SSC GD Syllabus Exam Pattern 2026: সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন! CBT, PET, PST সম্পূর্ণ তথ্য

Anjan Mahata

Published on:

Follow Us Share
SSC GD Syllabus Exam Pattern Latest

 স্টাফ সিলেকশন কমিশনের SSC GD পরীক্ষার মাধ্যমে ভারতীয় আধা-সেনাবাহিনীতে অর্থাৎ প্যারামিলিটারি ফোর্সে প্রতি নিয়োগ করা হয়। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব  SSC GD কনস্টেবল পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন  কাঠামো (Syllabus & Exam Pattern) সম্পর্কে

SSC GD Syllabus & Exam Pattern: SSC GD সিলেবাস ও প্রশ্ন কাঠামো

SSC GD  পরীক্ষাটি CBT (Computer Based Test) মাধ্যমে নেওয়া হয়ে থাকে। SSC GD মোট প্রশ্ন সংখ্যা ৮০ টি এবং প্রতিটি প্রশ্ন মান ২ অর্থাৎ মোট ১৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল ১ ঘন্টা। 

বিষয়বিস্তারিত
পরীক্ষার ধরণComputer Based Test (CBE)
মোট প্রশ্ন80 টি MCQ
মোট নম্বর160 (প্রতিটি সঠিক উত্তর = 2মার্ক)
পরীক্ষার সময়60 মিনিট
নেগেটিভ মার্কিংপ্রতিটি ভুল প্রশ্নের জন্য 0.২৫ 
পরীক্ষার ভাষাইংরেজি, হিন্দি, বাংলা ও  আরো ১২টি আঞ্চলিক  ভাষা

SSC GD Subject Wise Syllabus বিষয়ভিত্তিক সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন

SSC GD  পরীক্ষাতে মোট চারটি বিষয় থেকে প্রশ্ন দেওয়া হয় এবং প্রতিটি বিষয় থেকে ২০টি প্রশ্ন থাকে অর্থাৎ ৪টি বিষয়ে মোট ৮০টি প্রশ্ন থাকে এবং যেহেতু প্রতিটি প্রশ্নের মান ২ তাই পরীক্ষার মোট পূর্ণমান হল ১৬০ নাম্বার। 

বিষয়বিস্তারিত সিলেবাস
General Intelligence & ReasoningAnalogies, Similarities, Differences, Spatial এমার মাল্টিভিজ্যুয়াল, Orientation, Visual Memory, Coding‑Decoding, Arithmetical Reasoning, Series, Non-verbal Series ইত্যাদি
General Knowledge & Awarenessভারত ও প্রতিবেশী দেশ, ইতিহাস – প্রাচীন, মধ্যযুগ, স্বাধীনতা আন্দোলন, ভূগোল, সংস্কৃতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিজ্ঞান, খেলা ইত্যাদি
Elementary MathematicsNumber systems, Whole Numbers, Decimals, Fractions, Arithmetic Operations, Ratio‑Proportion, Averages, Interest, Profit & Loss, Discount, Mensuration, Time‑Distance/Work
EnglishError Spotting, Fill in the Blanks, Synonym‑Antonym, Idioms‑Phrases, Cloze Test, Reading Comprehension

পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]

Best GK GS Book PDF in Bengali All Competitive Exam
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

 অংক ও রিজনিং ভালো ফলাফল করার জন্য প্রতিদিন অংক ও রিজনিং প্র্যাকটিস করা প্রয়োজন এবং জেনারেল নলেজ ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে যত বেশি  তথ্য এবং প্রশ্ন সম্ভব  মুখস্ত করতে হবে। যে কোন কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্যের মূল অস্ত্র হলো মকটেস্ট, তাই অবশ্যই নিয়মিত মকটেস্ট দেওয়া জরুরী

অবশ্যই দেখো: SSC GD Exam, Eligibility: এসএসসি জিডি পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? পরীক্ষা পদ্ধতি সমস্ত তথ্য

শারীরিক পরীক্ষা এবং পরবর্তী ধাপ PST & PET

SSC GD  লিখিত পরীক্ষায় পাশ করার পর  প্রার্থীদের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, এর জন্য যে যে শারীরিক যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন সেগুলি দেখে নেওয়া যাক-

PST (Physical Standards Test) 

PST-তে প্রার্থীকে নির্ধারিত উচ্চতা, বুকের পরিমাপ (পুরুষদের জন্য) এবং ওজন (পুরুষ ও মহিলা উভয়ের জন্য) পূরণ করতে হয়। প্রার্থীর ওজন উচ্চতা অনুযায়ী গণনা করা হয়।  PST-তে উত্তীর্ণ না হলে প্রার্থীকে সরাসরি অযোগ্য ঘোষণা করা হয়। 

ক্যাটাগরিউচ্চতা (পুরুষ)উচ্চতা (মহিলা)বুক (শুধুমাত্র পুরুষ)
সাধারণ (UR)/OBC/SC170 সেমি157 সেমি80 সেমি (কমপক্ষে), 5 সেমি বিস্তার
ST (পাহাড়ি/জনজাতি)162.5 সেমি150 সেমি76 সেমি (কমপক্ষে), 5 সেমি বিস্তার
উত্তর-পূর্ব ও গোর্খা সম্প্রদায় (Darjeeling, Kalimpong, Sikkim প্রভৃতি)165 সেমি155 সেমি78 সেমি

PET (Physical Efficiency Test) 

PST পাশ করার পর প্রার্থীকে দৌড় (রানিং টেস্ট)-এর মাধ্যমে পরীক্ষার পরবর্তী ধাপে যাচাই করা হয়, যেটিকে PET বলে। প্রার্থীকে মাঠে বা নির্ধারিত ট্র্যাকে দেওয়া সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্বে দৌড়াতে হয়। PET-এ কোনো মার্কস দেওয়া হয় না।  

ক্যাটাগরিপুরুষদের জন্যমহিলাদের জন্য
সাধারণ/UR/OBC/SC/ST5 কিমি দৌড় 24 মিনিটে সম্পূর্ণ করতে হবে1.6 কিমি দৌড় 8.5 মিনিটে সম্পূর্ণ করতে হবে
লাদাখ অঞ্চলের জন্য1.6 কিমি দৌড় 7 মিনিটে800 মিটার দৌড় 5 মিনিটে

দেখে নাও: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB, NSG বিস্তারিত

মেডিকেল পরীক্ষা (Detailed Medical Examination – DME)

PET পাশ করলে প্রার্থীকে মেডিকেল বোর্ডের অধীনে বিভিন্ন দিক থেকে চিকিৎসা পরীক্ষা করানো হয়, মেডিকেল টেস্টে যা যা হয়:

  • Eyesight (চোখের দৃষ্টি)
  • Hearing (শ্রবণশক্তি)
  • Mental Health ও Physical Disability
  • Blood Pressure, Pulse Rate ও সাধারণ হেলথ চেকআপ
  • Flat Foot, Knock Knees, Varicose Veins পরীক্ষা

PST ও PET হল SSC GD কনস্টেবল নির্বাচনের একটি বাধ্যতামূলক ধাপ। অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও এই ধাপে বাদ পড়ে যান

অবশ্যই দেখো: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

SSC (স্টাফ সিলেকশন কমিশন) অফিসিয়াল ওয়েবসাইটhttps://ssc.gov.in/
সেন্ট্রাল SSC অন্যান্য পরীক্ষা তথ্য এবং আপডেটClick Here →

আজকের এই প্রতিবেদনে SSC GD পরীক্ষার  পুরো সিলেবাস, প্যাটার্ন, সময়সীমা, মার্কিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, অবশ্যই প্রতিবেদনটি নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এরকমই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার আপডেট ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে  ফলো করুন EduTips ওয়েবসাইট।

Join Group

Telegram