WB D.El.Ed Admission 2025: সরকারি ডিএলএড ভর্তি শুরু! লাস্ট ডেট কবে? অনলাইন আবেদন দেখে নিন

Anjan Mahata

Published on:

Westbengal Deled Admission 2025 WBPPE

ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন? তাহলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর অধীনে দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed.) কোর্সে ভর্তি হওয়ার এই সুযোগ। ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে ৪ঠা জুলাই, ২০২৫ থেকে। বিস্তারিতভাবে বুঝে নেব এই কোর্সে ভর্তির যোগ্যতা, আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট, এবং সময়সূচি

D.El.Ed কোর্সে ভর্তি শুরু: Westbengal DELED Admission Form Fill Up 2025

2025-27 শিক্ষাবর্ষে সরকারি কলেজে ডিএলএড প্রাইমারি টিচার্স ট্রেনিং ভর্তি নোটিফিকেশন বেরিয়েছে। উচ্চমাধ্যমিক পরবর্তী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতার চাকরির ক্ষেত্রে এই কোর্সের যথেষ্ট চাহিদা রয়েছে।

আবেদনকারী যোগ্যতা (Eligibility Criteria for DElEd)

বর্তমানে প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য ডি এল এড কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। আপনার ঠিক কি কি যোগ্যতা থাকলে এই ডি এল এড কোর্সে এডমিশন দিতে পারবেন দেখে নিন –

  • ১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • 2. দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে ৫০ শতাংশ নাম্বার পেতে হবে।
  • 3. প্রার্থীদের অবশ্যই সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।

মিস করবে না: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা, Science/Arts/Commerce সমস্ত দেখে নিন!

আবেদন ফর্ম জমা পদ্ধতি (Application Process for D.El.Ed)

প্রার্থীকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করার প্রক্রিয়া (How to Apply)

  1. অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://wbbpe.wb.gov.in
  2. লিংকে ক্লিক করুন: “Online Application for Admission to Two Year D.El.Ed. Course (Regular Mode) for the Session 2025-2027”
  3. নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী ফর্ম পূরণ করুন।
  4. স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করুন।
  5. সাবমিট করার আগে ফর্ম ভালোভাবে চেক করুন।

প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ (Documents to be Uploaded)

  • মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড – জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে
  • উচ্চমাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষার মার্কশিট
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি (Scanned)
  • আবেদনকারীর স্বাক্ষরের স্ক্যান কপি, মোবাইল নাম্বার, ইমেইল আইডি
  • কাস্ট/ক্যাটাগরি সার্টিফিকেট (SC/ST/OBC), যা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত
  • ডোমিসাইল সার্টিফিকেট (শুধুমাত্র সাঁওতালি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের জন্য, যারা ঝাড়গ্রামের DIET-এর রামগড় ইউনিটে আবেদন করবেন)।

আবেদন মূল্য (Application Fees)

সাধারণ শ্রেণীর জন্য আবেদন মূল্য থাকছে ১০০০ টাকা, অনগ্রসর শ্রেণীর জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা এবং তপশিলি জাতী ও উপজাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদন মূল্য থাকছে ৫০০ টাকা।

গুরুত্বপূর্ণ সময়সূচি (Important Dates)

কার্যক্রমসময়সীমা
অনলাইন আবেদন শুরু০৪ জুলাই ২০২৫ (শুক্রবার), দুপুর ১২টা থেকে
আবেদন শেষ২০ জুলাই ২০২৫ (রবিবার), রাত ১২টা পর্যন্ত
ইনস্টিটিউট কর্তৃক স্ক্রুটিনি২১ জুলাই – ২৫ জুলাই ২০২৫
বোর্ডের পক্ষ থেকে মেরিট লিস্ট প্রকাশ২৮ জুলাই – ৩১ জুলাই ২০২৫
ভর্তি সম্পন্ন১২ আগস্ট ২০২৫-এর মধ্যে
ক্লাস শুরুপরবর্তীতে জানানো হবে

অবশ্যই দেখবে: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা দেখে নিন

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

১. প্রথমে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে মোট প্রার্থীদের একটি শর্ট লিস্ট বানানো হবে। প্রার্থীদের উচ্চমাধ্যমিকের (10+2) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি তালিকা করা হবে এবং বেস্ট অফ ফাইভ (Best of 5) বিষয় সর্বোচ্চ নম্বর গ্রহণ করা হবে। এরপর প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

২. মোট প্রাপ্ত নম্বর অনুযায়ী ফাইনাল লিস্ট (DelEd Merit List) প্রকাশ করা হবে এবং সেই লিস্টের ভিত্তিতে বিভিন্ন কলেজে ভর্তি নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links & Apply)

লিঙ্কের নামURL
সরাসরি আবেদন লিঙ্ক (৪ জুলাই থেকে সক্রিয় হবে)Apply Online →
পূর্ণ নোটিফিকেশন (Official Notification)
No. 432/WBBΡΕ/D.El.Ed./2025/95P-06/25
Date: 30/06/2025
Download Notification PDF

বিস্তারিত: DElEd Course: উচ্চমাধ্যমিকের পর D.EL.ED কোর্স (PTTI বেসিক ট্রেনিং)! দেখে নিন খুঁটিনাটি

Join Group

Telegram