৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, যেটি ২০২৬ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম ধাপ। সমস্ত নতুন নিয়মে নতুন প্যাটার্নে প্রথমবারের মতো পরীক্ষা হতে চলেছে, যার এডমিট কার্ড ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। কিভাবে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে? কি কি বিষয় চেক করে নিতে হবে? নতুন নিয়মে কি কি আছে – সমস্ত কিছু বিস্তারিত আজকের প্রতিবেদনে।
WBCHSE HS 3rd Semester Admit Card 2026: তৃতীয় সেমিস্টার পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ সংসদের
নতুন সেমিস্টার সিস্টেমে অন্য সব কিছুর মতো এডমিট কার্ড দেওয়ার নিয়মেও বদল এসেছে, সংসদের তরফ থেকে কোন ফিজিকাল কপি বা কাগজ প্রিন্ট আউট হিসাবে এডমিট কার্ড আসবে না। সংসদের পোর্টালে অনলাইন মাধ্যমে এডমিট কার্ড ইস্যু করা হচ্ছে, ঠিক যেমনটা অন্যান্য চাকরি বা কম্পিটিটি পরীক্ষার জন্য হয়ে থাকে।
তবে এক্ষেত্রে একটু পার্থক্য ছাত্র বা ছাত্রীরা সরাসরি নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না, স্কুল কর্তৃপক্ষ এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে ছাত্রছাত্রীদের প্রোভাইড করবেন। এই এডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই সময়মতো এডমিট কার্ড সংগ্রহ করা প্রতিটি পরীক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি।
কিভাবে এডমিট কার্ড পাওয়া যাবে?
পরীক্ষার্থীরা তাঁদের নিজ নিজ বিদ্যালয় (School) থেকে এডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (Head of the Institution) কর্তৃক সিল (Seal) এবং স্বাক্ষরিত (Countersigned) এডমিট কার্ডই বৈধ বলে গণ্য হবে।
বিষয় | বিস্তারিত তথ্য |
---|---|
অ্যাডমিট কার্ড ইস্যু (অনলাইন) | ২০ আগস্ট (WBCHSE অফিসিয়াল পোর্টাল) |
স্কুল থেকে অ্যাডমিট কার্ড বিতরণ | ২১ আগস্ট থেকে এক সপ্তাহের মধ্যে |
পরীক্ষা শুরু | ৮ই সেপ্টেম্বর ২০২৫ |
পরীক্ষার সময় | সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ মিনিট |
⏰ রিপোর্টিং টাইম | সকাল ৯টা (এক ঘণ্টা আগে উপস্থিত থাকতে হবে) |
পরীক্ষার হলে নেওয়ার জিনিস | – রেজিস্ট্রেশন সার্টিফিকেট – ট্রান্সপারেন্ট জ্যামিতি বক্স – ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড – ট্রান্সপারেন্ট বোতল – পেন্সিল, ইরেজার, স্কেল – শুধুমাত্র নীল/কালো বল পেন বা ডট পেন |
পরীক্ষার নিয়ম কানুন: WBCHSE HS Exam Guidelines: নতুন উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষার সমস্ত নিয়ম! সহজ করে
কী কী বিষয় মিলিয়ে নিতে হবে? এডমিট কার্ডের তথ্য ও পরীক্ষার সেন্টার
এডমিট কার্ড হাতে পাওয়ার পর প্রতিটি পরীক্ষার্থীকে নিচের বিষয়গুলো খুঁটিয়ে যাচাই করতে হবে—
- পরীক্ষার্থীর নাম (Name)
- রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর (Roll & Registration No.) – এই অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে সিট পড়বে।
- নির্বাচিত বিষয়/Subject Combination
- পরীক্ষার কেন্দ্রের নাম ও ঠিকানা (Exam Centre Details)
- বিদ্যালয়ের সিল ও প্রধান শিক্ষকের স্বাক্ষর (বাধ্যতামূলক)।
যদি কোনো ভুল বা অসঙ্গতি দেখা যায়, তবে অবিলম্বে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
👇 উত্তরসহ নতুন সেমিস্টার প্রস্তুতিতে অবশ্যই সংগ্রহ করতে হবে স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর তৃতীয় সেমিস্টারে অংশগ্রহণ করতে চলা প্রতিটি শিক্ষার্থীকে আমাদের আন্তরিক শুভকামনা। সময়মতো এডমিট কার্ড সংগ্রহ করুন, পরীক্ষার নিয়ম মেনে চলুন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করুন। সফল পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »