Govt Scholarship: একসঙ্গে কটা সরকারি স্কলারশিপ টাকা পাবে? নতুন নিয়ম দেখে নাও SVMCM, NSP, OASIS, Nabanna

Anjan Mahata

Published on:

Follow Us Share
Government Scholarship Apply Rules for Westbengal Students Madhyamik HS Pass

বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেসকল স্কলারশিপগুলি রয়েছে সেগুলোর আবেদন প্রক্রিয়া , কিছু চলছে, অধিকাংশই খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। স্কলারশিপ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে যে প্রশ্নটি সবথেকে বেশি – একজন পড়ুয়া একসঙ্গে কতগুলো সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে? বা সুবিধা নিতে পারবে – আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপডেট দেওয়া হল।

WB Govt Scholarship 2025-26: একসঙ্গে কটা স্কলারশিপ আবেদন করা যাবে?

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ নিয়ে প্রশ্ন পড়ুয়ারা কি একসঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ তার সঙ্গে ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে?

স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ (SVMCM & Nabanna)

নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের পূর্ববর্তী ক্লাসের পরীক্ষার প্রাপ্ত নম্বর ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশের মধ্যে হতে হবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM) আবেদনের জন্য পড়ুয়াদের নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তাই এই দুটি স্কলারশিপে ছাত্র ছাত্রীরা কখনোই একসঙ্গে আবেদন করতে পারবে না

বিস্তারিত: Nabanna Scholarship 2025: নবান্ন স্কলারশিপ ২০২৫ পাবে ১০০০০ টাকা! অনলাইনে ফর্ম ফিলাপ, আবেদন

স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপ (SVMCM & OASIS Scholarship)

স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপে (OASIS) পড়ুয়ারা একসঙ্গে আবেদন করতে পারবে না, সরকারি নিয়ম অনুযায়ী। এর আগে অনেক ছাত্র-ছাত্রী একসঙ্গে এই দুটি স্কলারশিপের সুবিধা ভোগ করেছে। তবে এবার থেকে আবেদনপত্র রিজেক্ট বা বাতিল হতে পারে

অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের একাধিক স্কলারশিপের আবেদন পত্র অ্যাপ্রুভ করে আবার এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্র-ছাত্রীদের একের বেশি সরকারি স্কলারশিপের আবেদন পত্র অ্যাপ্রুভ করে না। তাই সে ক্ষেত্রে স্কুল বা কলেজের সামনে এ বিষয়ে কথা বলে নেওয়া জরুরি।

বিস্তারিত দেখো: Can I apply OASIS and SVMCM both? একই সঙ্গে কি দুটি স্কলারশিপেই আবেদন করা যাবে!

ওয়েসিস এবং নবান্ন স্কলারশিপ (Nabanna & OASIS)

ছাত্র-ছাত্রী একই সঙ্গে ওয়েসিস এবং নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং একসাথে এই দুই স্কলারশিপের সুবিধাও নিতে পারবে। ছাত্র-ছাত্রী অবশ্যই ষাট শতাংশের কম নম্বর থাকতে হবে! নবান্ন স্কলারশিপ যে আবেদন করলেই পাওয়া যাবে তার কোন নিশ্চয়তা নেই, তাই SC/ST/OBC ছাত্রছাত্রীরা ওয়েসিস স্কলার্শিপ এ অবশ্যই আবেদন করবে।

স্বামী বিবেকানন্দ এবং ন্যাশনাল স্কলারশিপ (SVMCM & NSP)

যেসকল ছাত্র বা ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পাবে, সেই ছাত্র বা ছাত্রী ন্যাশনাল স্কলারশিপের সুবিধা থেকে বঞ্চিত থাকবে অর্থাৎ ছাত্র ছাত্রীরা একসাথে এই দুই স্কলারশিপের সুবিধা নিতে পারবে না।

ওয়েসিস এবং ঐকশ্রী স্কলারশিপ (Oaisis & Aikyashree)

ঐকশ্রী স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু পড়ুয়ারা আবেদন করতে পারবে। তাই যেসকল ছাত্র-ছাত্রীরা ঐকশ্রী স্কলারশিপের সুবিধা পাবে তারা OBC-A/B ভুক্ত হওয়া সত্ত্বেও ওয়েসিস স্কলারশিপের সুবিধা পাবে না।

স্কুল বা কলেজ যদি একাধিক স্কলারশিপ নিতে দেয়? সমস্যা হবে?

কোন ছাত্র বা ছাত্রী যদি একাধিক সরকারি স্কলারশিপ প্রকল্পের মধ্যে আবেদন করে সুবিধা নিতে চাই উচ্চশিক্ষা দপ্তর থেকেও তার আবেদন বাতিল বা ফ্রিজ করা হতে পারে। তাই এক্ষেত্রে যথেষ্ট সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে।

কিছু স্কলারশিপ রয়েছে যেগুলি পরীক্ষা দিয়ে অর্জন করতে হয়। যেমন, জগদীশচন্দ্র বসু স্কলারশিপ (JBNST), এটি একটি আধা সরকারি বা সরকারি সহায়তায় – কিন্তু সম্পূর্ণ সরকারী কোন প্রকল্প নয়। তাই এই ধরনের স্কলারশিপ পেলে তার পাশাপাশি অন্য যেকোন সরকারি স্কলারশিপ (Govt Scholarship) পেতেই পারে, কোন অসুবিধা হবে না।

দেখবেন: JBNST Scholarship: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ পাবে পড়ুয়ারা!

বিশেষ ক্ষেত্র: স্কলারশিপ আবেদনের পর প্রাথমিক ভেরিফিকেশনের কাজ স্কুল বা কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়। তাই অনেক সময় স্কুল বা কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীর আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে একাধিক স্কলারশিপে আবেদনের সুযোগ করে দেয়। প্রাথমিকভাবে ইনস্টিটিউট ভেরিফিকেশন হয়ে গেলে পরবর্তীকালে স্কলারশিপ পেতে খুব একটা সমস্যা হয় না

তথ্যলিংক
মাধ্যমিক উচ্চমাধ্যমিক কলেজের সরকারি স্কলারশিপView More →
NGO & প্রাইভেট স্কলারশিপPrivate Scholarship →

সরকারের নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া একসঙ্গে দুটি সরকারের স্কলারশিপের সুবিধা নিতে পারবে না। কিন্তু পড়ুয়ারা সরকারি স্কলারশিপের সঙ্গে বেসরকারি স্কলারশিপের সুবিধা নিতে পারে, সেক্ষেত্রে পড়ুয়াদের কোন প্রকার অসুবিধা হবে না।

Join Group

Telegram