WBCHSE Biology 2024 Question Paper Solution PDF: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আর আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের বেশিরভাগ ছাত্রছাত্রীদের শেষ পরীক্ষা জীববিদ্যা ছিল। আশা করছি সকল পরীক্ষার্থীদের পরীক্ষা খুব ভালো হয়েছে এছাড়াও তোমরা নিশ্চয় আমাদের সাজেশন থেকে কমন পেয়েছ। তো আজকের এই পোষ্টের মাধ্যমে উচ্চমাধ্যমিক জীববিদ্যা পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন পত্র পিডিএফ এবং কিছু কিছু প্রশ্নের উত্তর আলোচনা করে দেওয়া হলো।
তো তোমরা যারা এখন জীববিদ্যা পরীক্ষা দিয়ে এসেছো তারা এখান থেকে তোমাদের উত্তর মিলিয়ে নাও আর দেখে নাও যে তোমাদের কতগুলি সঠিক হলো। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা পরের বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই এই প্রশ্নপত্রের পিডিএফ সংগ্রহ করে নাও।
HS Biology Science Question Paper 2024 PDF Download (উচ্চমাধ্যমিক জীববিদ্যা প্রশ্নপত্র ২০২৪ পিডিএফ)
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক থেকে শুরু করে সকল ধরনের বোর্ড পরীক্ষায় বসার আগে সেই পরীক্ষাগুলির গত বছরের প্রশ্ন কি কি এসেছে সে বিষয়ে অবশ্যই জানা দরকার। এর থেকে জানা যায় যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে? কোন গুলো এসে গেছে? কোনগুলো পরবর্তী বছরের জন্য গুরুত্বপূর্ণ? পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসতে পারে। তোর যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক দেবে তারা অবশ্যই এই জীববিদ্যা পরীক্ষার Pdf টি ডাউনলোড করে রেখে দাও। তো নিচে দেওয়া PDF DOWNLOAD বাটনে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নাও, না হলে পরে বিপদে পড়তে হবে।
HS Biological Science Question Paper 2024: উচ্চমাধ্যমিক জীববিদ্যা প্রশ্নপত্র ২০২৪ | 3 MB |
PDF Download | ✅️ |
HS Biology Solution MCQ Answer (উচ্চ মাধ্যমিক জীববিদ্যা পরীক্ষার MCQ এর উত্তর)
1.(d) 2. (c) 3. (c) 4. (d) 5. (b) 6. (d) 7. (c) 8. (d) 9. (b) 10. (d) 11. (a) 12. (b) 13. (b) 14. (c) |
উচ্চমাধ্যমিক ২০২৪ এর বিজ্ঞান বিভাগের জীববিদ্যা পরীক্ষার শুধুমাত্র Mcq প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হলো। বাকি প্রশ্নগুলোর উত্তর তোমরা বই থেকে দেখে নাও। বড় প্রশ্নগুলির উত্তর বড় হওয়ার কারণে এভাবে দেওয়া সম্ভব হলো না। তো তোমরা শুধুমাত্র MCQ প্রশ্নের উত্তর গুলো দেখে নাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »