WBCHSE Class 11 Registration 2025: একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন অনলাইনে! কবে থেকে? লাস্ট ডেট দেখে নিন

Arpita Paul

Published on:

WBCHSE Class 11 Registration Notice 2025-26

WBCHSE Class 11 Registration Date Notification: যেসব ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হয়েছে বা হতে চলেছ, তাদের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চমাধ্যমিক স্তরের জন্য জন্য রেজিস্ট্রেশন বিষয় বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে সমস্ত কিছু বলা রয়েছে।

রেজিস্ট্রেশন-এর প্রসেস অনলাইনে কিভাবে কি হবে? ছাত্রছাত্রীদের কি কি তথ্য বা ডকুমেন্ট রেডি রাখতে হবে? রেজিস্ট্রেশন ফি বা খরচ কত রয়েছে, শেষ তারিখ সহ সমস্ত কিছু অফিশিয়াল নোটিশ শেয়ার করা হলো।

WBCHSE Class 11 Registration 2025-26: একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন তারিখসহ গুরুত্বপূর্ণ আপডেট!

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education – WBCHSE) ২০ মে, ২০২৫ এক জরুরি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ক্লাস ১১ (Class XI) এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া 02 জুন, 2025 থেকে শুরু হয়ে 30 জুন, 2025 পর্যন্ত চলবে

ছাত্রছাত্রী ও বিদ্যালয় প্রধানদের (Head of the Institution) উদ্দেশ্যে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়া (Admission Process) শেষ হয়ে গেলেও, যে বিষয়গুলি (Subjects) ভর্তি হওয়ার সময় বেছে নেওয়া হয়েছে, তা রেজিস্ট্রেশনে না উঠলে ছাত্রছাত্রী কাউন্সিলের নথিভুক্ত (Council Registered Student) বলে গণ্য হবে না।

বিষয়তথ্য (Details)
রেজিস্ট্রেশন শুরুর তারিখ (Start Date)০২ জুন, ২০২৫
শেষ তারিখ (Last Date)৩০ জুন, ২০২৫
রেজিস্ট্রেশন পোর্টাল (Registration Portal)https://wbchseapp.wb.gov.in/
কে করবেন (Who Will Do)বিদ্যালয় কর্তৃপক্ষ (School Authority)
রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Registration Process)সম্পূর্ণ অনলাইনে (Fully Online)

কীভাবে রেজিস্ট্রেশন হবে: WB Class 11 Registration Online 2025

আপাতত ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য সমস্ত তথ্য স্কুলগুলি সংগ্রহ করে নেবে এবং অনলাইনে স্কুল বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে! যে কাজগুলি করতে হবে ছাত্র-ছাত্রীদের,

  • তাদের নির্বাচিত বিষয়গুলি আগে থেকেই লিস্ট (Subject Set List) করে রাখতে হবে।
  • আধার কার্ড এবং মাধ্যমিকের এডমিট, মার্কসিট জেরক্স লাগবে।
  • স্কুলের নির্দেশিকা মেনে সময় মতো সমস্ত তথ্য, রেজিস্ট্রেশন এর টাকা (Registration Fees) স্কুলের কাছে জমা করতে হবে।

দেখে নাও: HS Subject Set Science, Arts, Commerce: উচ্চ মাধ্যমিক সেমিস্টার সাবজেক্ট লিস্ট! কারা কোনটা নিতে পারবে?

রেজিস্ট্রেশন ফি (Registration Fees 2025-26)

খাত (Category)ফি (Fee in ₹)
রেজিস্ট্রেশন ফি (Registration Fee)₹75
ফর্ম প্রসেসিং ফি (Form Processing Fee)₹45
কনভিনিয়েন্স ফি (Convenience Fee)₹30
রেজাল্ট প্রসেসিং ফি (Result Processing Fee)₹40
মোট (Total)₹190
⏱️ দেরি ফি (Late Fine, if applicable)₹150

সমস্ত বিদ্যালয়ের প্রধানদের WBCHSE-এর অফিসিয়াল পোর্টালে (Official Portal) লগইন আইডি (Login ID) ও পাসওয়ার্ড (Password) ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি (WBCHSE Notice PDF)

বিষয়তথ্য
নোটিশ নম্বর (Notice No.)L/PR/290/2025
বিজ্ঞপ্তির তারিখ (Date of Notification)২০ মে, ২০২৫
WBCHSE অফিসিয়াল নোটিশ দেখে নিন↓ Download PDF

Class 11 পরীক্ষার প্রস্তুতিতে বাংলা ডিজিটাল Smart নোট+MCQ সহায়িকা মাত্র 30 টাকা তে তোমরা কিনে নিতে পারবে 👇

WB Class 11 Test Book Notest New Semester System
👆 সম্পূর্ণ MCQ নোটস উত্তরসহ (ছবিতে ক্লিক করুন)

English নোট+ নতুন প্যাটার্নে MCQ Question Answer মাত্র 30 টাকা তে তোমরা কিনে নিতে পারবে 👇

HS Class 11 1st Semester English MCQ Question Answer Smart Notes
👆 সম্পূর্ণ MCQ নোটস উত্তরসহ (Textbook + Rapid Reader)

রেজিস্ট্রেশন হল উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Examination) পথের প্রথম সিঁড়ি। তাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অনুরোধ, বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন নিশ্চিত করুন

আরো দেখবেন: HS Class 11 Semester Academic 2025-26: একাদশ সেমিস্টার ক্লাস, রেজিস্ট্রেশন, ফর্ম ফিলাপ, ফাইনাল পরীক্ষা!

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দ্রুত তাদের পছন্দের বিষয় এবং স্কুল নির্বাচন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা উচিত। আরও এই রকম শিক্ষা ও পরীক্ষার সংক্রান্ত আপডেট পেতে যুক্ত থাকুন EduTips Bangla-র সঙ্গে।এই তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই সতর্ক থাকে।

Join Group

Telegram