Westbengal Medical Councelling 2024: রাজ্যে মেডিকেল ভর্তির কাউন্সেলিং শুরু! শেষ তারিখ, আবেদন দেখুন

West Bengal Medical Counselling 2024 Neet UG Admission

রাজ্যের মেডিকেল পড়তে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হল কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া! নিজেদের উপযুক্ত NEET স্কোরের মাধ্যমে কাউন্সিলিং করে পরীক্ষার্থীরা তাদের পছন্দসই মেডিকেল এবং ডেন্টাল কলেজে পড়ার সুযোগ পাবেন

সমগ্র দেশ মেডিকেল কলেজে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হলো নিট বা ন্যাশনাল এলিজাবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। প্রতি বছরেই এই পরীক্ষায় প্রায় ১৫ লক্ষ বা তারও বেশি পরীক্ষার্থীরা মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য উত্তীর্ণ হয়। পরীক্ষার্থীদের প্রাপ্ত মার্কসের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের অন্তর্ভুক্ত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজগুলিতে সিট এলোটমেন্ট দেওয়া হয়ে থাকে।

West Bengal Medical Counselling: কাউন্সেলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

প্রত্যেক বছরের মতো চলতি বছরেও নিট পরীক্ষা ৫ই মে ২০২৪ সালে অনুষ্ঠিত হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২৬ শে জুলাই ২০১৪ সালে নিজের ফলাফল ঘোষণা করা হয় এবং 29 শে জুলাই থেকে এনটিএ এর প্রাপ্ত নির্দেশ অনুসারে কাউন্সিলিং এর সময় এবং তারিখ ঘোষণা করা হয়। আর সেই অনুসারে ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

রেজিস্ট্রেশনের শেষের তারিখ২৩ শে আগস্ট ২০২৪
অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন২২ থেকে ২৪ আগস্ট ২০২৪
প্রথম পর্বের চয়েস ফিলিং প্রক্রিয়া২৭ আগস্ট ২০২৪
প্রথম পর্বের চয়েস লকিং প্রক্রিয়া২৭ থেকে ২৯ আগস্ট ২০২৪
প্রথম পর্বের সিট এলোটমেন্ট২রা সেপ্টেম্বর ২০২৪
প্রথম পর্বে কলেজের ভর্তির তারিখ৩ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৪

অনলাইনে কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ২৩শে আগস্ট ২০২৪ তারিখ অব্দি। কাউন্সেলিং এ কলেজ নির্বাচনের মাধ্যমে প্রার্থীরা বিভিন্ন এমবিবিএস এবং বিডিএস কলেজগুলিতে পড়াশোনা করার সুযোগ পাবেন। কিভাবে ধাপে ধাপে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করবেন তা নিচে বর্ণনা করা হচ্ছে –

অবশ্যই দেখুন: Medical Course: ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS, BDS, BAMS, BHMS কোনটা বেস্ট?

Councelling Process Step by Step : কিভাবে ধাপে ধাপে কাউন্সিলিং করবেন?

কাউন্সেলিং এর জন্য প্রথমে তোমাকে মেডিকেল কাউন্সিলের অফিসিয়াল পোর্টাল wbmcc.nic.in- তে প্রবেশ করতে হবে।

1. তোমার নাম ,অ্যাডমিট কার্ডের রোল নম্বর এবং প্রাপ্ত মার্ক দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর তোমাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তা দিয়ে পুনরায় কাউন্সিলিং এর সাইটে লগইন করতে পারবে।

2. পরবর্তীতে পুনরায় লগইন করে তোমাকে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে এবং তোমার পছন্দমত কলেজগুলি নির্বাচন করতে হবে এমবিবিএস কিংবা বিডিএস তোমার পছন্দ আছে কোন কলেজ চয়েজ করতে পারো। তবে কলেজ চয়েসের সময় অবশ্যই মনে রাখবে তোমার পছন্দ সই কলেজগুলি কে সামনের দিকে রাখার।

3. চয়েজ ফিল করার পর যদি চয়েজ লক হবে পরিবর্তন না করতে চাও সেক্ষেত্রে চয়েস লক করে দিতে পারো। অবশ্য তুমি যদি চয়েজ লক করতে ভুলেও যাও কাউন্সিলিংয়ে শেষ দিনে পোর্টালের তরফ থেকে অটোমেটিক্যালি চয়েজ লক করে দেওয়া হবে।

4. এরপর চলবে মূল কাউন্সিলিং পর্ব অর্থাৎ নাম্বারের ভিত্তিতে যারা এগিয়ে রয়েছেন তারা তাদের পছন্দসই কলেজগুলোতে ভর্তি হবার সুযোগ পাবেন এই কাউন্সেলিং প্রক্রিয়া মোট চারটি ধাপে অনুষ্ঠিত হবে।

পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সেলিং-এর অফিসিয়াল ওয়েবসাইট: https://wbmcc.nic.in/

আরো দেখুন: BSc Course: জেনারেল ও প্রফেশনাল (Full List) কোনটা ভালো? উচ্চশিক্ষা, রিসার্চ সমস্ত দিক

কাউন্সেলিং এ প্রাপ্ত কলেজে নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত নথি গুলি নিয়ে ভেরিফিকেশন পর্ব কমপ্লিট করলে তোমার ভর্তির ক্রিয়া সম্পূর্ণ হবে। কোন তারিখে কোন পর্বের কাউন্সিলিং হতে পারে তার একটি তালিকা আমারা প্রকাশ করেছি। আশা করি ছাত্র-ছাত্রীরা এতে বিশেষ উপকৃত হবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram