HS PPR PPS Result 2025: প্রকাশিত উচ্চ মাধ্যমিক ২০২৫ রিভিউ স্কুটিনি ফলাফল! কবে মিলবে সংশোধিত মার্কশিট?

Nitya Gorai

Published on:

WBCHSE HS PPR PPS Result Check Online 2025

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনেক ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রে সন্তুষ্ট না হয়ে Post Publication Review (পিপিআর) ও Post Publication Scrutiny (পিপিএস)-এর জন্য আবেদন করেছিল। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) তাদের রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল প্রকাশ করছে —কীভাবে রেজাল্ট চেক করবেন, সংশোধিত মার্কশিট কবে থেকে পাওয়া যাবে, এবং অফিসিয়াল নির্দেশিকা।

HS PPR PPS Result 2025: উচ্চমাধ্যমিক পিপিআর/পিপিএস রেজাল্ট

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ৩০শে মে, ২০২৫ (30.05.2025) তারিখে অধিকাংশ পিপিআর ও পিপিএস ফলাফল প্রকাশিত প্রকাশিত হয়েছে। বাকি ফলাফলগুলি ৩রা জুন, ২০২৫ (03.06.2025)-র মধ্যে প্রকাশিত হবে।

কীভাবে অনলাইনে রেজাল্ট চেক করবে? HS PPR PPS Result Check Online

যে সকল ছাত্রছাত্রী পিপিআর বা পিপিএস-এর জন্য আবেদন করেছিল, তারা যে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করেছিল wbchseapp.wb.gov.in/portal/dashboard_student লিঙ্কে গিয়ে নিজেদের Login IDPassword ব্যবহার করে ফলাফল দেখতে পারবে।

New Updated Maarksheet: সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট কবে পাওয়া যাবে?

যেসব ছাত্রছাত্রীর নাম্বার পরিবর্তিত হয়েছে, তাঁদের সংশোধিত মার্কশিট ও সার্টিফিকেট ৫ই জুন, ২০২৫ (05.06.2025) থেকে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস (Regional Office) থেকে সংগ্রহ করতে হবে। তবে সে জন্য তাদের প্রথমে দেওয়া মার্কসিট এবং সার্টিফিকেট স্কুলের মাধ্যমে কাউন্সিলের কাছে সারেন্ডার করে জমা করতে হবে

➡️ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান (Head of the Institution) বা অনুমোদিত প্রতিনিধি পুরনো মার্কশিট ও সার্টিফিকেট জমা দিয়ে নতুন মার্কশিট গ্রহণ করবেন। এই বিষয়ে স্কুলের অবশ্যই যোগাযোগ করে পরামর্শ নিতে হবে।

মিস করবেন না: WB Polytecnic, ITI Admission 2025: মাধ্যমিক পাশে পলিটেকনিক ও আইটিআই অনলাইনে ভর্তি শুরু! দেখে নিন

অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং ফলাফল চেক করার লিংক (Result Check)

বিষয়বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তি (Official Notification) UPR/298/2025
তারিখ: ২৯.০৫.২০২৫
↓ Notice PDF
রেজাল্ট প্রকাশের তারিখ৩০শে মে, ২০২৫ (বাকি ফল ৩রা জুনের মধ্যে)
চেক করার পোর্টালHS PPR/PPS Result Log in →
লগইন করতে যা লাগবেLogin ID ও Password

অবশ্যই দেখুন: WB College Admission 2025 (UG) কলেজে ভর্তি ২০২৫ কবে থেকে শুরু ফর্ম ফিলাপ, ভর্তি পরীক্ষা? দেখে নিন

পিপিআর ও পিপিএস ফলাফলের এই প্রকাশে অনেক ছাত্রছাত্রী নতুন করে স্বপ্ন দেখতে পারবে। যাঁদের নাম্বার পরিবর্তিত হয়েছে, তাঁদের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যাঁদের ফলাফল এখনও প্রকাশিত হয়নি, তাঁদের ৩রা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে, বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য সময়মতো জানিয়ে দেওয়ার জন্য।

Join Group

Telegram