AFCAT Exam: বিমান বাহিনীতে যোগদান পরীক্ষা! ফ্লাইং, টেক, ননটেক যোগ্যতা সহ পরীক্ষার সমস্ত তথ্য!

Dibyendu Dutta

Updated on:

AFCAT exam Join Indian Air Force Eligibility Education Qualification and Physical

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর অনেক ছাত্র-ছাত্রী এয়ার ফোর্স বা বিমান বাহিনীতে যুক্ত হয়ে দেশের সেবা করার জন্য আগ্রহ দেখান। ইন্ডিয়ান এয়ার ফোর্সে যোগদান করতে চান তাদের অবশ্যই প্রথমে এয়ারকোর্স কমন এডমিশন টেস্ট (AFCAT) এ বসতে হবে। এই পরীক্ষার বিস্তারিত তথ্য অর্থাৎ পরীক্ষার পদ্ধতি ,কিভাবে প্রস্তুতি নেবেন এবং প্রার্থীর যোগ্যতার বিষয়ে বিস্তারিত বিবরণ রইলো।

AFCAT পরীক্ষার তথ্য: এয়ারকোর্স কমন এডমিশন টেস্ট

ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) যোগ দিতে চান, তাহলে AFCAT (Air Force Common Admission Test) আপনার জন্য অন্যতম প্রধান দরজা, যদিও NDA এবং CDS এর মাধ্যমে অফিসার লেভেলে যোগদান করা যায়। এটি একটি জাতীয় স্তরের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ফ্লাইং ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল) পদে নিয়োগ করা হয়

বিষয়বিবরণ
পরীক্ষার নামAFCAT (Air Force Common Admission Test)
পরিচালনাকারী সংস্থাIndian Air Force
নিয়োগ পদফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি (Technical/Non-Technical)

এয়ারফোর্স বা বায়ু সেনাতে বিভিন্ন ব্রাঞ্চ জয়েন (Branches)

প্রথমত বলে রাখি এই পরীক্ষার মাধ্যমে তিনটি বিভিন্ন শাখায় প্রার্থী নিয়োগ করা হয়

ফ্লাইং ব্রাঞ্চ – সাধারণত ব্রাঞ্চ ফাইটার, পাইলট, ট্রান্সপোর্টেশন এবং হেলিকপ্টার নিয়ে গঠিত।

মেকানিক্যাল ব্রাঞ্চ – এই ব্রাঞ্চটি মূলত মেকানিক্যাল এবং ইলেকট্রনিক বিভাগ নিয়ে গঠিত।

গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ – এই ব্রাঞ্চটি মূলত অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিক, এডুকেশন ও আবহাওয়াবিদ্যা নিয়ে গঠিত।

বিমান বাহিনীতে দুই ধরনের কমিশন রয়েছে অর্থাৎ স্থায়ী কমিশন এবং শর্ট সার্ভিস কমিশন। যে সকল প্রার্থীরা স্থায়ী কমিশনের অধীনে চাকরি পাবেন তারা অবসর পাওয়া অব্দি চাকরি করতে পারবেন, অন্যদিকে যারা শর্ট সার্ভিস কমিশনের আন্ডারে চাকরি পাবেন তাদের চাকরির মেয়াদ ১৪ বছর

Eligibility Criteria for AFCAT: এয়ার ফোর্সে আবেদনের যোগ্যতা

পুরুষ এবং মহিলা উভয়ই উল্লেখিত পদগুলির জন্য আবেদন করতে পারবেন তবে উল্লেখিত পদগুলির জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত কিছু যোগ্যতার মানদন্ড অবশ্যই পূরণ করতে হবে।

ফ্লাইং ব্রাঞ্চ – প্রার্থীদের বয়স অবশ্যই ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে প্রার্থীদের যদি Directorate General of Civil Aviation বা DGCA কর্তৃক অনুমোদিত বৈধ পাইলট লাইসেন্স থাকে তবে সেক্ষেত্রে বয়সের সীমা ২৬ বছর অবধি বাড়ানো যেতে পারে।

মেকানিক্যাল এন্ড গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ – প্রার্থীদের আবেদনের বয়স ২০ থেকে ২৬ বছর অব্দি

Educational Qualification for AFCAT: শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক স্তরে গণিত এবং পদার্থবিদ্যা (Math+ Physics) নিয়ে পড়াশোনা করতে হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে। AFCAT পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) নিচে শাখাভিত্তিকভাবে বিস্তারিতভাবে দেওয়া হলো:

Flying Branch এর জন্য:

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েশন (Graduation)।
  • উচ্চমাধ্যমিকে (10+2) গণিত (Mathematics) ও পদার্থবিদ্যা (Physics) বিষয়ে ৫০% নম্বর আবশ্যক
  • অথবা BE/B.Tech ডিগ্রি যেকোনো শাখায় (সর্বনিম্ন ৫০%)।

Ground Duty (Technical Branch) এর জন্য:

  • AFCAT EKT (Engineering Knowledge Test) এর মাধ্যমে নিয়োগ হয়।
  • প্রার্থীকে AICTE অনুমোদিত যেকোনো ইঞ্জিনিয়ারিং শাখা থেকে ৪ বছরের ডিগ্রি থাকতে হবে।
  • উচ্চমাধ্যমিকে গণিত ও পদার্থবিদ্যা বিষয়ে ৫০% নম্বর বাধ্যতামূলক।

উদাহরণস্বরূপ: Aeronautical Engineering (Electronics), Aeronautical Engineering (Mechanical)

Ground Duty (Non-Technical Branch) এর জন্য:

  • Administration এবং Logistics: যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন (সর্বনিম্ন ৫০%)।
  • Accounts: B.Com (সর্বনিম্ন ৫০%)।
  • Education: যেকোনো বিষয়ে Post Graduation (সর্বনিম্ন ৫০%) এবং Graduation-এ অন্তত ৬০% নম্বর।

মিস করো না: How to Join Air Force: বায়ু সেনাতে যোগদান কিভাবে করবে? যোগ্যতা কি লাগবে? সবকিছু বাংলাতে দেখে নাও

Selection Process for AFCAT: AFCAT পরীক্ষার নির্বাচনের ধাপ

যারা AFCAT পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ইন্ডিয়ান এয়ার ফোর্সে যোগদান করার ইচ্ছে রয়েছে, তাদের অবশ্যই নির্বাচনের ধাপ গুলি জেনে রাখা উচিত।

AFCAT – এটি একটি অ্যাপটিটিউড পরীক্ষা যা বছরে অন্তত দুবার অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় হলো দুই ঘন্টা, মোট ১০০ টি প্রশ্ন রয়েছে, মোট নম্বর: ৩০০ প্রতিটি সঠিক উত্তরের জন্য পরীক্ষার্থীদের তিন নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে।

বিভাগপ্রশ্ন সংখ্যামোট নম্বর
General Awareness2575
Verbal Ability in English2575
Numerical Ability1854
Reasoning and Military Aptitude3296

AFSB-SSB ইন্টারভিউ – ইহা হল প্রথম ধাপ যেখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। প্রথম ধাপে উত্তীর্ণ হলে প্রার্থীরা দ্বিতীয় ধাপে যোগদান করার সুযোগ পান অন্যদিকে প্রথম ধাপে অনুত্তীর্ণ হলে প্রার্থীদের পুনরায় ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়।

মেডিকেল টেস্ট– এরপর প্রার্থীদের মেডিকেল টেস্ট বা শারীরিক পরীক্ষা করা হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ৪৮ সপ্তাহের একটি দীর্ঘ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তবে মেডিকেল পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা পুনরায় যোগদানের জন্য পর্যালোচনা বোর্ডে যোগাযোগ করতে পারেন।

  1. শরীরের দৃশ্যমান কিংবা আভ্যন্তরীণ কোন স্থানে কোনরকম ট্যাটু রাখা চলবে না।
  2. নারকোটিকস ব্যবহার করা চলবে না, প্রার্থীর শরীরে ড্রাগের উপস্থিতি প্রমাণিত হলে কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়অফিসিয়াল লিংক
AFCAT অফিসিয়াল ওয়েবসাইটhttps://afcat.cdac.in
ভারতীয় বায়ুসেনার ওয়েবসাইটhttps://indianairforce.nic.in
UPSC অফিসিয়াল ওয়েবসাইটhttps://upsc.gov.in

আরো দেখে নাও: How to Become a Pilot: পাইলট বা বিমানচালক কিভাবে হওয়া যায়? বিস্তারিত তথ্য দেখে নাও

ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) যোগদান মানে শুধুই একটি চাকরি নয়, এটি একটি সম্মান, দায়িত্ব এবং দেশের প্রতি নিবেদনের প্রতীক। উপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন, তবে আজই প্রস্তুতি শুরু করুন – নতুন বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার টিপস ও মক টেস্ট সম্পর্কিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।

Join Group

Telegram