WBCHSE HS 3rd Semester Result 2025 (Check Link) রেজাল্ট চেক করার লিংক, সংসদের নোটিশ দেখে নিন

Nitya Gorai

Updated on:

WBCHSE HS 3rd Semester Result 2025 Check Official Link

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অফিসিয়াল বিজ্ঞপ্তি মাধ্যমে জানালা উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার (Semester-III)-এর ফলাফল ৩১শে অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত হবে। ২৯ শে অক্টোবর সংসদের তরফ থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দিয়ে আপডেট দেওয়া হয়েছে, বিস্তারিত আজকের পোস্টে।

— Advertisement —

WBCHSE HS 3rd Semester Result 2025 Notice: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট চেক নোটিশ প্রকাশ

সাংবাদিক বৈঠকে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা হবে বিদ্যাসাগর ভবন, সল্টলেক, কলকাতায় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে দুপুর ১২টা ৩০ মিনিটে।

  • দুপুর ২টা থেকে ছাত্র-ছাত্রীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
বিষয়বিস্তারিত তথ্য
Result Date (ফল প্রকাশের তারিখ)31st October 2025
Announced By (ঘোষণা করেছেন)চিরঞ্জীব ভট্টাচার্য, সভাপতি, WBCHSE
Total Candidates (মোট পরীক্ষার্থী)6,60,343 appeared, 79,528 absent
Result Details (ফলাফল তথ্য)Website-এ subject-wise marks ও total marks থাকবে; no merit list
Next Semester Exam (পরবর্তী পরীক্ষা)12 Feb – 27 Feb 2026 (4th Semester)
WBCHSE HS 3rd Semester Result Notice 2025 Check Online

রেজাল্ট দেখার প্রক্রিয়া (Online Result Check)

ছাত্র-ছাত্রীরা নিচের ধাপগুলো অনুসরণ করে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন —

  1. যেকোনো অফিসিয়াল ওয়েবসাইটে যান — যেমন https://result.wb.gov.in
  2. H.S. Semester III Result 2025” লিংকে ক্লিক করুন।
  3. নিজের রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) প্রদান করুন।
  4. “Submit” বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
  • মোট প্রাপ্ত নম্বর (Total Marks)
  • বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর (Subject-wise Marks) – 6 Subjects
  • বিষয়ভিত্তিক পার্সেন্টাইল (Subject Percentile) & Overall Grade.

লেটেস্ট আপডেট দেখো: উচ্চ মাধ্যমিক সেমিস্টার রেজাল্ট PPR PPS নেই, করতে হবে RTI? Answer Key, OMR চেক, Best of 5

Ofiicial Websites: রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপসমূহ

— Advertisement —

নিচে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখার অফিসিয়াল লিঙ্ক দেওয়া হলো —

ক্র. নংওয়েবসাইটের নামঅফিসিয়াল লিঙ্ক / অ্যাপ
1সরকারি ওয়েবসাইটhttps://result.wb.gov.in
2Results Shikshawww.results.shiksha
3সংবাদ মাধ্যম পার্টনারTV9 Bangla
4মোবাইল অ্যাপWBCHSE Result

তাড়াহুড়োর সময় যাতে ছাত্রছাত্রীরা অসুবিধায় না পরে, আমরা ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে Edutips Result ওয়েবসাইটেও রেজাল্ট দেখার সুপারফাস্ট লিংক এর ব্যবস্থা করে দেব – এখান থেকেও ছাত্রছাত্রীরা সময় মতো রেজাল্ট দেখতে পারবে।

তবে এটা চূড়ান্ত ফলাফল নয়। শুধু সম্ভাব্য মেধাতালিকা প্রকাশ হবে। মূল বা চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে দ্বিতীয় সেমিস্টারের পর। তখনই ছাত্রছাত্রীরা হাতে মার্কশিট (হার্ড কপি) পাবে। ৩১ অক্টোবর ২০২৫ রেজাল্ট বের হলেও সামগ্রিক ফলের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী সেমিস্টারের জন্য – যেখানে দুটি সেমিস্টারের রেজাল্ট একত্রে দেওয়া হবে। সেই সময়ই মেধাতালিকা প্রকাশ হবে

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

Online Marksheet: বিদ্যালয়ের জন্য নির্দেশ ও অনলাইন মার্কশিট

বিদ্যালয়ের প্রধান (HOI) স্বাক্ষর ও সীল দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মার্কশিট বিতরণ করবেন। প্রত্যেক বিদ্যালয় তাদের নিজস্ব লগইন আইডি ব্যবহার করে নিচের অফিসিয়াল পোর্টাল থেকে সকল স্টুডেন্টের রেজাল্ট কার্ড (Marksheet) ডাউনলোড করতে পারবে —
https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login

অফিসিয়াল নোটিশ PDF ডাউনলোড

WBCHSE 3rd Semester 2025-26 Results will be available after 2:00 PM on October 31, 2025.
Keep your Admit Card ready to check your result.
Notificationলিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি
No. : L/PR/ 571 /2025
Date: 29/10/2025
↓ Download PDF

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল সংসদের দেওয়া নির্দেশ অনুসারে সকলেই যেন নির্ভুলভাবে রেজাল্ট চেক করেন ও মার্কশিট সংগ্রহ করেন। সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো

Join Group

Telegram