WB College Admission 2025 (UG) কলেজে ভর্তি ২০২৫ কবে থেকে শুরু ফর্ম ফিলাপ, ভর্তি পরীক্ষা? দেখে নিন

Anjan Mahata

Published on:

Westbengal College Admission 2025 Important Dates UG Form Fill Up

২০২৫ সালে উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফল প্রকাশের পর অনেক ছাত্রছাত্রীর মনেই এখন একটাই প্রশ্ন—”কবে থেকে শুরু হবে কলেজে ভর্তি (College Admission)?” এবছর কিছুটা পরিবর্তন এসেছে কলেজ ভর্তি প্রক্রিয়ায়, আবার কিছু কলেজ তাদের নিজস্ব নিয়মে ভর্তি নিচ্ছে। এই পোস্টে আমরা বিশদে আলোচনা করব কবে থেকে ফর্ম ফিলআপ শুরু হবে, কীভাবে ভর্তি হবে, এবং কী কী ডকুমেন্ট আগে থেকে রেডি রাখতে হবে

Westbengal College Admission 2025 (All Courses): কলেজে ভর্তির সমস্ত আপডেট ও গুরুত্বপূর্ণ তারিখ

এই বছর উচ্চমাধ্যমিক স্তরে পরীক্ষার্থী সংখ্যা প্রতি বছরের তুলনায় প্রায় অর্ধেক। যার মানে, যারা রানিং ইয়ারের ফ্রেশ স্টুডেন্ট (Fresh HS Pass Students), তাদের সরকারি কলেজে ভর্তি হওয়ার চান্স অনেক বেশি

কলেজ ভর্তি হয় মূলত দুইভাবে:

১. অটোনোমাস কলেজ (Autonomous Colleges):
এই ধরনের কলেজ যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ, মেদিনীপুর উইমেন্স কলেজ, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ ইত্যাদি নিজেদের ভর্তি প্রক্রিয়া (Admission Process) আলাদাভাবে চালায়। এদের নিজস্ব ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হয় এবং সরাসরি আবেদন (Direct Application) করতে হয়।

২. সেন্ট্রালাইজড ভর্তি পোর্টাল (Centralized Admission Portal):
পশ্চিমবঙ্গ সরকারের অধীন সমস্ত সাধারণ ডিগ্রী কলেজের (General Degree Colleges) ভর্তি আগের বছরের মতোই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে হবে। অনুমান করা হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে UG Admission 2025 পোর্টাল লাইভ হবে এবং ফর্ম ফিলআপ শুরু হবে।

প্রফেশনাল লাইনে ভর্তি (Professional Degree Courses Admission)

WBJEE, SMFWB, PUBDET, MAKAUT CET, CU LAW—এইসব এন্ট্রান্স পরীক্ষাগুলিও একইভাবে নিয়ম মেনে কাউন্সেলিং এর মাধ্যমে ভর্তি নেবে।

এছাড়াও যেসব ছাত্রছাত্রী প্রফেশনাল ডিগ্রী কোর্স (Professional Degree Courses) যেমন:

  • ইঞ্জিনিয়ারিং (Engineering),
  • মেডিকেল (Medical),
  • নার্সিং (Nursing),
  • প্যারামেডিকেল (Paramedical),
  • আইন (Law)

এইসব কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য এন্ট্রান্স পরীক্ষা (Entrance Exam) দিতে হবে। অনেক পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, আবার কিছু পরীক্ষার ফর্ম ফিলআপ এখনো চলছে।

এই বছরে ছাত্রছাত্রীর সংখ্যা কম, সরকারি কলেজে চান্স পাওয়ার সুযোগ বেশি! তাই ভয় বা FOMO-তে (Fear of Missing Out) পড়ে আগেভাগে কোনো প্রাইভেট কলেজে ফর্ম ফিলাপ বা ডাইরেক্ট অ্যাডমিশন (Direct Admission) করার দরকার নেই।

আরো দেখুন: WB Polytecnic, ITI Admission 2025: মাধ্যমিক পাশে পলিটেকনিক ও আইটিআই অনলাইনে ভর্তি শুরু! দেখে নিন

বিভিন্ন কোর্স এবং কলেজে ভর্তির সময়সূচী (UG Admission 2025-26)

ভর্তি প্রক্রিয়াসম্ভাব্য তারিখভর্তি পদ্ধতিওয়েবসাইট
অটোনোমাস কলেজ (Autonomous Colleges)জুনের ১ম সপ্তাহ থেকে
(কিছু কলেজে শুরু হয়ে গিয়েছে)
কলেজের নিজস্ব ওয়েবসাইটে ফর্ম ফিলাপকলেজ অনুযায়ী আলাদা
UG General Admission (Govt. Colleges BSc/BCom/BA)জুন ২য় সপ্তাহ (সম্ভাব্য)সেন্ট্রাল পোর্টালের মাধ্যমেwbcap.in
WBJEE (Engineering/Pharmacy)রেজাল্ট – জুন ২০২৫ কাউন্সেলিং – জুলাইঅনলাইন কাউন্সেলিংwbjeeb.nic.in
PUBDET (Presidency University UG Admission)পরীক্ষা – জুন ২০২৫মেরিট লিস্টwbjeeb.nic.in
CU LAW (Calcutta University Law Entrance)জুন – জুলাই ২০২৫অনলাইন আবেদন ও মেরিট লিস্টcaluniv.ac.in
MAKAUT CET (BBA/BCA/B.Sc etc.)জুন – জুলাই ২০২৫অনলাইন পরীক্ষা ও কাউন্সেলিংmakautwb.ac.in
JENPAS UG (Nursing, Paramedical)পরীক্ষা – জুন ২০২৫
কাউন্সেলিং – জুলাই ১ম/২য় সপ্তাহ
অনলাইন কাউন্সেলিংwbjeeb.nic.in
SMFWB (State Medical Faculty – Paramedical Courses)পরীক্ষা – জুন ২০২৫ কাউন্সেলিং – জুলাই ১ম সপ্তাহ থেকেঅনলাইন কাউন্সেলিংsmfwb.formflix.org
NEET (UG) – MBBS/BDS/AYUSHরেজাল্ট – জুন
কাউন্সেলিং – জুলাই থেকে
MCC এবং State Quota অনুযায়ীneet.nta.nic.in wbmcc.nic.in
ANM GNM Nursingঘোষণা হয়নিকাউন্সিলিং ও মেরিট লিস্টwbjeeb.nic.in

** সমস্ত তারিখ সম্ভাব্য (Tentative)প্রতিটি নোটিশ, ফর্ম ফিলাপ ও রেজাল্টের তারিখ আমরা জানিয়ে দেবো সবার আগে।

গুরুত্বপূর্ণ লিংক দেওয়া রইল:

  • বিভিন্ন এন্ট্রান্স বা ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত দেখে নাও: All Entrance Exams
  • উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন ক্যারিয়ার ও প্রফেশন: All Top Career

Documents Required for Admission (ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র)

যদিও বিভিন্ন কলেজে আলাদা আলাদা ডকুমেন্ট রেডি করতে হয়, এবং মূলত অনলাইনে ফরম ফিলাপ হয়ে যায়। তবুও আগে থেকেই যেসব ডকুমেন্টস রেডি রাখতে হবে:

প্রয়োজনীয় ডকুমেন্টসকি জন্য লাগবে?
আধার কার্ড (Aadhaar Card)পরিচয় প্রমাণের জন্য
উচ্চমাধ্যমিক মার্কশিট (HS Marksheet)একাডেমিক যোগ্যতা দেখানোর জন্য
ইনকাম সার্টিফিকেট (Income Certificate)স্কলারশিপ বা ফি ছাড়ের জন্য
মোবাইল নাম্বার (Mobile Number)OTP ও যোগাযোগের জন্য
ইমেইল আইডি (Email ID)রেজিস্ট্রেশন ও আপডেটের জন্য
পাসপোর্ট সাইজ ফটো (Photo)ফর্ম ফিলাপে আপলোডের জন্য

আরো দেখুন: আইআইটি (IIT) কীভাবে ভর্তি হবে? যোগ্যতা, পরীক্ষা UG/PG/Phd রিসার্চ সমস্ত বিষয়! জেনে নাও

কীভাবে প্রস্তুতি নেবে এখন?

HS Result প্রকাশের পরে ভর্তি শুরু হলেও অনেকটা সময় পাওয়া যাবে। এই সময়ে:

  • নতুন কিছু Skill শেখা যেতে পারে।
  • ভবিষ্যতের জন্য Competitive Exam প্রস্তুতি শুরু করা যায়।
  • নিজের ডকুমেন্টস সাজিয়ে রাখা খুব জরুরি, যাতে ফর্ম ফিলআপের সময় কোনো সমস্যা না হয়।

২০২৫ সালের কলেজ ভর্তি প্রক্রিয়া নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। নিজের পছন্দের কলেজে ভর্তির জন্য চোখ রাখো সরকারি ওয়েবসাইটগুলিতে ও আমাদের আপডেট পোস্টে।

Join Group

Telegram