West Bengal Freeship Scheme (WBFS) Scholarship: আমাদের সাধারণ ধারণা থাকে ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি পড়তে অনেক টাকা লাগে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের “Freeship প্রকল্প” এর ব্যাপারে বিস্তারিত জানব। যার মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের কলেজের টিউশন ফি, পড়াশোনার খরচ বাবদ বৃত্তি পেতে পারে। কোন কোর্সের জন্য? কিভাবে আবেদন করবেন সবকিছু দেখে নিন।
West Bengal Freeship Scheme (WBFS) পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলারশিপ প্রকল্প
পশ্চিমবঙ্গ ফ্রি শিপ স্কিম (WBFS) 2011 সাল থেকে চালু করা পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে “Directorate of Technical Education” অর্থাৎ প্রযুক্তিগত ডিগ্রি কোর্স ছাত্র-ছাত্রীদের এই সুবিধা দেওয়া হয়। যেমন- গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি/আর্কিটেকচার প্রোগ্রামের স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য। রাজ্যের সরকারি ও বেসরকারী সমস্ত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলি দ্বারা পরিচালিত হয়।
কি কি যোগ্যতা লাগবে ? (Eligibility Criteria)
(১) পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের মধ্যেই কোন প্রাইভেট বা সরকারি কলেজে ভর্তি হতে হবে।
(২) পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার (2.50 লক্ষ) বেশি হওয়া চলবে না।
(৩) ছাত্র বা ছাত্রীকে রাজ্য বা জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় (জয়েন্ট এন্ট্রান্স) WBJEE/ JEE Main সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
★★ গুরুত্বপূর্ণ যোগ্যতা: অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) বা পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (SVMCM Scholarship) স্কিমের অধীনে নির্বাচিত প্রার্থীরা এই WBFS-এর অধীনে যোগ্য হবেন না।
অবশ্যই দেখবে: Govt Scholarship: একসঙ্গে কটা সরকারি স্কলারশিপ টাকা পাবে? নতুন নিয়ম SVMCM, NSP, OASIS, Nabanna
WBFS Scholarship Application Process: কিভাবে-এর জন্য আবেদন করবেন?
সরকারি কলেজগুলির ক্ষেত্রে আবেদন ফর্ম কলেজ থেকে দেওয়া এবং সেগুলি ফিলাপ করে কলেজে জমা করতে হয়। প্রাইভেট কলেজগুলির ক্ষেত্রে এর আবেদন পোর্টালের মাধ্যমে অনলাইনে হয়ে থাকে, যা উচ্চশিক্ষা দপ্তরের টেকনিক্যাল ডাইরেক্টরেট-এর দ্বারা পরিচালিত হয়।
কি কি কাগজপত্র লাগবে? (Documents)
নিম্নলিখিত ডকুমেন্ট গুলি আবেদন করার সময় পোর্টালে আপলোড করতে হবে, একইভাবে পরবর্তীকালে কলেজে ভেরিফিকেশন করার সময়ও এটেসটেড কপি জমা করতে হবে।
- সবার প্রথমেই ডোমেসিয়াল অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
- ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট (Income)
- নিজস্ব আধার কার্ড, ফটোগ্রাফ
- পূর্ববর্তী ক্লাসের মার্কসিট এবং বর্তমান ক্লাসের এডমিশন রিসিভ।
আবেদনের সময়কাল: শিক্ষার্থীর আগের শিক্ষা বর্ষের রেজাল্ট অনুযায়ী এটির আবেদন হয়, অর্থাৎ কোন শিক্ষার্থী দ্বিতীয়/তৃতীয় বর্ষে থাকলেও এটির জন্য আবেদন করতে পারবে। প্রত্যেক বছরের এটির জন্য রেনুয়ালের সুবিধা রয়েছে। যেমন আগের শিক্ষা বর্ষের রেজাল্ট অনুযায়ী এখন আবেদন চলছে।
অবশ্যই দেখবে: Yuvashree Prakalpa: যুবশ্রী প্রকল্প প্রতিমাসে সরকার দেবে ১৫০০ টাকা!
অফিসিয়াল পোর্টালের লিঙ্ক ও তথ্য

Last date of submission of application for WBFS, 2024-25 is 07.11.2025 at 12.00 A.M.
| তথ্য | লিংক |
|---|---|
| অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন লিংক | Click Here → |
| আবেদনের লাস্ট ডেট (2024-25) | 07.11.2025 (৭ই নভেম্বর) |
| User ম্যানুয়াল (আবেদন পদ্ধতি) | ⇓ Download PDF |
| যোগাযোগ ইমেইল | [email protected] |
| অফিসের ঠিকানা | Bikash Bhavan (10th floor), Salt Lake City, Kolkata, West Bengal 700091 |
অবশ্যই দেখবে: Education Loan কিভাবে নেবে? কখন নেওয়া উচিত? বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা
এটি কোন সরাসরি স্কলারশিপ টাকা নয়, ছাত্রছাত্রীর পড়াশোনার টিউশন ফিস সেটি সরকার বহন করবে। ফি ছাড়া অন্য সব খরচ সুবিধাভোগীকে বহন করতে হবে। অফিসিয়াল পোর্টালে বিস্তারিত সবকিছু দেওয়া রয়েছে। এরকম গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




