WB School Summer Holiday: রাজ্যে তাপপ্রবাহে ছুটি, বন্ধ থাকবে সব স্কুল! ঘোষণা শিক্ষামন্ত্রীর, কদিন ছুটি? দেখে নিন

Arpita Paul

Published on:

Follow Us Share
WB School Summer Holidays 2025

গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রা। দুপুরের দিকে তীব্র গরমে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে, অনেক স্কুলেই দেখা গেছে পড়ুয়াদের অস্বস্তি ও অসুস্থতা। এই প্রেক্ষিতে রাজ্য সরকার শিক্ষা দপ্তর বড় সিদ্ধান্ত নিল। আগামী ১৩ জুন (শুক্রবার)১৪ জুন (শনিবার) – দুই দিন সব স্কুলে বন্ধ থাকবে পাঠদান কার্যক্রম। বিস্তারিত দেখে নিন —

তীব্র গরমে রাজ্যে ২ দিনের স্কুল ছুটি ঘোষণা! শুক্র ও শনিবার বন্ধ সমস্ত প্রাথমিক ও হাই স্কুল

রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board) ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, অত্যধিক গরমে দুপুরের ক্লাস নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক বিদ্যালয় সকাল সকাল ক্লাস নেওয়ার অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার অবশেষে ছুটি ঘোষণার পথে হাঁটল।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ছাড়া সমস্ত জেলার:

  • সরকারি স্কুল & সরকার পোষিত স্কুল
  • প্রাথমিক (Primary)
  • উচ্চ প্রাথমিক (Upper Primary)
  • মাধ্যমিক (Secondary)
  • উচ্চ মাধ্যমিক (Higher Secondary)

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত থাকবে। রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আবহাওয়া দফতর বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) জারি করেছে। বাচ্চাদের মধ্যে ডিহাইড্রেশন, ক্লান্তি, হিট স্ট্রোকের মত সমস্যা দেখা দিচ্ছে। দুপুরবেলার প্রচণ্ড রোদ ও গরমে স্কুলে আসা-যাওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

বেসরকারি স্কুলগুলির জন্য নির্দেশ

রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে বেসরকারি স্কুলগুলিকেও (Private Schools), যেন তারাও আবহাওয়ার এই মারাত্মক পরিস্থিতি মাথায় রেখে আগামী দু’দিন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই অনুরোধ, যদিও এটি বাধ্যতামূলক নয়।

আরো দেখুন: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা পেতে

ছুটির বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল নির্দেশিকা ওয়েবসাইট

  1. ১৩ জুন (শুক্র) ও ১৪ জুন (শনি) – রাজ্যের সমস্ত সমতল অঞ্চলের সরকারি ও সরকার পোষিত স্কুল ছুটি থাকবে।
  2. রবিবার (১৫ জুন) তো এমনিতেই সাপ্তাহিক ছুটি।
  3. স্কুলগুলি আবার খুলবে ১৬ জুন, সোমবার থেকে।
  4. পার্বত্য (Hill) এলাকায় এই নির্দেশ কার্যকর নয়।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও সংসদের (WBBSE, WBCHSE) কর্তৃপক্ষকে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা বিভাগওয়েবসাইট লিংক
মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE)wbbse.wb.gov.in
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদwbchse.wb.gov.in
প্রাথমিক শিক্ষা পর্ষদwbbpe.wb.gov.in

অবশ্যই দেখবেন: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ! দেখে নিন

রাজ্য সরকার এই ছুটি ঘোষণা করে একান্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ নিয়েছে, যাতে তাপপ্রবাহের সময় পড়ুয়ারা নিরাপদে থাকতে পারে। অভিভাবকদের কাছে অনুরোধ – এই ছুটির সময় যেন শিশুরা পর্যাপ্ত পরিমাণে জলপান করে। রাজ্যের শিক্ষা বিভাগ এবং প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্ত পড়ুয়াদের স্বাস্থ্যের পক্ষে নিঃসন্দেহে ইতিবাচক ও দায়িত্বশীল পদক্ষেপ।

Join Group

Telegram