বর্তমানে তথা অক্টোবর মাসে (October 2025) স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য কোন কোন স্কলারশিপ এর আবেদন চলছে? কত দিন আবেদন চলবে এবং কারা আবেদন করতে পারবে? এ নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। এছাড়াও প্রতিটি স্কলারশিপে আবেদন করার বিস্তারিত তথ্য এবং লিংক দেওয়া রয়েছে।
Govt Scholarship: অক্টোবর মাসে যে সরকারি স্কলারশিপ আবেদন চলছে
ইতিমধ্যেই স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য রাজ্য এবং কেন্দ্রের একাধিক স্কলারশিপ এর আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোন কোন স্কলারশিপে আবেদন শুরু হয়েছে? লাস্ট ডেট কবে সবকিছু দেখে নিন।
ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)
রাজ্য সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ হলো ওয়েসিস স্কলারশিপ (OASIS)। এই স্কলারশিপ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের SC/ST/OBC পড়ুয়াদের পড়াশোনার খরচের জন্য বার্ষিক বৃত্তি দেওয়া হয়। নবম থেকে শুরু করে কলেজ পড়ুয়া সকলেই এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।
ওয়েসিস স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | এখনো ঘোষণা হয়নি (Expected December 2025) |
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো ঐক্যশ্রী স্কলারশিপ। স্কুল এবং কলেজ পড়ুয়া প্রত্যেকেই এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।
ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | 31শে অক্টোবর, 2025 |
নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarships)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য একটি জনপ্রিয় স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের 10 হাজার টাকা দেওয়া হয়, এই স্কলারশিপে আবেদন করার জন্য শুধুমাত্র ৫০ শতাংশ নাম্বার থাকলেই আবেদন করতে পারবে।
নবান্ন স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | নির্দিষ্ট কোন শেষ তারিখ নেই |
ন্যাশনাল স্কলারশিপ (NSP Scholarships)
স্কুল এবং কলেজ পড়ুয়াদের জন্য কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কলারশিপ পোর্টাল NSP স্কলারশিপ। স্কুল ও কলেজ পড়ুয়া যাদের বিগত পরীক্ষায় ন্যূনতম ৫০% নাম্বার রয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
ন্যাশনাল স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | নির্দিষ্ট কোন শেষ তারিখ নেই (Expected December 2025) |
Private/NGO/CSR Scholarship: যেসকল বেসরকারি স্কলারশিপে আবেদন চলছে
সরকারি স্কলারশিপ এর পাশাপাশি স্কুল এবং কলেজ পড়ুয়াদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাধিক বেসরকারি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নিচে স্কলারশিপগুলিতে আবেদনের লিঙ্ক এবং আবেদনের শেষ তারিখ দেওয়া হলো।
স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ (SBI Asha Scholarship)
দেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রতিবছর ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইতিমধ্যে এই স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতি বছর ৭৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।
স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | 15 নভেম্বর, 2025 |
এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপ (HDFC Bank Parivartan Scholarship)
দেশের বৃহত্তম প্রাইভেট ব্যাংক হল এইচডিএফসি ব্যাঙ্ক, এই ব্যাংক প্রত্যেক বছর ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিয়ে সহায়তা করে থাকে। ইতিমধ্যে এই শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের বার্ষিক ১৫,০০০ টাকা দেওয়া হয়।
এইচডিএফসি স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | 30শে অক্টোবর, 2025 |
কোটাক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship )
কোটাক মাহিন্দ্রা গ্রুপের তরফ থেকে প্রতি বছর ছাত্রীদের (Girl Students) স্কলারশিপ দেওয়া হয়। ইতিমধ্যে এই শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এই স্কলারশিপে আবেদন করলে ছাত্রীরা পেয়ে যেতে পারে বার্ষিক ১.৫ লক্ষ টাকার স্কলারশিপ।
কোটাক কন্যা স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | 31শে অক্টোবর, 2025 |
লরিয়েল ইন্ডিয়া সায়েন্স স্কলারশিপ (Loreal Scholarship)
ল’ওরিয়েল ইন্ডিয়া (L’Oréal India) ল’ওরিয়েল ফর ইয়ং উইমেন ইন সায়েন্স প্রোগ্রাম এর মাধ্যমে দেশের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপ এর মাধ্যমে বছরে ছাত্রীদের ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়।
লরিয়েল ইন্ডিয়া স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | 3 নভেম্বর, 2025 |
ইনফোসিস স্কলারশিপ (Infosys Scholarship)
মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ইনফোসিস ফাউন্ডেশনের তরফ থেকে প্রতিবছর স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের সর্বোচ্চ বার্ষিক ১ লক্ষ টাকা বৃত্তি দেওয়া হয়।
ইনফোসিস স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | 30 অক্টোবর, ২০২৫ |
জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)
সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের পক্ষ থেকে পড়ুয়াদের প্রতি বছর বার্ষিক ৫০০০ টাকা থেকে শুরু করে ৫0,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীরা যারা ৬৫ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
জিন্দাল স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | এখনো ঘোষণা হয়নি |
মুসকান স্কলারশিপ (Muskaan Scholarship)
দেশের পিছিয়ে পড়া দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের ভ্যালভোলিন (Valvoline) কোম্পানির তরফ থেকে মুসকান স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে স্কুল ও কলেজ পড়ুয়াদের বার্ষিক ১২০০০ টাকা করে দেওয়া হয়।
মুসকান স্কলারশিপে আবেদনের লিংক | Apply Now↗ |
লাস্ট ডেট | 5 নভেম্বর, 2025 |
অবশ্যই প্রয়োজনীয় ছাত্র-ছাত্রীদের সাথে গুরুত্বপূর্ণ তালিকাটি শেয়ার করে দিন, যাতে সকলেই এই সুযোগ সুবিধার ব্যাপারে জানতে পারে এবং তাদের পড়াশোনার খরচে কিছুটা হলেও সাহায্য পায় এই সরকারি বা প্রাইভেট স্কলারশিপ গুলির মাধ্যমে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »