পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission – WBSSC) অবশেষে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নন-টিচিং স্টাফ (ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী) নিয়োগের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট, ২০২৫ (1st SLST, 2025)-এর বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইন মোডের মাধ্যমে আবেদন করতে পারবেন।
WBSSC Group C & D Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন\ নন-টিচিং স্টাফ (গ্রুপ সি ও ডি) নিয়োগ
নির্বাচন প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট, ১৯৯৭ এবং পরবর্তী সংশোধনী, নন-টিচিং স্টাফ রুলস, ২০২৫ (NTS Rules, 2025) এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের নির্দেশিকা দ্বারা নিয়ন্ত্রিত হবে।
নিয়োগ প্রক্রিয়া ও শূন্যপদের বিবরণ (Group C ও Group D)
পদের নাম | শূন্যপদ (প্রায়) | নির্বাচন পদ্ধতি |
---|---|---|
Clerk (কেরানি) (Group C) | 2989 | লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন, পূর্ববর্তী অনুরূপ অভিজ্ঞতা এবং ইন্টারভিউ (টাইপিং-কাম-কম্পিউটার দক্ষতা পরীক্ষাসহ) |
Group D Staff (গ্রুপ ডি কর্মী) | 5888 | লিখিত পরীক্ষা, পূর্ববর্তী অনুরূপ অভিজ্ঞতা এবং ইন্টারভিউ |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সময়সীমা (Eligibility)
ভারতের যেকোনো নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। তবে, সুপ্রিম কোর্টের রায়ে যারা ‘ত্রুটিপূর্ণ প্রার্থী’ (tainted candidates) হিসেবে চিহ্নিত হয়েছেন, তারা আবেদন করার যোগ্য হবেন না।
পদের নাম | আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা (১লা জানুয়ারি, ২০২৫ অনুযায়ী) |
---|---|---|
Clerk (কেরানি) | স্কুল ফাইনাল/মাধ্যমিক বা তার সমতুল্য পাশ হতে হবে | ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর |
Group D Staff | বোর্ড/কাউন্সিল দ্বারা স্বীকৃত বা অনুমোদিত স্কুল থেকে ক্লাস অষ্টম শ্রেণি পাশ হতে হবে | ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর |
বয়সের ক্ষেত্রে ছাড়:
- তফসিলি জাতি/উপজাতি (SC/ST) প্রার্থীরা ৫ বছর ছাড় পাবেন।
- অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।
- শারীরিক প্রতিবন্ধী (PH) প্রার্থীরা ৮ বছর ছাড় পাবেন।
- শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত SC/ST/OBC/PH/EWS শংসাপত্রগুলিই বৈধ বলে গণ্য হবে। অন্যান্য রাজ্যের প্রার্থীরা সাধারণ (General) প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
আবেদন পদ্ধতি (Online Application) ও ফি (Examination Fees) জমা দেওয়ার তথ্য
আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে। আবেদনের জন্য ফি নিম্নলিখিত –
পদের নাম | সাধারণ, OBC, EWS প্রার্থী | SC/ST/PH প্রার্থী |
---|---|---|
Group C | ₹৪০০ | ₹১৫০ |
Group D | ₹৪০০ | ₹১৫০ |
আবেদন প্রক্রিয়া (WBSSC Group C & Group D Application Form Fill Up)
আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে কমিশনটির অফিশিয়াল ওয়েবসাইট (www.westbengalssc.com) এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
- আবেদনকারীকে ফর্মের সমস্ত আবশ্যিক তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রযোজ্য ফি জমা দিতে হবে।
- একবার আবেদনপত্র অনলাইনে জমা দেওয়া হলে, পরবর্তীতে কোনোরূপ সংশোধনের অনুমতি দেওয়া হবে না।
- নাম, পিতার নাম/মাতার নাম, এবং জন্মতারিখ অবশ্যই মাধ্যমিক বা সমমানের বোর্ড পরীক্ষার শংসাপত্র অনুযায়ী পূরণ করতে হবে।
লিখিত পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক
- লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে না।
- প্রতিটি প্রশ্নের জন্য চারটি বিকল্পের মধ্যে শুধুমাত্র একটি সঠিক বিকল্প থাকবে, যার জন্য ১ নম্বর ধার্য।
- প্রশ্নপত্র ইংরেজি ও বাংলা উভয় ভাষায় সেট করা হবে।
- পরীক্ষার সিলেবাস কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে আপলোড করা হবে।
- প্রার্থীরা কেরানি এবং গ্রুপ ডি, এই প্রতিটি পদের জন্য শুধুমাত্র একটি মাধ্যম (Medium of Instruction) এবং একটি অঞ্চলের (Region) অধীনে আবেদন করতে পারবেন।
প্রবেশপত্র (Admit Card)
প্রবেশপত্র পোস্টের মাধ্যমে পাঠানো হবে না। প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.westbengalssc.com) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের তারিখ পরীক্ষার অন্তত সাত (৭) দিন আগে ঘোষণা করা হবে।
ডাউনলোড করবে: WBSSC Group C and D Previous Year Question Papers PDF: স্কুল সার্ভিস গ্রুপ সি ডি পরীক্ষার প্রশ্নপত্র!
অফিসিয়াল নোটিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তারিখ (Form Fill up Dates)
Notification in c/w 1st SLST, 2025 for Recruitment of Non Teaching Staff (Clerk & Group D only) in Recognized Govt. Aided/Sponsored Schools in West Bengal in compliance with the order of the Hon’ble Supreme Court dated 3rd April, 2025
তথ্য | নির্ধারিত তারিখ/ লিংক |
---|---|
অনলাইন আবেদন শুরু: | ০৩.১১.২০২৫ (3রা নভেম্বর) |
অনলাইন আবেদন বন্ধের তারিখ: | ০৩.১২.২০২৫ (বিকাল ৫টা) |
ফি জমা দেওয়ার শেষ তারিখ: | ০৩.১২.২০২৫ (রাত ১১:৫৯) |
লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়: | জানুয়ারি, ২০২৬ (নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে) |
WBSSC ডিটেইলড নোটিফিকেশন তারিখ: 09.10.2025 | ↓ Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট (WBSSC) | http://old.westbengalssc.com/ |
Group C & D প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group (Click)
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এই নন-টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তিটি রাজ্যের অসংখ্য বেকার যুবক-যুবতীর জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »