আমরা সোশ্যাল মিডিয়া বা টিভি এর দৌলতে ইডি এর নাম কমবেশী সবাই শুনে থাকি। বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত টাকা পয়সা উদ্ধারে বা বড়সড় আসামী ধরার ক্ষেত্রে ইডি অফিসারের বড়সড় দায়িত্ব থাকে। বিভিন্ন কাজকর্ম দেখে অনেকেরই ইডি অফিসার হওয়ার ইচ্ছে থাকতেই পারে, কীভাবে হওয়া যায় ইডি অফিসার? এর সঠিক উত্তর অধিকাংশেরই জানা নেই। তাই আজকের প্রতিবেদনে ইডি অফিসারের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব।
How to Become ED Officier: কিভাবে ইডি অফিসার হতে পারবে?
ED এর পুরো নাম হল এনফোর্সমেন্ট ডাইরেক্ট বা ইডি। বর্তমানে এই সংস্থাটি ভারত সরকারের অধীনে আর্থিক বিভাগে তদন্তকারী হিসেবে নিযুক্ত আছে। অফিসিয়ালি এই সংস্থার প্রতিষ্ঠান হয় ১ ই মে, ১৯৫৬ সালে। আপনার ভবিষ্যত লক্ষ্য বা স্বপ্ন যদি ইডি অফিসার হওয়ার থাকে অবশ্যই পুরো প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
ED-এর কাজ (Enforcement Directorate)
ভারত সরকারের অধীনে কর্মরত এই সংস্থা দেশের যে কোন প্রান্তে টাকার নয়ছয় হলে বা বিপুল পরিমানে বড় অঙ্কের তন্নছন্ন হলে এই সংস্থাটি তদন্তে নামেন। ED অফিসারেরা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি করেন এবং কালোটাকা উদ্ধার করেন।
এছাড়া ভারতীয় নাগরিকদের দেশের বাইরে সম্পত্তি ও জমানো কালোটাকার দর কষেন ED অফিসারেরা। এছাড়াও আরো যেসকর দায়িত্ব পালন তারা করেন –
- ১) টাকা লেনদেন সংক্রান্ত নয়ছয় হলে বা কেন্দ্রীয় হিসেবে টাকার হিসেব গড়মিল হলে।
- ২) Foreign Exchange Management বা বৈদেশিক অর্থ বিনিময়ে নিয়ম লঙ্ঘন হলে বা এর সঙ্গে জড়িত কোন মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে ED।
ED এর মুখ্য কার্যালয়: এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-এর মুখ্য কার্যালয় দিল্লিতে অবস্থিত। এর পাশাপাশি ভারতের ৫ টি বিভিন্ন শহরেও এর শাখা আছে যেমন – কলকাতা, দিল্লী, চেন্নাই, মুম্বাই ও চণ্ডীগড়।
কীভাবে ED অফিসার হওয়া যাবে?
১. কোন প্রার্থী যদি এই পদের জন্য ইচ্ছুক থাকেন তাকে প্রথমে SSC CGL (Combined Graduate Level Exam) স্তরের পরীক্ষায় বসতে হবে।
২. এছাড়াও কোন কেন্দ্রীয় সরকার স্তরের কর্মপ্রার্থী পদোন্নতির মাধ্যমে এই পদে চাকরি পেতে পারেন। তবে সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বি লেভেলের (Group -B) কর্মরত হতে হবে।
বিস্তারিত দেখো: SSC CGL পরীক্ষার সম্পূর্ণ তথ্য! যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং প্রস্তুতি টিপস
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
প্রথমত ইচ্ছুক প্রার্থীকে কোন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রিকোর্স করে রাখতে হবে।
- প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এছাড়াও প্রার্থীর পার্সোনালিটির উপর নির্ভর করছে তার দক্ষতা অর্থাৎ প্রার্থীকে চালাক, ধুর্ত ও মানুষকে চেনার ক্ষমতা রাখতে হবে।
অবশ্যই দেখবে: SSC CGL Top Post: সিজিএল পরীক্ষা দিয়ে 10-টি সেরা ও জনপ্রিয় পোস্ট সম্পর্কে জেনে নাও
প্রার্থীর বয়স (Age Criteria)
ED অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর প্রাথমিকভাবে বয়স অবশ্যই ২০ থেকে ২৭ এর মধ্যে হতে হবে।তবে SC, ST রা সর্বোচ্চ ৫ বছর ও OBC রা সর্বোচ্চ ৩ বছর অবধি বয়সের ছাড় পাবেন।
ED অফিসারের মাসিক বেতন
সরকারি নিয়ম অনুসারে প্রার্থী ED অফিসার পদে যোগদানের পর প্রাথমিকভাবে ৬০০০০ টাকা মাসিক বেতন হিসেবে পাবেন। তবে অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ডিএ এর হারে বেতন বৃদ্ধি পাবে।
পরবর্তী দেখবে: How to Become CBI Officer: সিবিআই অফিসার হতে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা, পরীক্ষা, বেতন সবকিছু জেনে নিন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »