WBCAP College Centralised Admission 2025: কলেজ ভর্তি শুরু ১৭ জুন! কোন কলেজ বাদ? সব তথ্য দেখে নিন

Anjan Mahata

Updated on:

WBCAP College Centralised Admission 2025

West Bengal Centralised UG Admission 2025: অবশেষে উচ্চমাধ্যমিক করে যেসব ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হবে তাদের জন্য রয়েছে দারুণ আপডেট। আগের বারের মত স্নাতক ভর্তি এবার থেকে অভিন্ন পোর্টাল (Centralised Admission Portal) এর মাধ্যমে হবে। সেন্ট্রালাইড এডমিশন পোর্টাল কবে থেকে শুরু হতে চলেছে? ভর্তি সমস্ত আপডেট? আগে থেকে সবকিছু জেনে রাখা দরকার, তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।

WB College Centralised Admission 2025: WBCAP Offcial Update

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় ৪০ দিন পর কলেজে ভর্তির পোর্টাল খোলার দিন ঘোষণা! আগামী ১৭ জুন (17th June) থেকে রাজ্যের স্নাতক (Undergraduate) স্তরে ভর্তির জন্য সরকারি পোর্টাল খুলে দেওয়া হবে। ওইদিন দুপুর 2টো (2:00 PM) নাগাদ রাজ্য সরকারের তরফে ভর্তির পোর্টালের (Admission Portal) আনুষ্ঠানিক উদ্বোধন হবে। একইসঙ্গে, সেই সময় থেকেই শুরু হবে অনলাইনে ভর্তির আবেদন (Online Application for Admission)।

কলেজে ভর্তির প্রক্রিয়া 2025সেন্ট্রালাইজড এডমিশন centralized admission portal
অনলাইন পোর্টাল উদ্বোধন17 জুন, 2025
অনলাইন পোর্টালে আবেদন শুরু18 জুন, 2025
মেরিট লিস্ট প্রকাশ ও কলেজে ভর্তি শুরুজুলাই, 2025

Westbenagl College Admission – ভর্তির জন্য পোটাল ইতিমধ্যেই লাইভ। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ৪৬১টি সরকারি ও সরকারি-সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই পোর্টালে মোট ৭২৭১ টি কোর্স রয়েছে। এক ক্লিকেই তোমরা পছন্দের প্রতিষ্ঠান, কোর্স এবং সেখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

কোন কোন কলেজ এই সুযোগের বাইরে থাকবে?

নিম্নলিখিত প্রতিষ্ঠান এবং কোর্সগুলো এই কেন্দ্রীয় অ্যাডমিশন সিস্টেমের আওতায় আসবে না, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ভর্তি প্রক্রিয়া চলবে পৃথকভাবে:

  • Presidency University
  • Jadavpur University
  • Autonomous Colleges
  • Minority Institutes
  • Training Colleges
  • Law Colleges & Universities
  • Colleges offering Fine Arts, Music, Dance
  • Engineering, Pharmacy, Nursing, Medical Colleges
  • Self-financing/Private Colleges
SrlCollege / Institute
1Bankura Christian College
2Midnapore College
3Milli Al-Ameen College (For Girls)
4Panskura Banamali College
5Raja Narendralal Khan Women’s College [Gope College] (Autonomous)
6Ramkrishna Mission Residential College, Narendrapur
7Ramakrishna Mission Vidyamandira, Belur Math
8Scottish Church College
9Serampore College
10Shri Shikshayatan College
11St. Paul’s Cathedral Mission College
12St. Xavier’s College
13Taradevi Harakhchand Kankaria Jain College
14The Bhawanipur Education Society College
15The Heritage College
16Women’s Christian College

*** উপরের কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরাসরি নিজেরা অটোনোমাস এডমিশন নেবে, এগুলি ছাড়া বাকি সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ এবং ভর্তি নেবে।

আরো দেখবে: Distance Course কি? ডিসটেন্স নাকি রেগুলার? পড়াশোনা, সার্টিফিকেট বৈধতা, উচ্চশিক্ষা জেনে নাও

সেন্ট্রালাইজড এডমিশন ছাত্রছাত্রীদের জন্য অনেক সুবিধা নিয়ে আসছে। এখন ভর্তি প্রক্রিয়া আরো সহজ, দ্রুত এবং স্বচ্ছ হবে। ভর্তির আবেদন এবং ফরম ফিলাপ শুরু হলে আমরা সমস্ত আপডেট দিয়ে এবং ভিডিও বানিয়ে গাইড করে দেওয়ার চেষ্টা করব

WBCAP College Admission Portal: ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে?

আগে কলেজে ভর্তি হতে গেলে সংশ্লিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পছন্দমত কলেজগুলির ওয়েবসাইটের প্রতিটিতে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হতো। কিন্তু নতুন নিয়মানুযায়ী, কলেজে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট একটি ওয়েবসাইটেই এবার থেকে ভর্তির জন্য পড়ুয়াদের আবেদন জানাতে হবে।

পরবর্তীতে মেধা তালিকা প্রকাশিত হলে পড়ুয়ারা পছন্দমত কলেজে ভর্তির সুযোগ পাবে। সর্বশেষ পর্যায়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে ওই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

মিস করবে না: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড

নতুন নিয়মে শিক্ষার্থীদের কি কি সুবিধা হবে?

নতুন পদ্ধতিতে একটি মাত্র পোর্টালের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করায় ভর্তি প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে, পরোক্ষভাবে যার ফল লাভ করবে শিক্ষার্থীরাই। একাধিক কলেজে আবেদনের খরচ বাঁচবে, এবং সরাসরি যেই কলেজে ভর্তি হতে চাইছে সেখানের ভর্তি হতে পারবে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে শিক্ষা দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় পেতে আরো বেশি সচ্ছতা আসবে, যা ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হবে।

গুরুত্বপূর্ণ বিষয়লিংক বা তথ্য
কলেজে ভর্তির সমস্ত আপডেট (Admission)WBCAP College Admission 2025
আবেদন শুরুর তারিখ (As per Notice)18th June, 2025
WBCAP: কলেজ এডমিশন ওয়েবসাইটAdmission Portal →
হেল্পলাইন বা হেল্প ইমেইল query@wbcap.in , writeto@wbcap.in
 +918967090096
Whatsapp chat bot (Send Hi to this number)

বিস্তারিত সময়সূচী ও নোটিশ: WBCAP College Admission 2025 Schedule, Fees: কলেজ ভর্তির সময়সূচি প্রকাশ! অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ

এই প্রতিবেদনে কলেজে ভর্তির নতুন নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য অঙ্গীকারবদ্ধ।

Join Group

Telegram