WBCHSE HS 3rd Semester Result 2025 (Check Link) রেজাল্ট চেক করার লিংক, সংসদের নোটিশ দেখে নিন

Nitya Gorai

Published on:

Follow Us Share
WBCHSE HS 3rd Semester Result 2025 Check Official Link

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অফিসিয়াল বিজ্ঞপ্তি মাধ্যমে জানালা উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার (Semester-III)-এর ফলাফল ৩১শে অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত হবে। ২৯ শে অক্টোবর সংসদের তরফ থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দিয়ে আপডেট দেওয়া হয়েছে, বিস্তারিত আজকের পোস্টে।

WBCHSE HS 3rd Semester Result 2025 Notice: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট চেক নোটিশ প্রকাশ

সাংবাদিক বৈঠকে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা হবে বিদ্যাসাগর ভবন, সল্টলেক, কলকাতায় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে দুপুর ১২টা ৩০ মিনিটে।

  • দুপুর ২টা থেকে ছাত্র-ছাত্রীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
WBCHSE HS 3rd Semester Result Notice 2025 Check Online

রেজাল্ট দেখার প্রক্রিয়া (Online Result Check)

ছাত্র-ছাত্রীরা নিচের ধাপগুলো অনুসরণ করে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন —

  1. যেকোনো অফিসিয়াল ওয়েবসাইটে যান — যেমন https://result.wb.gov.in
  2. H.S. Semester III Result 2025” লিংকে ক্লিক করুন।
  3. নিজের রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) প্রদান করুন।
  4. “Submit” বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
  • মোট প্রাপ্ত নম্বর (Total Marks)
  • বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর (Subject-wise Marks) – 6 Subjects
  • বিষয়ভিত্তিক পার্সেন্টাইল (Subject Percentile) & Overall Grade.

আরো দেখবে: উচ্চ মাধ্যমিকে OMR আনসার শিট চেক করছে AI, বাতিল হবে না কোন খাতা! জানালো সংসদ

Ofiicial Websites: রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপসমূহ

নিচে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখার অফিসিয়াল লিঙ্ক দেওয়া হলো —

ক্র. নংওয়েবসাইটের নামঅফিসিয়াল লিঙ্ক / অ্যাপ
1সরকারি ওয়েবসাইটhttps://result.wb.gov.in
2Results Shikshawww.results.shiksha
3সংবাদ মাধ্যম পার্টনারTV9 Bangla
4মোবাইল অ্যাপWBCHSE Result

তাড়াহুড়োর সময় যাতে ছাত্রছাত্রীরা অসুবিধায় না পরে, আমরা ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে Edutips Result ওয়েবসাইটেও রেজাল্ট দেখার সুপারফাস্ট লিংক এর ব্যবস্থা করে দেব – এখান থেকেও ছাত্রছাত্রীরা সময় মতো রেজাল্ট দেখতে পারবে।

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

Online Marksheet: বিদ্যালয়ের জন্য নির্দেশ ও অনলাইন মার্কশিট

বিদ্যালয়ের প্রধান (HOI) স্বাক্ষর ও সীল দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মার্কশিট বিতরণ করবেন। প্রত্যেক বিদ্যালয় তাদের নিজস্ব লগইন আইডি ব্যবহার করে নিচের অফিসিয়াল পোর্টাল থেকে সকল স্টুডেন্টের রেজাল্ট কার্ড (Marksheet) ডাউনলোড করতে পারবে —
https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login

অফিসিয়াল নোটিশ PDF ডাউনলোড

Notificationলিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি
No. : L/PR/ 571 /2025
Date: 29/10/2025
↓ Download PDF

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল সংসদের দেওয়া নির্দেশ অনুসারে সকলেই যেন নির্ভুলভাবে রেজাল্ট চেক করেন ও মার্কশিট সংগ্রহ করেন। সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো

Join Group

Telegram