WB School Puja Holiday: এগিয়ে এলো পুজোর ছুটি, সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের! কবে খুলবে স্কুল? দেখে নিন

Arpita Paul

Published on:

Follow Us Share
Westbengal School Holiday Notice Durgapuja 2025

শারদীয় উৎসবের আমেজে যখন গোটা রাজ্য মেতে উঠছে, তার ঠিক আগেই স্কুল শিক্ষা দফতর জানাল নতুন নির্দেশ। ভারী বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার ও বুধবার) রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় বন্ধ থাকবে। এর পরপরই শুরু হবে বার্ষিক পূজাবকাশ। অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য কার্যত টানা এক মাসের দীর্ঘ ছুটি মিলল।

— Advertisement —

Westbengal School Puja Holidays 2025: পূজাবকাশ এগিয়ে এল খারাপ আবহাওয়ার ছুটির সাথে

গত রাতের প্রবল বর্ষণ এবং আগামী দুই দিনের জন্য প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের কারণে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত ও সরকার স্পন্সরড প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান (পাহাড়ি অঞ্চল ব্যতীত) আগামী ২৪.০৯.২০২৫ এবং ২৫.০৯.২০২৫ তারিখে বন্ধ থাকবে।

Considering the heavy rainfall last night and due to the forecast of inclement weather for next two days, it has been decided by the competent authority that all the Government /Government Aided/Sponsored, Primary, Upper Primary, Secondary, Higher Secondary, Educational institutions in the state (except Hill areas) will remain closed on 24.09.25 & 25.09.25.

অবশ্যই দেখুন: Students Aadhar Update: পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের!

২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজ্যের স্কুলে ছুটি, কালীপূজার পরেই খুলবে ক্লাস

এ বছর পূজাবকাশ মোট ২৫ কার্যদিবস (রবিবার বাদে) চলবে। এইবারের পূজাবকাশ কার্যত আগেভাগেই শুরু হল। বিদ্যালয় শিক্ষা দফতরের সচিবের জারি করা নির্দেশ অনুযায়ী—

  • ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৫ → খারাপ আবহাওয়ার জন্য ছুটি
  • ২৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর ২০২৫ → পূজাবকাশ (চতুর্থী থেকে ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত)
Westbengal Pre Durgapuja Holiday Notice School Education Department 2025

বিস্তারিত দেখুন: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ! দেখে নিন

— Advertisement —

তবে সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের মতো করে তাদের সিদ্ধান্ত নেবে, এই বিষয়ক উচ্চশিক্ষা দপ্তরের থেকে এখনো কোনো নির্দেশিকা আসেনি।

টানা এক মাসের বেশি ছুটি ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং উৎসব দুটোই উপভোগ করার সুযোগ এনে দিল। তবে ছুটির মধ্যেও পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়া দরকার। শারদীয় শুভেচ্ছা ও আসন্ন পরীক্ষার জন্য রইল আন্তরিক শুভকামনা।

Join Group

Telegram