পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বহু প্রতীক্ষার পর অবশেষে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ (Teachers & Non Teaching Staffs) নিয়ে রাজ্য সরকারের তরফে এল বিশাল ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে মোট ৪৪,২০৩টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ, অফিশিয়াল বিজ্ঞপ্তি কবে বেরোবে? সবকিছু দেখে নিন –
WB SSC Recruitment: মুখ্যমন্ত্রীর ঘোষণা শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭শে মে নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের (Teacher & Staff Recruitment in West Bengal) বড়সড় ঘোষণা দেন। মোট ৪৪,২০৩টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানানো হয়।
মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন প্রক্রিয়া শুরু হবে। নিচে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলির তালিকা দেওয়া হল।
গুরুত্বপূর্ণ তথ্য | নির্ধারিত তারিখ |
---|---|
মুখ্যমন্ত্রীর নিয়োগ ঘোষণা | ২৭ মে, ২০২৫ (মঙ্গলবার) |
এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | ৩০ মে, ২০২৫ (শুক্রবার) |
বিজ্ঞপ্তি জারি করার শেষ সময় | ৩১ মে, ২০২৫ (শনিবার) |
অনলাইন আবেদন শুরুর তারিখ | ১৬ জুন, ২০২৫ (সোমবার) |
অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ | ১৪ জুলাই, ২০২৫ (সোমবার) |
এই সময়সূচি অনুযায়ী প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ৩০শে মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে, তাই বিজ্ঞপ্তিটি বেরোনোর অপেক্ষা করতে হবে।
বিভিন্ন স্তরে নিয়োগ ও শূন্যপদ (WB SSC Teacher & Teaching Staff Vacancy 2025)
রাজ্য সরকার ইতিমধ্যেই ২৪,২০৩টি শূন্যপদের অনুমোদন দিয়েছিল, যা হাইকোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পাবে। পাশাপাশি আরও ১৯,০০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিচের টেবিলে স্তরভিত্তিক পদ বিভাজন দেখানো হলো:
স্তর | শূন্যপদের সংখ্যা |
---|---|
নবম-দশম শ্রেণী (Secondary) | ১১,৫১৭টি |
একাদশ-দ্বাদশ শ্রেণী (Higher Secondary) | ৬,৯১২টি |
গ্রুপ C (Clerical & Technical) | ৫৭১টি |
গ্রুপ D (Non-Technical Support) | ১,০০০টি |
অন্যান্য প্রাথমিক ও সহায়ক পদ | ২৪,২০৩টি |
মোট | ৪৪,২০৩টি |
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা একদিকে যেমন নতুন চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো, অপরদিকে চাকরিহারা আন্দোলনকারীদের দাবি ও আন্দোলনের গতি নতুন মোড় নিতে পারে। ২৬,০০০ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার পরে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই ঘোষণা তা কিছুটা হলেও কাটিয়ে তুলতে সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞদের।
👇 চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]
অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! এখনই সেরা প্রস্তুতি শুরু করুন।
অবশ্যই দেখবেন: Post Office Jobs, Eligibility, Exam: পোস্ট অফিসে কিভাবে চাকরি পাবে? যোগ্যতা, পরীক্ষা বিস্তারিত দেখে নাও
WB SSC Notification 2025: গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
বিষয় | লিঙ্ক |
---|---|
অফিসিয়াল ওয়েবসাইট | www.westbengalssc.com |
বিজ্ঞপ্তির ডাউনলোড লিঙ্ক | (৩০ মে-র পর আপডেট হবে) |
রাজ্যে ৪৪,২০৩টি শূন্যপদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে SSC-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন!
মিস করবেন না: Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা ও বেতন! দেখে নিন
পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগ ২০২৫, WB SSC শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি: Teacher recruitment in West Bengal 2025, SSC Notification 2025 School Service Commission.
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »