রাজ্যে প্রায় আট বছর পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। গত ২৫ সেপ্টেম্বর বোর্ড ১৩,৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। অবশেষে বোর্ড ঘোষণা করেছে— ১৯ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। যোগ্যতা কি লাগবে? অনলাইন আবেদন সবকিছু দেখে নিন।
WBBPE Primary Teacher Recruitment 2025: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ
বোর্ড জানায় প্রযুক্তিগত প্রক্রিয়া ও নিয়ম সংশোধনের কাজ সম্পন্ন হওয়ায় ১৯ নভেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হবে। সরকার অনুমোদিত, সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র বেসিক স্কুল— দুই ক্ষেত্রেই সহকারী শিক্ষক নিয়োগ হবে। এতে স্বস্তি পেয়েছেন ২০১৪, ২০১৭, ২০২২ ও ২০২৩ সালের টেট উত্তীর্ণ অসংখ্য চাকরিপ্রার্থী।
| বিষয় | তথ্য |
|---|---|
| নিয়োগকারী সংস্থা | WBBPE (West Bengal Board of Primary Education) |
| পদ | Assistant Teacher in Primary Schools |
| মোট শূন্যপদ | 13,421 |
| আবেদন শুরু | ১৯ নভেম্বর ২০২৫ |
| আবেদন পদ্ধতি | শুধুমাত্র অনলাইনে |
যোগ্যতা (Eligibility Criteria)
প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন করতে হলে নির্দিষ্ট ভাষায় (বাংলা/হিন্দি/উর্দু/নেপালি ইত্যাদি) উচ্চমাধ্যমিকে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পাশ থাকতে হবে। যোগ্যতা গুলি পূরণ করতে হবে –
১) নাগরিকত্ব: আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) বাধ্যতামূলক যোগ্যতা: WB TET উত্তীর্ণ হতে হবে (২০১৪/২০১৭/২০২২/২০২৩— চার ব্যাচই আবেদন করতে পারবে)।
৩) একাডেমিক ও প্রশিক্ষণ যোগ্যতা: (NCTE Norms অনুযায়ী যেকোনো একটি)
- উচ্চমাধ্যমিক (৫০%) + ২ বছরের D.El.Ed
- উচ্চমাধ্যমিক (৪৫%) + ২ বছরের D.El.Ed
- উচ্চমাধ্যমিক (৫০%) + ৪ বছরের B.El.Ed
- উচ্চমাধ্যমিক (৫০%) + ২ বছরের ডি.এড (Special Education)
- স্নাতক + ২ বছরের D.El.Ed।
SC / ST / OBC-A / OBC-B / EC / Ex-Servicemen / PwD প্রার্থীরা একাডেমিক নম্বরে সর্বোচ্চ ৫% ছাড় পাবেন।
বয়সসীমা: ন্যূনতম বয়স: ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স: ৪০ বছর – বয়স গণনার তারিখ: ১ জানুয়ারি ২০২৫, রিজার্ভ ক্যাটেগরির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য।
ক্লিক করে দেখো: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা
আবেদন ফি (Application Fees)
| ক্যাটেগরি | ফি |
|---|---|
| General | ₹600 |
| OBC (A & B) | ₹500 |
| SC/ST/EWS/PwD | ₹300 |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
মোট ৫০ নম্বরের উপর ভিত্তি করে মূল্যায়ন:
| বিষয় | পূর্ণ নম্বর |
|---|---|
| মাধ্যমিক | ৫ |
| উচ্চমাধ্যমিক | ১০ |
| ট্রেনিং (D.El.Ed/B.El.Ed) | ১৫ |
| TET | ৫ |
| অতিরিক্ত কর্মদক্ষতা | ৫ |
| সাক্ষাৎকার (Viva) | ৫ |
| Aptitude Test / Para Teacher অভিজ্ঞতা | ৫ |
| মোট | ৫০ |
অবশ্যই দেখবে: Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা ও বেতন! দেখে নিন
অনলাইন আবেদন প্রক্রিয়া (How to Apply)
সম্পূর্ণ আবেদন ফর্ম ফিলাপ অনলাইনে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যান: WBBPE Online Portal (সরাসরি নিচে লিংক দেওয়া থাকবে) –
১. নতুন রেজিস্ট্রেশন করুন। TET Roll Number ও জন্মতারিখ দিয়ে লগইন করুন।
২. ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ট্রেনিং ডিটেলস পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৩. ফি অনলাইনে পরিশোধ করুন। ফর্ম সাবমিট করে অ্যাপ্লিকেশন প্রিন্ট করে রাখুন।
অফিসিয়াল লিংক ও নোটিফিকেশন
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ১৯ নভেম্বর ২০২৫ |
| আবেদন শেষ তারিখ | শীঘ্রই জানানো হবে |
| অফিসিয়াল নোটিফিকেশন (PDF) | ⇓ Download PDF |
| আবেদন করার লিংক | Apply Online → |
আবেদন চলছে: WBSSC Group C & D সরকারি স্কুলে ৮৪৭৭ শূন্যপদে নিয়োগ ফর্ম ফিলাপ শুরু! দেখে নিন
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কয়েক বছর ধরে রাজ্যে অস্বচ্ছতা, মামলা, আন্দোলন— সব মিলিয়ে অনিশ্চয়তা ছিল চরমে। ১৩,৪২১ শূন্যপদে স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছে শিক্ষা দপ্তর।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




