WBCHSE HS Arts New Syllabus: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেমিস্টার সিস্টেমের সম্পূর্ণ সিলেবাস প্রকাশ করা হয়ে গিয়েছে এবং একাধিকবার আপডেট আনা হয়েছে। আর্টসের আরো কিছু বিষয়ের সিলেবাস অনেকটাই পরিবর্তন করা হয়েছে। আবার কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে সিলেবাসের তেমন একটা পরিবর্তন না করা হলেও প্রশ্ন কাঠামোতে অর্থাৎ প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে।
WBCHSE HS Semester Arts New Syllabus: উচ্চ মাধ্যমিক কলা বিভাগের নতুন সিলেবাস
আজকের এই পোস্টে WBCHSE অফিসিয়াল একাদশ এবং দ্বাদশ শ্রেণির আর্টস বিভাগের যে সেমিস্টার পদ্ধতির নতুন সিলেবাস চালু করা হচ্ছে তার সমস্ত বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্নের পিডিএফ নিচে দেওয়া রয়েছে। এক্ষেত্রে নিচে সমস্ত বিষয়ের পাশে থাকা লিংকটিতে ক্লিক করে ছাত্র-ছাত্রীরা খুব সহজেই বিষয়ভিত্তিক pdf ডাউনলোড করে নিতে পারবে।
Political Science (POLS) রাষ্ট্রবিজ্ঞান
Education (EDCN) – শিক্ষাবিজ্ঞান
Sanskrit (SNSK) – সংস্কৃত
Philosophy (PHIL) – দর্শন
Economics (ECON) – অর্থনীতি
History (HIST) – ইতিহাস
Geography (GEGR) – ভূগোল
Modern Computer Application (COMA) – কম্পিউটার অ্যাপ্লিকেশন
অবশ্যই দেখবে: HS Semester Arts Subjects: উচ্চ মাধ্যমিক আর্টস কম্বিনেশন, কোন বিষয় নেবে? বেশি নাম্বার ওঠে? দেখে নাও
Environment Studies (ENVS) – পরিবেশবিদ্যা
Statistics (STAT) – রাশিবিজ্ঞান
Health & Physical Education (HPED) – স্বাস্থ্য শরীর শিক্ষা
Sociology [SOCG] – সমাজবিজ্ঞান
Journalism & Mass Communication (JMCN) – জার্নালিজম মাস কমিউনিকেশন
Biological Science (BIOS) – জীববিদ্যা
Nutrition (NUTN) – পুষ্টিবিদ্যা
আরো দেখবে: উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমের সকল নিয়মকানুন!
উপরোক্ত বিষয় ভিত্তিক সিলেবাস গুলো আশা করি তোমাদের সাহায্যকারী হবে, পরে যদি কিছু আপডেট হয় সেটাও তোমাদের জানানো হবে তার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাক। যে সকল ছাত্র-ছাত্রী আর্টস বিভাগ নিয়ে পড়াশোনা করছো এবং শুরু করতে চাইছো তাহলে অবশ্যই সমস্ত বিষয়ে সিলেবাস এবং প্রশ্ন পাঠান ডাউনলোড করে নাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »