২০২৫ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (West Bengal Joint Entrance Examination – WBJEE) ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও এখনো প্রকাশিত হয়নি পরীক্ষার ফলাফল (Result)। JEE Mains এবং JEE Advanced-এর মতো সর্বভারতীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়ে যাওয়ার পরেও WBJEE-র ফলপ্রকাশ না হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা।
WBJEE 2025 Result: রেজাল্ট প্রকাশে দীর্ঘ বিলম্বে বাড়ছে উদ্বেগ
সাধারণত এপ্রিলের শেষে WBJEE পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তার এক মাসের মধ্যেই ফল প্রকাশিত হয়। কিন্তু চলতি বছর সেই নির্ধারিত রূপরেখা বদলে গিয়েছে। ফলে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী তাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
অনেক গার্জিয়ান এই দেরিকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলছেন। WBJEE-র মাধ্যমে কম খরচে ভালো কলেজে পড়ার সুযোগ ছিল। কিন্তু ফল না আসায় এখন লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেট কলেজে ভর্তি হতে হচ্ছে। অন্য এক অভিভাবকের বক্তব্য— “ছাত্রছাত্রীদের পরিশ্রমের ফল যদি সময়ে না দেওয়া যায়, তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায়?”
গত কয়েক বছরের WBJEE ফলপ্রকাশের সময়সূচি
বছর | পরীক্ষার তারিখ | ফল প্রকাশের তারিখ |
---|---|---|
2022 | ৩০ এপ্রিল | ১৭ জুন |
2023 | ৩০ এপ্রিল | ২৬ মে |
2024 | ২৮ এপ্রিল | ৬ জুন |
2025 | ২৭ এপ্রিল | ২২ আগস্ট (প্রকাশিত) |
ফলপ্রকাশে দেরির সম্ভাব্য কারণ
এই বছরের রেজাল্ট প্রকাশে দেরির মূল কারণ হিসেবে উঠে এসেছে ওবিসি সংরক্ষণ নীতি (OBC Reservation Policy) সংক্রান্ত একটি আইনি বিতর্ক। রাজ্য সরকার ১৭% ওবিসি সংরক্ষণ সহ একটি নতুন পোর্টাল চালু করলেও কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সেটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। আদালত জানিয়ে দিয়েছে, ২০১০ সালের আগের তালিকাভুক্ত ৬৬টি সম্প্রদায়কে (Community) ওবিসি হিসেবে ধরে ভর্তি প্রক্রিয়া চলতে পারে।
তবুও রাজ্য সরকার এখনো তাদের অবস্থান স্পষ্ট না করায় রাজ্য জয়েন্ট বোর্ড (WBJEEB) সিদ্ধান্ত নিতে পারছে না, তারা পুরনো ৭% সংরক্ষণ নেবে নাকি নতুন ১৭%। এই অনিশ্চয়তার জেরেই রেজাল্ট আটকে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
অবশ্যই দেখবেন: WBJEE Rank Card Explain: GMR, PMR, TFW Rank কি?
সম্ভাব্য ফল প্রকাশের তারিখ (Expected Date)
বোর্ড সূত্রে জানা গিয়েছে, সমস্ত রেজাল্ট ইতিমধ্যেই প্রায় তৈরি হয়ে গিয়েছে। ছাত্র-ছাত্রীদের OMR রেসপন্স পাবলিশ করা হয়েছে অনেক আগে, শুধুমাত্র অন্তিম পর্বে সবুজ সংকেত পেলেই আগামী জুন মাসের শেষ সপ্তাহে WBJEE 2025-এর ফল প্রকাশ হতে পারে। যদিও এখনও অফিসিয়ালি কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
বিষয় | তথ্য |
---|---|
পরীক্ষার তারিখ | ২৭ এপ্রিল ২০২৫ |
ফলপ্রকাশ | ২২ আগস্ট (প্রকাশিত) |
WBJEE অফিসিয়াল ওয়েবসাইট & Notice | Visit Here → |
অবশ্যই দেখবেন: WBJEE Govt Engineeering College University: রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়! Branch তালিকা সহ
WBJEE পরীক্ষার ফলপ্রকাশে এত দীর্ঘ বিলম্ব আগে কখনো দেখা যায়নি। অফিসিয়াল আপডেট এলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো। প্রশাসনিক জটিলতা দূর করে যত দ্রুত সম্ভব রেজাল্ট প্রকাশ করা হোক—এটাই এখন রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকদের একমাত্র দাবি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »