HS Semester Question Pattern: উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমের প্রশ্ন কাঠামো ডাউনলোড করে নিন।

hs semester exam question pattern

HS Semester Exam Question Pattern: আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরের পঠন-পাঠনের প্রক্রিয়া অনেকটাই বদলে যেতে চলেছে। পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল পরীক্ষা পদ্ধতি, নম্বর বিভাজন এবং সিলেবাস সম্পর্কিত বিস্তারিত তথ্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। দুটি বছরের মোট চারটি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। প্রায় ১১ বছর পর উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাসেও এসেছে নানা বদল। নতুন সিলেবাসের বইও ইতিমধ্যে প্রকাশ্যে এনেছে শিক্ষা সংসদ।

   

এইসব বদলের মাঝেই উচ্চ মাধ্যমিক স্তরের প্রশ্নপত্রকে কেন্দ্র করে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্রে এবার থাকবে মোট তিনটি ধাপ। সাধারণ, মধ্য এবং উচ্চ মেধা সম্পন্ন পরীক্ষার্থীরা যাতে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পায় সেই কথা মাথায় রেখে তৈরি হবে প্রশ্নপত্র। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুসারে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রে সহজ, সামান্য জটিল এবং কঠিন প্রশ্ন মিলিয়ে মিশিয়ে পরীক্ষার্থীদের সামনে হাজির করা হবে। যার ভিত্তিতে পরীক্ষার্থীরা নিজেদের মেধা যাচাই করতে পারে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেছেন এমসিকিউ জাতীয় প্রশ্ন হলেও সব ধরনের ছাত্র-ছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্যই এই নম্বর বিভাজন করা হচ্ছে। সাধারণ মেধা সম্পন্ন পড়ুয়া থেকে শুরু করে উচ্চ মেধা সম্পন্ন পড়ুয়াদের জন্য ও তৈরি হবে এই প্রশ্নপত্র। পাশাপাশি পাশের হার যাতে কমে না যায় সেই বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি।

অবশ্যই জেনে নিন » WBCHSE Semester System Exam: উচ্চমাধ্যমিক স্তরে পাস ফেলের নতুন নিয়ম! প্রতি সেমিস্টারে পাস করা কি বাধ্যতামূলক?

উচ্চমাধ্যমিক স্তরে প্রশ্ন কাঠামো (HS Semester Exam Question Pattern)

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন করে যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে সে ক্ষেত্রে নম্বর বিভাজনটি হবে, প্রথম এবং তৃতীয় সেমিস্টারের জন্য প্র্যাকটিক্যাল বিষয়ের ক্ষেত্রে ৩৫ নম্বর এবং থিওরিটিক্যাল বিষয়ের ক্ষেত্রে ৪০ নম্বর এবং সঙ্গীত এবং ভিজ্যুয়াল আর্টসের জন্য 20 নম্বর। জানানো হয়েছে নতুন করে যে নম্বর বিভাজন হবে সেখানে ৫০ শতাংশ প্রশ্ন থাকবে সহজ, ৩০ শতাংশ প্রশ্ন থাকবে কিছুটা জটিল, বাকি ২০ শতাংশ প্রশ্ন থাকবে তুলনামূলক কঠিন, এই ধরনের প্রশ্ন থাকবে উচ্চ মেধা সম্পন্ন পড়ুয়াদের জন্য। সংসদের তরফ থেকে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে মডেল প্রশ্নপত্র শীঘ্রই সামনে আনা হবে। প্রশ্নপত্রে mcq প্রশ্নের পাশাপাশি নতুন করে সংযোজন করা হবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা যাচাই, ডানদিক-বাঁ দিক মেলানো, ডায়াগ্রাম সংক্রান্ত প্রশ্ন, বাক্য সাজিয়ে লেখা ইত্যাদি।

উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমের প্রশ্ন কাঠামো ডাউনলোড করুনDownload Question Pattern
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbchse.wb.gov.in/

অবশ্যই পড়ুন » HS Semester Pass Marks: উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষা পাস নম্বর কত? কিভাবে যোগ হবে? WBCHSE বিস্তারিত আপডেট

উচ্চমাধ্যমিক প্রশ্ন প্যাটার্ন নিয়ে শিক্ষা মহলের বক্তব্য

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই নির্দেশ প্রসঙ্গে যাদবপুর বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেছেন “উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মেধাকে গুরুত্ব দিতে চাইছে। সাধারণ ছাত্র ছাত্রীরা যেমন সহজেই উত্তর দিতে পারবেন, সেই দিকটা খেয়াল রেখে যারা উচ্চ মেধার ছাত্রছাত্রী তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে মুড়ি-মিছরি একদর না হয়ে যায়”। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন প্রকাশক নতুন সিলেবাস এর বই ছাপানোর কাজ শেষ করে ফেলেছেন। সংসদের কাছেও কিছু বই জমা পড়েছে। তাই এত দেরি করে এই নির্দেশ না দিয়ে সিলেবাসের সঙ্গেই প্রশ্নের ধরন জানিয়ে দিলে আরো বেশি সুবিধা হতো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram