পশ্চিমবঙ্গের কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার জন্য ব্যবহৃত WBCAP সেন্ট্রালাইজ পোর্টাল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের বহু উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা দুশ্চিন্তায় পড়েছেন। বিশেষত ওবিসি (OBC – Other Backward Classes) ক্যাটাগরি নিয়ে জারি হওয়া মামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত সমস্ত জানতে শেষ পর্যন্ত পড়ুন!
কেন বন্ধ WBCAP পোর্টাল? “Site under maintenance” WB College Admission 2025
সম্প্রতি রাজ্য সরকার নতুনভাবে একটি ওবিসি তালিকা (OBC List) প্রকাশ করে। কিন্তু সেই তালিকার আদালতের পক্ষ থেকে স্টে অর্ডার (Stay Order) জারি করা হয়। তা সত্ত্বেও কলেজে ভর্তি প্রক্রিয়া চলতে থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়, বিশেষত যাদের ক্যাটাগরি ছিল ওবিসিএ (OBC-A) ও ওবিসিবি (OBC-B)। এই পরিস্থিতিতে প্রশাসন WP CAP পোর্টালকে ‘মেন্টেনেন্স মোড (Maintenance Mode)’-এ পাঠিয়ে দেয়।
জারি হওয়া অফিসিয়াল নির্দেশনার মূল পয়েন্ট
নিচে উল্লেখযোগ্য নির্দেশনা টেবিল আকারে দেওয়া হলো যাতে ওবিসি প্রার্থীরা বিভ্রান্ত না হন—
নির্দেশনার বিষয় | বিস্তারিত |
---|---|
ওবিসি ক্যাটাগরি গ্রাহ্য নয় ফর্ম এডিট করতে হবে | ওবিসি প্রার্থীদের এডিট অপশন (Edit Option)-এ গিয়ে General ক্যাটাগরিতে ফর্মটি পরিবর্তন করতে হবে |
ভবিষ্যতের সুযোগ | পরবর্তীতে যদি আদালতের রায়ে নতুন ওবিসি তালিকা গ্রাহ্য হয়, তাহলে লিংকের মাধ্যমে ক্যাটাগরি মডিফাই (Modify) করার সুযোগ দেওয়া হবে |
ফর্ম অপরিবর্তিত রাখলে | কেউ যদি ওবিসি হিসেবেই ফর্ম ফিলাপ করে থাকেন এবং সেটিকে পরিবর্তন না করেন, তাহলে কোনো কোটা বা সুবিধা (Reservation Benefits) প্রযোজ্য হবে না |
বিস্তারিত: Westbengal OBC List 2025: পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা 2025, OBC-A, OBC-B কারা বাদ? নতুন PDF লিস্ট
কি কি ক্যাটাগরি এখন থাকবে পোর্টালে?
OBC-A বা OBC-B ক্যাটাগরি তখন আর থাকবে না। যারা ইতিমধ্যে ওবিসি হিসেবে ফর্ম ফিলাপ করেছেন, তারা অবশ্যই ওয়েবসাইট খুললে General হিসেবে এডিট করতে হবে। আর যারা এখনো ফর্ম ফিলাপ করেননি এবং ওবিসি প্রার্থী, তারা General ক্যাটাগরি বেছে আবেদন করতে হবে। ওয়েবসাইট চালু হলে আপনি শুধুমাত্র নিচের ক্যাটাগরিগুলোকেই দেখতে পাবেন:
- General
- SC (Scheduled Caste)
- ST (Scheduled Tribe)
- PWD (Persons with Disabilities)
ওবিসি সংক্রান্ত মামলার জেরে WP CAP পোর্টাল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও ভর্তিপ্রক্রিয়া বন্ধ নয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ— ভুল ক্যাটাগরিতে ফর্ম ফিলাপ না করে, সচেতনভাবে ফর্ম এডিট করে জেনারেল (General) ক্যাটাগরি বেছে নিন। পরবর্তী আপডেট আমরা আপনাদের জানিয়ে দেব।
অবশ্যই দেখবেন: WBCAP College Admission 2025 Schedule, Fees: কলেজ ভর্তির সময়সূচি প্রকাশ! অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ
গুরুত্বপূর্ণ বিষয় | লিংক বা তথ্য |
---|---|
কলেজে ভর্তির সমস্ত আপডেট (Admission) | WBCAP College Admission 2025 |
WBCAP: কলেজ এডমিশন ওয়েবসাইট | Admission Portal → |
হেল্পলাইন বা হেল্প ইমেইল | [email protected] , [email protected] +91 8967090096 |
আরও আপডেট »