ে দিয়েছে, এই নিয়ম ভাঙলে কোনো ভাবেই রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না।

অভিভাবক ও ছাত্রছাত্রীদের জন্য করণীয়?

এখনই জন্ম সনদ (Birth Certificate) খুঁটিয়ে দেখে নিন এবং সেখানে কোনো রকম অসঙ্গতি থাকলে সেটি সংশোধন (Correction) করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি থেকে এই কাজ হয়ে যাবে। পরে নিজের স্কুলের সঙ্গে যোগাযোগ করুন সংশোধনের জন্য আবেদন করতে হবে।

উত্তর সহ মাধ্যমিক 2022-23-24 প্রশ্ন সাতটি বিষয়ের 21 সেট! টপারদের উত্তর [মাত্র 49 টাকা]

Operation Madhyamiik PYQ Answer Solution PDF (All Subjects): WBBSE
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

নোটিস (Official Circular) ও তথ্য যাচাই তারিখ

Sub: Minimum Age to appear at the Madhyamik Pariksha (S.E.), 2027.

As per order...., candidates whose date of birth is within 31st October, 2012 are to
be considered eligible to appear at the Madhyamik Pariksha (Secondary
Examination), 2027
তথ্যলিংক
জন্মতারিখ যাচাইজুলাই-আগস্ট ২০২৫
WBBSE Circular No. DS(C)/88/25,
Dated 14.07.2025 (Official)
Notice PDF →
পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbbse.wb.gov.in

আরো দেখবেন: Madhyamik Routine 2026 (Official): মাধ্যমিক ২০২৬ পরীক্ষার রুটিন! কবে থেকে পরীক্ষা শুরু? WBBSE দেখে নিন

ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কারণ শুধুমাত্র জন্মতারিখের কারণে যদি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, তাহলে আগামী মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ হারানো যাবে। তাই সকলকে অনুরোধ করা হচ্ছে — অবিলম্বে নিজের জন্মতারিখ যাচাই করে নিন এবং স্কুলের সঙ্গে সমন্বয় রাখুন।

Join Group

Telegram