WB ANM GNM Question Paper 2025: জিএনএম নার্সিং পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্র! PDF ডাউনলোড

Arpita Paul

Published on:

Follow Us Share
WBJEE ANM GNM Question Paper 2025 Official PDF

আজ, 19শে অক্টোবর 2025, অনুষ্ঠিত হলো West Bengal ANM GNM Nursing Entrance Exam 2025। এই পরীক্ষার আয়োজন করেছিল West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)। এবারের প্রশ্নপত্রের মান নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মোটামুটি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

WBJEE ANM GNM Exam Question Paper 2025 (Analysis)

এই বছরের WB ANM GNM Question Paper 2025 ভবিষ্যতের পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ Study Material। যারা 2026 সালের নার্সিং প্রবেশিকা পরীক্ষা (Nursing Entrance 2026) দিতে চলেছেন, তারা এই প্রশ্নপত্র দেখে প্রশ্নের ধরন, অধ্যায়ভিত্তিক ওয়েটেজ এবং সিলেবাস বোঝার সুযোগ পাবেন।

পরীক্ষাWBJEE ANM-GNM
প্রশ্নপত্র পরীক্ষার তারিখ19.10.2025
পূর্ণমান (Full Marks)115
MCQ প্রশ্ন রয়েছে100 টি

অবশ্যই দেখবে: WB ANM GNM Exam Syllabus, Pattern: পশ্চিমবঙ্গ জিএন এম নার্সিং পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন 

WB ANM GNM Question Paper 2025 PDF Download

এখনই নিচের লিংক থেকে অফিশিয়াল প্রশ্নপত্রের স্ক্যান কপি (Official Question Paper PDF) ডাউনলোড করে নিন –

অন্যান্য বছরের প্রশ্নপত্র:Click Here →

নার্সিং পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন: Join Group →

Note: এটি মূলত পরীক্ষার্থীদের পর্যালোচনার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল উত্তরপত্র (Official Answer Key) প্রকাশিত হলে সেটিও এই পৃষ্ঠায় আপডেট করা হবে।

যারা আগামী বছর West Bengal GNM ANM Entrance Exam 2026 দিতে চান, তারা এখন থেকেই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি শুরু করুন। নিয়মিত প্র্যাকটিস, পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ, এবং প্রতি অধ্যায়ভিত্তিক মক টেস্ট আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে।

Join Group

Telegram