উচ্চ মাধ্যমিকে OMR আনসার শিট চেক করবে AI, বাতিল হবে না কোন খাতা! জানালো সংসদ

Nitya Gorai

Published on:

Follow Us Share
WBCHSE HS 3rd Semester Result Check by Artificial Intelligence

WBCHSE HS 3rd Semester Result Check by Artificial Intelligence: চলতি বছরে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে প্রথম দফা তৃতীয় সেমিস্টার ইতিমধ্যেই 22শে সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে, রেজাল্টের অপেক্ষায় রয়েছে ছাত্র-ছাত্রীরা – তার মধ্যেই সংসদের তরফ থেকে পাওয়া গেল বড় আপডেট! পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের ব্যবহৃত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ছাত্রছাত্রীদের কথা ভেবেই সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে লাভ হবে ছাত্রছাত্রীদের

WB HS 3rd Semester Result 2025: উচ্চ মাধ্যমিক সেমিস্টার আনসার শিট চেক করবে AI

তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়েছে OMR পত্রে, যেটির মূল্যায়ন হবে অপটিক্যাল মার্ক রিকগনেশন মেশিনে, যেমনভাবে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার খাতার চেক করা হয়। উচ্চমাধ্যমিক সংসদ মূল্যায়নের ক্ষেত্রে AI ব্যবহার করবে, সংসদের উদ্দেশ্য নির্ভুল মূল্যায়ন, এবং ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর দেওয়া।

WBCHSE সংসদের উত্তরপত্র মূল্যায়নের এআই-তে থাকছে অপ্টিক্যাল ক্যারেক্টার রেকেগনিশন (OCR) বা ওসিআর। যার মাধ্যমে হাতে লেখা স্ক্যান করে তা ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। তাই ওয়েমারপত্রের দাগ ভুল হলেও, এটি সঠিকভাবে মূল্যায়ন করে নিতে পারবে।

কিভাবে লাভ ভাবে ছাত্রছাত্রীরা? সংসদ সভাপতি বক্তব্য

যেসব প্রশ্নে ছাত্র-ছাত্রী ভুল করে একাধিক দাগ দিয়ে দিয়েছে, যেই দুটি দাগের মধ্যে যেই দাগটি সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে সেটিকে ধরেই মূল্যায়ন করা হবে। মানে যেক্ষেত্রে ছাত্রছাত্রীর শূন্য পাওয়ার সম্ভাবনা ছিল, সেই জায়গাতে ছাত্রছাত্রী নম্বর পেয়ে যেতে পারে।

সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলছেন, ‘এআই একটি প্রব্যাবিলিটি বা সম্ভাবনা খতিয়ে দেখবে। বিচার করা হবে দু’টি দাগের মধ্যে কোনটিকে বেশি ভালো করে দাগানো হয়েছে। পড়ুয়া কোন উত্তরে বেশি চাপ দিয়ে দাগ দিয়েছে। সেটিকেই সঠিক উত্তর ধরা হবে।’

WBCHSE Semester Prepration Notest EduTips App
👆 ছবিতে ক্লিক করুন

Operator: OMR সিট মূল্যায়নে থাকবেন অপারেটর

এতকিছুর পরেও যদি কোন খাতা সঠিকভাবে মূল্যায়ন না হয়, বা কম্পিউটারে কোনরকম সমস্যা হয় – সে ক্ষেত্রে থাকবেন অপারেটর, যিনি একজন পরীক্ষক। যিনি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনে কিছু খাতা ম্যানুয়ালিও চেক হবে – যাতে কোন ছাত্র-ছাত্রী অসুবিধায় না পড়ে।

বিষয়লিংক
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

আপডেট দেখুন: HS Class 12 3rd Semester Result Date 2025: কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট

তবে চতুর্থ সেমিস্টার এর ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরই ওপর ভরসা রাখছে সংসদ, সেক্ষেত্রে বর্ণনামূলক পরীক্ষা রয়েছে – এবং শিক্ষক শিক্ষিকা মহাশয় রায় সেই খাতা মূল্যায়ন করবেন। পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে, সমস্ত আপডেট সবকিছু পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

Join Group

Telegram