Nabanna Scholarship 2025: নবান্ন স্কলারশিপ ২০২৫ পাবে ১০০০০ টাকা! অনলাইনে ফর্ম ফিলাপ, আবেদন দেখে নিন

Anjan Mahata

Updated on:

Nabanna Scholarship Wesrtbengal Eligibility Application Process Online Form Fill Up

পশ্চিমবঙ্গ সরকারের (Westbengal Govt Scholarship) অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপNabanna CMRF Scholarship। “নবান্ন” থেকে এই স্কলারশিপ দেওয়া হয় বলে ছাত্র ছাত্রছাত্রীরা এটাকে ‘Nabanna Scholarship‘ নামেই চেনে, কিন্তু এটি আসলে Chief Minister’s Relief Fund Scholarship – অর্থাৎ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয়।
এর আবেদন প্রক্রিয়া, ফর্ম ফিলাপ, কি কি ডকুমেন্ট লাগবে? – এর বিষয়ে সবকিছুই বিস্তারিত জানতে পারবে।

নবান্ন স্কলারশিপ কী? (What is Nabanna Scholarship?)

নবান্ন স্কলারশিপ [Nabanna Scholarship 2025] পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের পড়াশোনা এবং উচ্চশিক্ষা জন্য পশ্চিমবঙ্গ ত্রান তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন। এর মূল লক্ষ্য হলো- ‘যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য আর্থিক সহায়তা‘।

তথ্যবিস্তারিত
নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রান তহবিল শিক্ষা সহায়তা
প্রদানকারীপশ্চিমবঙ্গ সরকার, Govt. of West Bengal
যোগ্যতাবোর্ড পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর
অনুদানএককালীন ১০ হাজার টাকা
আবেদনঅনলাইন নতুন পোর্টালে

নবান্ন স্কলারশিপ যোগ্যতা (Nabanna Scholarship Eligibility 2025)

পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে (Class-11) পাঠরত (মাধ্যমিক পাশ), স্নাতক কোর্সে পঠনরত অর্থাৎ উচ্চমাধ্যামিক পাস (BA, Bsc, BCom) এবং স্নাতকোত্তর স্তরের (MA, Msc) সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতিবছরে ₹১০,০০০ টাকা বৃত্তি পাবে।

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে ৫০ শতাংশ নম্বর পেতে হবে, তবে 60% এর বেশি হলে চলবে না!

পারিবারিক আয় (Family Income): পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজারের (১,২০,০০০ টাকা) বেশি হওয়া চলবে না। পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদ এর সহায়তা প্রাপ্ত যেকোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে।

Marks Required: নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে?

মাধ্যমিক/উচ্চমাধ্যমিক স্তরের জন্য: আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৬০%-এর নিম্নে নম্বর পেতে হবে। উচ্চমাধমিক পরীক্ষায় সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৬০%-এর নিম্নে নম্বর পেতে হবে, এর বেশি পেয়ে গেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদনের যোগ্য হবে

স্নাতক স্তরের জন্য: স্নাতক বা স্নাতকস্তরে সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৫৩%-এর নিম্নে নম্বর পেতে হবে সাম্মানিক বিষয়ে (স্নাতকোত্তর স্তরের জন্য)।

বিস্তারিত দেখুন: স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ ও সমস্ত তথ্য!

নবান্ন স্কলারশিপে কীভাবে আবেদন? (Nabanna Scholarship Online Application 2025 Form Fill Up)

পূর্বে নবান্ন স্কলারশিপ এর ফরম পূরণ অফলাইনে করে নবান্ন অফিসে জমা দিতে হতো। কিন্তু আগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ Online পোর্টালের মাধ্যমে হয়ে যায়।

বাড়িতে বসেই মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে পড়ুয়ারা। প্রথমে আপনাকে পোর্টালে প্রবেশ করতে হবে, তারপর সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফরম পূরণ করে সমস্ত তথ্য জমা করতে হবে।

কী কী ডকুমেন্ট লাগবে? (Documents Required)

এই স্কলারশিপ পাওয়ার জন্য যে নথি গুলি অবশ্যই লাগবে, সেগুলি হল –

  1. Marksheet: শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের)।
  2. Aadhar Card: আধার কার্ড।
  3. Passport Photo: রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ।
  4. Bank Pass Book: ছাত্র বা ছাত্রীর নিজস্ব ব্যাংক একাউন্ট।
  5. Family Income Certificate: পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
  6. MLA/MP রেকমেন্ডেশন এবং স্ব ঘোষণা।
  7. Mobile & Email ID: একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি।

বিস্তারিত দেখে নিন: নবান্ন স্কলারশিপ কি কি কাগজপত্র লাগবে? কিভাবে বানাতে হবে? Nabanna Scholarship Documents

নবান্ন স্কলারশিপ অফিস ঠিকানা এবং যোগাযোগ

ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে তারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারে এবং সঙ্গে টোল ফ্রি নম্বরে কথা বলতে পারে।

ঠিকানা
সহকারী সচিব,  মুখ্যমন্ত্রীর কার্যালয়, ‘নবান্ন’
325, শরৎ চ্যাটার্জি রোড 
হাওড়া – 711102
The Assistant Secretary, Chief Minister’s Office, ‘Nabanna’ 325, Sarat Chatterjee Road 
Howrah – 711102.

গুরুত্বপূর্ণ লিংক এবং অনলাইন আবেদন পোর্টাল

পড়ুয়ারা সরাসরি অনলাইনের মাধ্যমে cmrf.wb.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আবেদন সংক্রান্ত কোনো কিছুর জানার থাকলে অফিশিয়াল হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে ফোন করে তারা ছাত্রছাত্রীরা সুযোগ-সুবিধা পাবে।

গুরুত্বপূর্ণ তথ্যলিংক
অফিসিয়াল ওয়েবসাইটhttps://cmrf.wb.gov.in/
Toll Free Number : অফিসিয়াল হেল্পলাইন ফোন নম্বর(033) 2214 1902 বা (033) 2253 5278
Mail: ইমেলMail : [email protected]

অবশ্যই দেখবেন: Apply Private Scholarship মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে প্রাইভেট স্কলারশিপ

আমাদের তরফ থেকে ছাত্রছাত্রীদের ভিডিও টিউটোরিয়াল সহ স্কলারশিপের আবেদনের জন্য গাইড করে দেওয়া হবে। আরো অন্যান্য সরকারি স্কলারশিপ, ক্যারিয়ার, পড়াশোনা সংক্রান্ত গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে নেবেন।

Join Group

Telegram