WBCHSE HS Semester Exam All Rules: উচ্চমাধ্যমিক পাঠরত পড়ুয়াদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার নিয়ম চালু হয়েছে তবে কলেজের মত কোন পরীক্ষার্থী সেমিস্টারের কোন বিষয় ফেল করলে তাকে পরবর্তী সেমিস্টারে নির্দিষ্ট বিষয়টির উপরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে।
সেই সঙ্গে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, উত্তরপত্র কেমন হতে পারে এবং প্রশ্নের প্রতি কত নাম্বার থাকছে তা নিয়েও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা পর্ষদ। সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন।
সেমিস্টার নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে নেওয়া হবে?
মোট চারটি সেমিস্টারের মধ্যে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের জন্য প্রশ্নপত্র সংসদের তরফ থেকে করা হবে। সে ক্ষেত্রে তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বরে এবং চতুর্থ সেমিস্টার এপ্রিল মাসে নেওয়া হবে। আর কবে নেওয়া হবে বা দিনক্ষণের বিষয় সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।
তৃতীয় ও চতুর্থ সেমিস্টার প্রশ্নের ধাঁচ কিরকম হবে?
তৃতীয় সেমিস্টারে মূলত মাল্টিপেল চয়েস কোশ্চেন বা MCQ ধাঁচের প্রশ্ন থাকবে এবং চতুর্থ সেমিস্টারে শর্ট কোশ্চেন অ্যানসার SAQ ও ব্যাখ্যামূলক ধাঁচের প্রশ্নপত্র থাকবে।
উচ্চমাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ সেমিস্টার এর উত্তরপত্র: তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের জন্য ফাঁকা উত্তরপত্র ও OMR sheet সংসদের তরফ থেকেই দেওয়া হবে। শুধু তাই নয় প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বরগুলিও সংসদে পাঠাতে হবে এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় উত্তরপত্র সংসদের তরফ থেকেই সরবরাহ করা হবে। পরীক্ষা শেষে লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থীর নম্বর নির্ধারিত হবে।
তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে পাস মার্কস
তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে প্রার্থীকে পাঁচটি বিষয় (দুটি বাধতামূলক বিষয় এবং অপর তিনটি বিষয়) অবশ্যই পাশ নম্বর অর্থাৎ ত্রিশ শতাংশ নাম্বার পেতে হবে। কোন পড়ুয়া পরীক্ষায় ৩০ শতাংশ নম্বর পেলে উত্তীর্ণ বিবেচিত হবে। অন্যদিকে প্রাকটিক্যাল পরীক্ষার জন্য একটি নিয়ম থাকছে । সেখানেও পাস মার্ক লাগছে ৩০ নম্বর। পরীক্ষার পাশাপাশি প্রাক্টিক্যাল পরীক্ষাতেও পাস করতে হবে তাহলেই পরীক্ষার্থী পাশ করেছেন বলে বিবেচিত হবে।
তবে যে সকল পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টারে কোন বিষয় ফেল করবেন তাকে অবশ্যই চতুর্থ সেমিস্টারে উক্ত বিষয়টিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে।। কলেজের সেমিস্টার নিয়ম অনুসারে যেমন ব্যাক লগ ক্লিয়ারেন্স করতে হয় ঠিক একই পদ্ধতি শিক্ষা বর্ষ ২০২৪ – ২৫ থেকে চালু করল উচ্চশিক্ষা পর্ষদ।
অবশ্যই দেখে রাখো: HS Semester Supplementary Exam: একাদশ ও দ্বাদশ সাপ্লি পরীক্ষা, সেমিস্টারে ফেল? নিয়ম কানুন
কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর গণনা করা হবে
মূলত দুটি সেমিস্টার অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের মধ্যে পরীক্ষার্থী কোন একটি নির্দিষ্ট বিষয় যে সেমিস্টারের নম্বর বেশি হবে সেই নম্বরটি চূড়ান্ত নম্বর হিসেবে গণ্য করা হবে। যেমন কোন পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টারে যদি ভূগোলে ৮১ পায় এবং চতুর্থ সেমিস্টারের যদি ভূগোলে ৭৫ পায় সে ক্ষেত্রে তৃতীয় সেমিস্টারের নম্বরটাই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে
কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট দেওয়া হবে
তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে নম্বরের ভিত্তিতেই উচ্চমাধ্যমিকের চূড়ান্ত নম্বর গণনা করা হবে। সে ক্ষেত্রে দুটি সেমিস্টার শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের সময়মতো মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। আরো উল্লেখ্য, কোন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন করার ৭ বছরের মধ্যে তাকে অবশ্যই চারটি সেমিস্টার ক্লিয়ার করতে হবে না হলে তার রেজিস্ট্রেশন বাতিল গণ্য হবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbchse.wb.gov.in/
অবশ্যই দেখো: WBCHSE HS Semester Pattern (1st, 2nd, 3rd, 4th): সেমিস্টার প্যাটার্ন, পরীক্ষা, প্রশ্ন ও পাশের সমস্ত তথ্য!
উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষার সংক্রান্ত সমস্ত রকম আপডেট পরীক্ষার সিলেবাস সহ সাজেশন সমস্ত কিছু পেতে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে যুক্ত হয়ে যায়
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »