WBJEE Exam Pattern 2026: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বিভাজন!

Anjan Mahata

Published on:

Follow Us Share
WBJEE Exam Pattern Marks Pattern Negetive Marking Category

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির সুযোগ পায়। প্রতিবছর লক্ষাধিক ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দিয়ে থাকে, ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে WBJEE পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

West Bengal Joint Entrance Examination 2026: পশ্চিমবঙ্গ জয়েন্ট এনট্রান্স পরীক্ষা

পশ্চিমবঙ্গ জয়েন্ট এনট্রান্স পরীক্ষাটি OMR ভিত্তিক পরীক্ষাWBJEE পরীক্ষাটি দুটি পেপারে হয়ে থাকে প্রথম পেপারে শুধুমাত্র গণিত বিষয়ের পরীক্ষা হয় এবং দ্বিতীয় পেপারে পদার্থবিদ্যা ও রসায়ন এই দুটি বিষয় একসাথে পরীক্ষা হয়।

বিষয়বিস্তারিত
পরীক্ষা পরিচালনাWest Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)
পরীক্ষার ধরনবহু বিকল্পধর্মী উত্তর (MCQ)
PaperPaper I – গণিত
Paper II – পদার্থবিদ্যা ও রসায়ন
পূর্ণমান২০০ নাম্বার
ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারPaper I এবং Paper II উভয় নম্বর
ফার্মাসি ভর্তিশুধুমাত্র Paper II হিসাবে

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নম্বর বিভাজন পদ্ধতি (WBJEE Mark Distribution)

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি মোট 200 নম্বরের হয়ে থাকে, এর মধ্যে শুধুমাত্র গণিত বিষয়ের জন্য নির্ধারিত 100 নম্বর এবং পদার্থবিদ্যা ও রসায়ন এই দুটি বিষয়ের জন্য নির্ধারিত মোট ১০০ নম্বরপ্রতিটি বিষয়ের ক্ষেত্রে প্রশ্নপত্রটি ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয় Catagory I, II & III। প্রতিটি ক্যাটাগরির মধ্য থাকা প্রশ্নের প্রশ্ন মান এবং নেগেটিভ মার্কিং নিয়ম আলাদা।

ক্যাটাগরিপ্রতিটি প্রশ্নের প্রশ্ন মাননেগেটিভ মার্কিং
Catagory I১ নাম্বার১/৪ নাম্বার অর্থাৎ ৪টি প্রশ্ন ভুল হলে ১ নাম্বার কাটা যাবে
Catagory II২ নাম্বার
১/২ নাম্বার অর্থাৎ ২টি প্রশ্ন ভুল হলে ১ নাম্বার কাটা যাবে
Catagory III২ নাম্বারনেগেটিভ মার্কিং নেই

পরীক্ষার প্রশ্ন কাঠামো (WBJEE Subject wise Exam Pattern & Marks Distribution)

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যে ৩টি বিষয় রয়েছে। অর্থাৎ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এই ৩টি বিষয়ের বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামোটি এবার দেখে নেওয়া যাক –

বিষয়ক্যাটাগরিনাম্বার বিভাজনমোট প্রশ্নমোট নাম্বার
গণিত
(Math)
Category I (Marks – 1)৫০×১=৫০75100 Marks
Category II (Marks – 2)১৫×২=৩০
Category III (Marks – 2)১0×২=২০
পদার্থবিদ্যা
(Physics)
Category I (Marks – 1)৩০×১=৩০4050 Marks
Category II (Marks – 2)৫×২=১০
Category I (Marks – 1)5×5=10
রসায়ন
(Chemistry)
Category I (Marks – 1)30×1=304050 Marks
Category II (Marks – 2)5×2=10
Category I (Marks – 1)5×2=10
প্রথমে Paper I - গণিত পরীক্ষাটি হয়, এবং একই দিনে এক ঘন্টার টিফিন ব্রেকে দ্বিতীয় পেপারটি Paper II - পদার্থবিদ্যা ও রসায়ন একই সিটে একই সেন্টারে পরীক্ষা হয়।

ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার ভর্তি: এক্ষেত্রে তিনটি বিষয় নম্বর মিলে GMR রাঙ্ক হিসেবে ভর্তি হয়, অর্থাৎ দুটি পেপার এরই গুরুত্ব রয়েছে।

ফার্মাসি ভর্তি: যে সব ছাত্রছাত্রীরা বি ফার্ম (BPharm) ভর্তি হবে তাদের শুধুমাত্র পেপার টা ভালো করে দিলেই হবে সেখানে ম্যাথমেটিক্স এর নম্বর যোগ হয় না, এবং তাদের আলাদা করে PMR – ফার্মেসি মেরিট রাঙ্ক এর মাধ্যমে ভর্তি হয়।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি, অবশ্যই আমাদের whatsapp গ্রুপে জয়েন হতে পারেন: ⚙︎ Join Group ↗

সরকারি কলেজের তালিকা: WBJEE Govt Engineering College University

পশ্চিমবঙ্গ WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbjeeb.nic.in/
WBJEE পরীক্ষার খুঁটিনাটি আপডেটClick Here →
বিগত বছরের প্রশ্নপত্র (PDF)WBJEE PYQ Paper →

অবশ্যই দেখো:

Join Group

Telegram