পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির সুযোগ পায়। প্রতিবছর লক্ষাধিক ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দিয়ে থাকে, ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে WBJEE পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
West Bengal Joint Entrance Examination 2026: পশ্চিমবঙ্গ জয়েন্ট এনট্রান্স পরীক্ষা
পশ্চিমবঙ্গ জয়েন্ট এনট্রান্স পরীক্ষাটি OMR ভিত্তিক পরীক্ষা। WBJEE পরীক্ষাটি দুটি পেপারে হয়ে থাকে প্রথম পেপারে শুধুমাত্র গণিত বিষয়ের পরীক্ষা হয় এবং দ্বিতীয় পেপারে পদার্থবিদ্যা ও রসায়ন এই দুটি বিষয় একসাথে পরীক্ষা হয়।
বিষয় | বিস্তারিত |
---|---|
পরীক্ষা পরিচালনা | West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) |
পরীক্ষার ধরন | বহু বিকল্পধর্মী উত্তর (MCQ) |
Paper | Paper I – গণিত Paper II – পদার্থবিদ্যা ও রসায়ন |
পূর্ণমান | ২০০ নাম্বার |
ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার | Paper I এবং Paper II উভয় নম্বর |
ফার্মাসি ভর্তি | শুধুমাত্র Paper II হিসাবে |
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নম্বর বিভাজন পদ্ধতি (WBJEE Mark Distribution)
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি মোট 200 নম্বরের হয়ে থাকে, এর মধ্যে শুধুমাত্র গণিত বিষয়ের জন্য নির্ধারিত 100 নম্বর এবং পদার্থবিদ্যা ও রসায়ন এই দুটি বিষয়ের জন্য নির্ধারিত মোট ১০০ নম্বর। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে প্রশ্নপত্রটি ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয় Catagory I, II & III। প্রতিটি ক্যাটাগরির মধ্য থাকা প্রশ্নের প্রশ্ন মান এবং নেগেটিভ মার্কিং নিয়ম আলাদা।
ক্যাটাগরি | প্রতিটি প্রশ্নের প্রশ্ন মান | নেগেটিভ মার্কিং |
---|---|---|
Catagory I | ১ নাম্বার | ১/৪ নাম্বার অর্থাৎ ৪টি প্রশ্ন ভুল হলে ১ নাম্বার কাটা যাবে |
Catagory II | ২ নাম্বার | ১/২ নাম্বার অর্থাৎ ২টি প্রশ্ন ভুল হলে ১ নাম্বার কাটা যাবে |
Catagory III | ২ নাম্বার | নেগেটিভ মার্কিং নেই |
পরীক্ষার প্রশ্ন কাঠামো (WBJEE Subject wise Exam Pattern & Marks Distribution)
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যে ৩টি বিষয় রয়েছে। অর্থাৎ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এই ৩টি বিষয়ের বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামোটি এবার দেখে নেওয়া যাক –
বিষয় | ক্যাটাগরি | নাম্বার বিভাজন | মোট প্রশ্ন | মোট নাম্বার |
---|---|---|---|---|
গণিত (Math) | Category I (Marks – 1) | 50×1=50 | 75 | 100 Marks |
Category II (Marks – 2) | 15×2=30 | |||
Category III (Marks – 2) | 10×2=20 | |||
পদার্থবিদ্যা (Physics) | Category I (Marks – 1) | 30×1=30 | 40 | 50 Marks |
Category II (Marks – 2) | 5×2=10 | |||
Category III (Marks – 1) | 5×2=10 | |||
রসায়ন (Chemistry) | Category I (Marks – 1) | 30×1=30 | 40 | 50 Marks |
Category II (Marks – 2) | 5×2=10 | |||
Category III (Marks – 1) | 5×2=10 |
প্রথমে Paper I - গণিত পরীক্ষাটি হয়, এবং একই দিনে এক ঘন্টার টিফিন ব্রেকে দ্বিতীয় পেপারটি Paper II - পদার্থবিদ্যা ও রসায়ন একই সিটে একই সেন্টারে পরীক্ষা হয়।
ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার ভর্তি: এক্ষেত্রে তিনটি বিষয় নম্বর মিলে GMR রাঙ্ক হিসেবে ভর্তি হয়, অর্থাৎ দুটি পেপার এরই গুরুত্ব রয়েছে।
ফার্মাসি ভর্তি: যে সব ছাত্রছাত্রীরা বি ফার্ম (BPharm) ভর্তি হবে তাদের শুধুমাত্র পেপার টা ভালো করে দিলেই হবে সেখানে ম্যাথমেটিক্স এর নম্বর যোগ হয় না, এবং তাদের আলাদা করে PMR – ফার্মেসি মেরিট রাঙ্ক এর মাধ্যমে ভর্তি হয়।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি, অবশ্যই আমাদের whatsapp গ্রুপে জয়েন হতে পারেন: ⚙︎ Join Group ↗
সরকারি কলেজের তালিকা: WBJEE Govt Engineering College University
পশ্চিমবঙ্গ WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbjeeb.nic.in/ |
WBJEE পরীক্ষার খুঁটিনাটি আপডেট | Click Here → |
বিগত বছরের প্রশ্নপত্র (PDF) | WBJEE PYQ Paper → |
অবশ্যই দেখো:
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »