WBCHSE HS Science Semester System New Syllabus: উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেমের সম্পূর্ণ সিলেবাস। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, প্রতিবছর দুটি অর্থাৎ দুই বছরে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয়ের সংসদের তরফ থেকে যে বিষয়ভিত্তিক সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে সেগুলি আলাদা আলাদা করে সহজ করে ভাগ করে, ছাত্র-ছাত্রীরা সেখান থেকে বিষয়ভিত্তিক সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন ডাউনলোড করে নিতে পারবে।
WBCHSE HS Science New Syllabus: উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের নতুন সিলেবাস (All Semester All Subjects)
WBCHSE সমস্ত বিষয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ চারটি সেমিস্টারের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্নের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা করে চারটি সেমিস্টার এবং দেখেতে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল রয়েছে সেটিরও আলাদা আলাদা সেকশন করা রয়েছে। কিছু বিষয়ের আলাদা করে প্র্যাকটিকাল বা প্রজেক্ট দেওয়া নেই কারণ সেইগুলি সিলেবাসের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে।
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি – এই চারটে বিষয়ে মূল পিওর সায়েন্সের হলেও বা জেনারেল সায়েন্সের হলেও বর্তমানে সায়েন্স এর সাথে অনেক বিষয় কম্বিনেশন নেওয়া যাচ্ছে। সেই হিসাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সিলেবাস বিস্তারিত দেওয়া থাকলো
PHYSICS (PHYS) – ফিজিক্স
CHEMISTRY (CHEM) – কেমিস্ট্রি
MATHEMATICS (MATH) – অংক
BIOLOGICAL SCIENCE (BIOS) – জীববিদ্যা
COMPUTER SCIENCE (COMS) – কম্পিউটার সাইন্স
NUTRITION (NUTN) – পুষ্টিবিজ্ঞান
GEOGRAPHY (GEGR) – ভূবিদ্যা
ECONOMICS (ECON) – অর্থনীতি
STATISTICS (STAT) – রাশিবিজ্ঞান
MODERN COMPUTER APPLICATION (COMA) – কম্পিউটার অ্যাপ্লিকেশন
ENVIRONMENTAL SCIENCE (EVSC) – পরিবেশ বিজ্ঞান
HEALTH & PHYSICAL EDUCATION (HPED) – স্বাস্থ্য ও শরীরবিজ্ঞান
ARTIFICIAL INTELLIGENCE & DATA SCIENCE (AIDS) – আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সাইন্স
প্রতিটি বিষয়ের পাশে দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করে সহজে সেই বিষয়ের সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে। আজকের এই পোস্টেটি সকল ছাত্র-ছাত্রী এবং বিশেষ করে শিক্ষক-শিক্ষিকা মহাশয়দের জন্য বিশেষ লাভ হবে। সকলদের মধ্যে শেয়ার করো যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা পড়ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »