পশ্চিমবঙ্গে সরকারি ও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং/ ফার্মাসি কোন কলেজে কটা সিট? লিস্ট প্রকাশ করল বোর্ড

WBJEE 2024 Seat Matrix Published Westbengal Joint Entrance Board for All Govt and Private Institute

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার পর WBJEE রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সে ভর্তি হয়। ২০২৪ শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যে জয়েন্ট এন্টারস পরীক্ষার কাউন্সিলিং আজ অর্থাৎ ১০ই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা কলেজ নির্বাচনের সময় কোন কলেজের কেমন আসন রয়েছে? সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ মিলিয়ে সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের সমস্ত তথ্য জানা দরকার।

   

WBJEE 2024 Seat Matrix: সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং/ফার্মেসি কলেজের আসন সংখ্যা

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ড (WBJEEB) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে WBJEE 2024 ভর্তি ও কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কলেজের আসন সংখ্যা সম্পর্কিত একটি বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই তথ্যটি ছাত্রছাত্রীদের তাদের পছন্দের কলেজ ও কোর্স নির্বাচনে সহায়তা করবে।

WBJEE 2024 Seat Matrix Overview: সিট ম্যাট্রিক্স

WBJEEB প্রকাশিত সিট ম্যাট্রিক্সে নিম্নলিখিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। কলেজের অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সেখানে কি কি কোর্স বা বিভাগ রয়েছে, এবং সেই কোর্সের বিভিন্ন ক্যাটাগরির আসন সংখ্যার বিস্তারিত তথ্য রয়েছে ওই তালিকাতে।

  • সাধারণ (OP)
  • শারীরিকভাবে প্রতিবন্ধী (OP-PH)
  • অর্থনৈতিকভাবে দুর্বল (EWS)
  • অর্থনৈতিকভাবে দুর্বল ও শারীরিকভাবে প্রতিবন্ধী (EWS_PH)
  • অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী (OBC-A)
  • অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী ও শারীরিকভাবে প্রতিবন্ধী (OBC-A-PH)
  • অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী (বি) (OBC-B)
  • অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী (বি) ও শারীরিকভাবে প্রতিবন্ধী (OBC-B-PH)
  • তফসিলি জাতি (SC)
  • তফসিলি জাতি ও শারীরিকভাবে প্রতিবন্ধী (SC-PH)
  • তফসিলি উপজাতি (ST)
  • তফসিলি উপজাতি ও শারীরিকভাবে প্রতিবন্ধী (ST-PH)
  • টিউশন ফি ওয়েভার (TFW)
  • JEE মেইন র‌্যাঙ্কধারী

মিস করবেন না: SMFWB: রাজ্যে সরকারি প্যারা মেডিকেল ভর্তি! পরীক্ষা, যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন

WBJEE রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-এর পাশাপাশি সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main) পরীক্ষার মাধ্যমেও যে যে কলেজে ভর্তি বা সিট রয়েছে তারও তথ্য দেওয়া রয়েছে। এই দীর্ঘতালিকা ছ’পাতাতে (6-Pages) সমস্ত তথ্য দেওয়া রয়েছে। সরাসরি ডাউনলোডের লিংক দেওয়া রইল আপনারা ডাউনলোড করে পিডিএফ টি দেখে নেবেন।

WBJEE Seat Matrix 2024 (Download)

WBJEE 2024 Seat Matrix 2024 @wbjeeb.in
Demo: WBJEE 2024 Seat Matrix 2024
Seat Matrix WBJEE 2024 CounsellingDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুনwbjeeb.in

বিস্তারিত: WBJEE Councelling Dates 2024: রাজ্য জয়েন্ট কাউন্সিলিং শুরু ১০ই জুলাই, সময়সূচী ডাউনলোড করে নিন

WBJEEB-এর সিট ম্যাট্রিক্স 2024 ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য।WBJEEB কাউন্সিলিং প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য, অফিসিয়াল ওয়েবসাইট https://wbjeeb.nic.in/ দেখুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram