যে সকল চাকরিপ্রার্থীরা শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতায় চাকরি খুঁজছো তাদের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের Group D চাকরিটি একদম সেরা। আজকের এই প্রতিবেদনে WBSSC Group D পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
WBSSC Group D Syllabus Exam Pattern: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের Group D পরীক্ষাটি একটি OMR ভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই পরীক্ষায় বসার জন্য শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা (8th Pass) থাকলেই আবেদনকারীরা এই পরীক্ষাটি দিতে পারবে।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা WBSSC Group D পরীক্ষার প্রস্তুতি নেব বলে ভাবছো এক্ষেত্রে তোমাদের অবশ্যই পরীক্ষার সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন, নিচে WBSSC Group D পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো-
বিষয় | বিস্তারিত |
---|---|
পরীক্ষার ধরণ | OMR Based Exam |
মোট প্রশ্ন | 45 টি MCQ |
মোট নম্বর | 45 (প্রতিটি সঠিক উত্তর = 1মার্ক) |
নেগেটিভ মার্কিং | কোন নেগেটিভ মার্কিং নেই |
পরীক্ষার সময় | 60 মিনিট |
পরীক্ষার ভাষা | বাংলা ও ইংরেজি |
WBSSC Group D Question Pattern Syllabus: বিষয়ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন ও সিলেবাস
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের Group D পরীক্ষাটি মোট 45 নম্বরের নেওয়া হয়ে থাকে, এই পরীক্ষাটি মূলত 3 টি বিষয়ের উপর নেওয়া হয়। এবার দেখে নেওয়া যাক WBSSC Group D পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটি–
বিষয় & পূর্ণমান | বিস্তারিত |
---|---|
General Knowledge [15 Marks] | Questions will be designed to test the candidates General Knowledge of the environment around him/her and its application to society. |
Current Affairs [15 Marks] | Questions will be designed to test Knowledge of current events and of such matters of every day observation and experience. The Test will also include questions relating mainly to the States of West Bengal and other States of India especially pertaining to Sports, History, Culture and Geography. |
Arithmetic (অংক) [15 Marks] | Questions of this component will cover number system including questions on simplification, decimals, fractions LCM, HCF, Average, Ratio and proportions, percentage, profit and loss, discount, simple interest, time and work, time and distance. |
General Knowledge (সাধারণ জ্ঞান) — ১৫ নম্বর
এই অংশে চারপাশের পরিবেশ, সমাজ, দেশ ও রাজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান যাচাই করা হবে।
পড়ার বিষয়গুলো:
- ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস (History) — স্বাধীনতা আন্দোলন, নেতাজি, রবীন্দ্রনাথ, স্বাধীনতার পরের ঘটনা ইত্যাদি।
- ভূগোল (Geography) — ভারতের রাজ্য, রাজধানী, নদী, পাহাড়, কৃষি, জলবায়ু, পশ্চিমবঙ্গের জেলা, নদী ও পাহাড় সম্পর্কে জ্ঞান।
- সংস্কৃতি ও ঐতিহ্য (Culture) — উৎসব, নাচ, গান, শিল্প, সাহিত্য, বিখ্যাত ব্যক্তিত্ব।
- সমাজ ও বিজ্ঞান (Environment & Society) — পরিবেশ দূষণ, গাছপালা, পশুপাখি, প্রাকৃতিক সম্পদ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রয়োগ ইত্যাদি।
পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]
Current Affairs (সাম্প্রতিক ঘটনা) — ১৫ নম্বর
এই অংশে সাম্প্রতিক (গত ১–২ বছরের) গুরুত্বপূর্ণ খবর, দিন ও ঘটনাগুলি নিয়ে প্রশ্ন থাকবে।
পড়ার বিষয়গুলো:
- সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক খবর
- ভারত ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঘটনা
- খেলাধুলা (Sports) — যেমন টুর্নামেন্ট, খেলোয়াড়, পুরস্কার
- বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Tech) — নতুন আবিষ্কার, মিশন, উপগ্রহ
- সরকারি প্রকল্প ও পরিকল্পনা (Government Schemes)
- নতুন নিয়োগ, পুরস্কার, বই প্রকাশ, চলচ্চিত্র, উৎসব ইত্যাদি।
আমাদের Edutips অ্যাপে এবং আমাদের WhatsApp চ্যানেলে আমরা নিয়মিতভাবে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি যে গুলির মাধ্যমে আপনারা এটির প্রস্তুতি বিনামূল্যে নিতে পারবেন।
Arithmetic (অঙ্ক) — ১৫ নম্বর
এই অংশে মৌলিক অঙ্কের (Basic Math) প্রশ্ন থাকবে, স্কুল লেভেলের। তুমি ক্লাস ৬–৮ এর অঙ্কের বই (বিশেষ করে পশ্চিমবঙ্গ বোর্ডের) পড়ে প্র্যাকটিস করলেই যথেষ্ট। পড়ার বিষয়গুলো:
- সংখ্যা পদ্ধতি (Number System)
- Simplification (সহজীকরণ)
- ভগ্নাংশ ও দশমিক (Fractions & Decimals)
- L.C.M. ও H.C.F.
- গড় (Average)
- অনুপাত ও সমানুপাত (Ratio & Proportion)
- শতকরা (Percentage)
- লাভ-ক্ষতি (Profit & Loss)
- ছাড় (Discount)
- সাধারণ সুদ (Simple Interest)
- সময় ও কাজ (Time & Work)
- সময় ও দূরত্ব (Time & Distance)
ইন্টারভিউ (Interview) Personality Test
OMR ভিত্তিক লিখিত পরীক্ষায় পাশ করার পর একটি মেরিট লিস্ট প্রকাশিত হয় এবং সেই লিস্টে যে সমস্ত প্রার্থীদের নাম থাকে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এরপর ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আবার একটি নতুন মেধা তালিকা প্রকাশ করা হয়, এই মেধা তালিকাটি অঞ্চলভিত্তিক, মাধ্যমভিত্তিক, লিঙ্গভিত্তিক ও শ্রেণিভিত্তিকভাবে প্রস্তুত করা হয়ে থাকে।
এরপর নির্দিষ্ট বছরের ভেকেন্সি অনুযায়ী চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয় এবং এটি লিখিত পরীক্ষার নাম্বার এবং ইন্টারভিউ এর নাম্বার এর ভিত্তিতে প্রকাশ করা হয়। এক্ষেত্রে যাদের চূড়ান্ত প্যানেলের মধ্যে নাম থাকছে না তাদের ওয়েটিং লিস্টে (Waiting List) রাখা হয়।
Group C & D প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group (Click)
তথ্য | লিংক |
---|---|
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (WBSSC) | http://old.westbengalssc.com/ |
Group D পরীক্ষার সিলেবাস (Official) | ↓ Download PDF |
পরবর্তী দেখুন: WBSSC Group C Syllabus 2025: স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ক্লার্ক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ও প্যাটার্ন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »