WB Class 11 1st Semester Exam Routine 2025: একাদশ প্রথম সেমিস্টার পরীক্ষা রুটিন ও নতুন নিয়ম! দেখে নিন

Arpita Paul

Published on:

Follow Us Share
WBCHSE Class 11 1st Semester Exam Routine School Dates Rules

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার (Semester I) পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। এই নতুন নির্দেশিকায় পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্র প্রস্তুতি ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে, যা সমস্ত স্কুলের জন্য বাধ্যতামূলক।

Class 11 1st Semester Routine 2025: একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা স্কুলের তত্ত্বাবধানে সেপ্টেম্বরেই

আগের শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির পরীক্ষার স্কুলে হোম সেন্টারে (Home Center) হয়েছিল এবং পরীক্ষার প্রশ্ন স্কুলের তরফ থেকে করা হয়েছিল, তবে সময়সূচী দেওয়া হয়েছিল সংসদের তরফ থেকে। তবে এইবারে তার ব্যতিক্রম।

এই বছর থেকে, একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার জন্য কাউন্সিল নির্ধারিত রুটিন প্রকাশ প্রকাশ হবে না, স্কুল নিজ নিজ উদ্যোগে পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করবে। স্কুলের নির্দিষ্ট বিভাগ সায়েন্স, আর্টস, কমার্স – বিষয় অনুযায়ী আলাদা আলাদা বা একসঙ্গে করে স্কুল রুটিন তৈরি করবে।

বিষয়তথ্য
পরীক্ষাএকাদশ শ্রেণির সেমিস্টার ১
সময়সেপ্টেম্বর ২০২৫
রুটিনকাউন্সিল দেবে না, স্কুল ঠিক করবে
প্রশ্নপত্র তৈরিস্কুল নিজেরাই করবে
মূল্যায়ন ও ফল প্রকাশস্কুলের তত্ত্বাবধানে

পরীক্ষার দায়িত্ব স্কুলের: পরীক্ষা ও মূল্যায়নের নিয়মাবলী

  • একাদশ শ্রেণির সেমিস্টার ১ (Semester I) পরীক্ষা ২০২৫ সালের সেপ্টেম্বর (September) মাসে হবে।
  • পরীক্ষার রুটিন (Routine) উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে প্রকাশ করা হবে না
  • স্কুল নিজে থেকেই পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র তৈরি ও খাতা মূল্যায়নের দায়িত্ব পালন করবে।
  • এই পরীক্ষার ফলাফলও স্কুল নিজেরাই প্রকাশ করবে।

বাইরের সংস্থার প্রশ্নপত্র নয়! কঠোর নির্দেশিকা

কাউন্সিল সরাসরি নির্দেশ দিয়েছে, কোনো অবস্থাতেই বাইরে থেকে অর্থ দিয়ে প্রশ্নপত্র সংগ্রহ করা যাবে না। স্কুলগুলিকে নিজস্ব বিষয় শিক্ষকদের সহায়তায় প্রশ্নপত্র তৈরি করতে হবে।

WBCHSE Semester Prepration Notest EduTips App
👆 ছবিতে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার স্কুলের একটি স্যাম্পেল রুটিন (Class 11 1st Semester Routine 2025)

এটি একটি মডেল রুটিন, যা কয়েকটি স্কুল থেকে সংগ্রহ করে শেয়ার করা হয়েছে। প্রকৃত পরীক্ষার তারিখ ও সময় প্রত্যেক স্কুলে ভিন্ন হতে পারে। সব স্কুলে একরকম সাবজেক্ট না থাকায় কোনো কোনো স্কুলে পরীক্ষা দ্রুত শেষ হতে পারে আবার অন্য কোথাও পরীক্ষা কিছুদিন বেশি চলতে পারে।

Examination Programme ABC High School (Class XI – Semester I, 2025)

DateDaySubject
08.09.2025MondayBengali (A), Hindi (A), Nepali (A), Urdu
10.09.2025WednesdayEnglish (B)
11.09.2025ThursdayEconomics, Anthropology
12.09.2025FridayPhysics, Nutrition, Education, Accountancy
13.09.2025SaturdayComputer Science, Modern Computer Application, Environmental Studies, Health & Physical Education
15.09.2025MondayPsychology, Commercial Law and Preliminaries of Auditing, History
16.09.2025TuesdayChemistry, Geography, Human Development and Resource Management, Business Studies
18.09.2025ThursdayPhilosophy, Environmental Science
19.09.2025FridayMathematics, Agriculture, Journalism & Mass Communication, Sanskrit, Arabic
20.09.2025SaturdaySociology
22.09.2025MondayBiological Science, Political Science, Costing and Taxation

🕧 Exam Time: 12:30 P.M. to 1:45 P.M. – (Duration: 1 hour 15 minutes, includes reading and writing time)

👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন Notes PDF! [মাত্র 30 টাকা]

WBCHSE Bengali English Smart MCQ Suggestion Notes Class 11 1st Semester
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

পরীক্ষার রুটিন বাংলা মাধ্যম (একাদশ শ্রেণি – প্রথম সেমিস্টার, ২০২৫)

তারিখবারবিষয়সমূহ
08.09.2025সোমবারবাংলা (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু
10.09.2025বুধবারইংরেজি (B)
11.09.2025বৃহস্পতিবারঅর্থনীতি, নৃতত্ত্ব
12.09.2025শুক্রবারপদার্থবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, শিক্ষা, হিসাববিজ্ঞান
13.09.2025শনিবারকম্পিউটার সায়েন্স, আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা
15.09.2025সোমবারমনোবিজ্ঞান, বাণিজ্য আইন ও নিরীক্ষণ প্রাথমিক পাঠ, ইতিহাস
16.09.2025মঙ্গলবাররসায়ন, ভূগোল, মানব উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনা, ব্যবসা অধ্যয়ন
18.09.2025বৃহস্পতিবারদর্শন, পরিবেশ বিজ্ঞান
19.09.2025শুক্রবারগণিত, কৃষিবিজ্ঞান, সাংবাদিকতা ও গণসংযোগ, সংস্কৃত, আরবি
20.09.2025শনিবারসমাজবিজ্ঞান
22.09.2025সোমবারজীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ব্যয় ও কর নিরূপণ

🕧 পরীক্ষার সময়: দুপুর ১২:৩০ থেকে ১:৪৫ মিনিট পর্যন্ত – (সময়: ১ ঘণ্টা ১৫ মিনিট, এর মধ্যে প্রশ্ন পড়া ও উত্তর লেখা অন্তর্ভুক্ত)

👇 স্মার্ট প্র্যাকটিস ব্যাচে এখনই এনরোল কর! [সায়েন্স ছাত্র ছাত্রীদের জন্য @85]

WBCHSE HS 3rd SemScience Practice Batch Smart
👆 জয়েন করতে ছবিতে ক্লিক করুন!

অফিসিয়াল নোটিশে ডাউনলোড

Class 11 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

বিষয়ডাউনলোড লিংক
বিজ্ঞপ্তি নম্বর (Memo No.): L/PR/337/2025
তারিখ (Date): 23/06/2025
↓ Exam Routine Notice
প্রথম সেমিস্টার পরীক্ষার সাজেশন
(Class 11 1st Semester Suggestion)
Click Here ↗

উচ্চমাধ্যমিক সংসদের এই নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা পুরোপুরি স্কুল পর্যায়ে পরিচালিত হবে। এতে করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এই নির্দেশের ফলে প্রশ্নপত্রের মান ও স্বচ্ছতা বজায় থাকবে বলে আশা করা যায়।

Join Group

Telegram