পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে একাদশ শ্রেণির (Class XI) ছাত্রছাত্রী ও স্কুলগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির Semester-II (দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা), Semester-I Supplementary, Practical এবং Project Examination সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিন।
Class 11 2nd Semester Exam Date 2026: মার্চেই একাদশের সব পরীক্ষা, স্কুলের সূচি
এই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। সংসদের এই সিদ্ধান্তে একদিকে যেমন পরীক্ষার সময়সূচি স্পষ্ট হল, তেমনই স্কুলগুলির দায়িত্বও আরও পরিষ্কার করে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী,
- একাদশ শ্রেণির সবকটিই পরীক্ষা ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে।
- পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করার দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশিকা: নম্বর আপলোড থেকে প্রশ্নপত্র প্রস্তুতি
পরীক্ষাগুলি পরিচালনার ক্ষেত্রে সংসদের নির্ধারিত নিয়মাবলি (norms) কঠোরভাবে মানতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে জানানো হয়েছে —
- নম্বর আপলোডের সময়সীমা: ১৬ মার্চ ২০২৬ থেকে ১৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
- উত্তরপত্র, প্রশ্নপত্র ও মূল্যায়ন: সবকিছুই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের ব্যবস্থাপনায় করতে হবে।
- 🚫 বাইরের সংস্থা থেকে প্রশ্নপত্র কেনা নিষিদ্ধ: কোনও এজেন্সি বা বহিরাগত সংস্থা থেকে প্রশ্নপত্র সংগ্রহ বা ক্রয় করা যাবে না।
★★ স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে অবশ্যই সংগ্রহ করতে হবে ⇓
WBCHSE Class 11 Exam: শিক্ষকই প্রশ্ন করবেন ও খাতা দেখবেন!
সংসদ স্পষ্টভাবে জানিয়েছে, একাদশ শ্রেণির এই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের নিজস্ব বিষয় শিক্ষকরা তৈরি করবেন। বাইরের কোনও প্রশ্নব্যাংক বা সংস্থার উপর নির্ভর করা যাবে না। এর মাধ্যমে শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্নপত্র ফাঁস বা অনিয়মের সম্ভাবনা কমানোই মূল লক্ষ্য।
সংসদের অফিসিয়াল নোটিশ [PDF]
| বিষয় | তথ্য |
|---|---|
| Semester-II (দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা), Semester-I Supplementary, Practical এবং Project | মার্চ 2026 এর মধ্যেই |
| সময়, রুটিন ও প্রশ্নপত্র | স্কুল তাদের বিষয় অনুযায়ী ঠিক করবে |
| WBCHSE অফিসিয়াল নোটিশ No. L/PR/007 /2026 Date: 05/01/2026 | ↓ Download |
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ |
অবশ্যই দেখবে: Class 11 দ্বিতীয় সেমিস্টার ফ্রি সাজেশন →
একাদশ শ্রেণির পরীক্ষাকে আরও নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ করতে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্চের মধ্যেই পরীক্ষা শেষ করা ও নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নম্বর আপলোড করার নির্দেশ স্কুলগুলির কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




